নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

লোকসান করে পথে বসছে কৃষক অন্যদিকে সাপ্লায়ের অভাবে কৃষিপণ্যর অগ্নিমূল্য!!...তবে কি দুর্ভিক্ষের পথে দেশ??...

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১



শিরোনামটি দেখে হয়তো অনেকেরই চোখ কপালে উঠবে!!..

কিন্তু বর্তমানে এটাই বাস্তবতা। কৃষক তার সবস্ব উজার করে নিপুন যত্নে উৎপাদিত করেছে কৃষিপণ্য কিন্তু দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্হিতিতে পরিবহনের অভাবে বাম্পার ফলন হওয়া সত্বেও এইসব কৃষিপণ্য আর দাম হারাচ্ছে…পচেঁ যাচ্ছে….গরুর খাবার হিসেবে ব্যবহার হচ্ছে!!...



আজ একটু বাজারের পাইকারী আড়তে গিয়ে খোজ নিলাম কৃষিজাত পণ্যর সরবরাহ এবং দাম কেমন। শুনতে অবাক হয়ে গেলাম….ফুলকপি মাত্র ৫০ টাকা ধরা!!.. অর্থাৎ ১০ টাকা কেজি। রংপুর বিভাগের বিভিন্ন জেলার চিত্র এটাই। শীতের এইসব সবজী রাজধানী ঢাকার বাজারগুলিতে সাপ্লায়ের অভাবে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে সেখানে লাগাতার তিন সপ্তাহের অবরোধে এইসব পণ্য ঢাকা যেতে না পারার কারনে উৎপাদিত অন্ঞ্চলে মাত্র ১০ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে!!...



রাস্তার পাশে দাড়িয়ে ছিলাম কিছুক্ষণ…..

হঠাৎ চোখে পড়লো ভ্যন বোঝাই সাগর কলা নিয়ে ফেরী করে বিক্রী করছেন একজন কৃষক!! দাম জিজ্ঞাসা করতে বললো আটটাকা হালি!! চমকে উঠলাম আরেকবার…. বলে কি এই লোক!! এতবড় সাইজের কলা কখনো ১২ টাকা হালির নিচে কিনতে পারিনি কখনো তাছাড়া আমাদের অন্ঞ্চলের উৎপাদিত কলা ভালো সাইজেরগুলি আমরা কখনো পাইনা কারন এগুলি সবসময় দাম বেশি দিয়ে ঢাকা সহ দেশের অন্যান্য স্হানের ব্যপারীরা কিনে নেন।আর যেসব কলার সাইজ ছোট কেবল সেগুলিই স্হানীয় পর্যায়ে বিত্রী হয়ে থাকে।

অবাক হওয়ার পালা তখনো শেষ হয়নি….

যখন দেখলাম এই কৃষক চোখের সামনে মাত্র ৫ টাকা হালি দরে কলা বিক্রী করলো তখনতো চোখ এক প্রকার কপালে ওঠার মত দশাই!! আমিও কিনলাম এককান্দা কলা!! যাতে তিন হালি দুইটা ছিল!! মাত্র সতের টাকায় কিনলাম এই বিশাল সাইজের কলা।





কিছুক্ষণ পরে দেখি একভ্যন ভর্তি লাউ!!...

দাম জিজ্ঞাসা করলাম…বললো বড়গুলি ৩০ টাকা!! মাঝারী ২০ আর ছোট দশটাকা!! অবশেষে বড়সাইজের একটি লাউ ২০ টাকায় কিনলাম। অথচ এই সাইজের লাউ মাত্র ২০-২৫ দিন আগেও ৬০-৭০ টাকায় কিনতে হতো আমাদের!!...

















পোল্টি মুরগীঃ

পোল্ট্রি শিল্প এক প্রকার ধংসই হয়ে গেছে!! এখন যা অবশিষ্ট আছে তা শুধু এই শিল্পের কন্কালসার দশা!!....

ঢাকার বাজারে যখন পোল্ট্রি মুরগি প্রতি কেজি বিত্রী হচ্ছে ১৪০-১৪৫ টাকায় ঠিক তখন পোল্ট্রি খামারের জনপদ নামে খ্যত গাইবান্ধায় পাইকারী দাম মাত্র ৭১ টাকা কেজি!!... তারপরও সেইসব মুরগি স্হানীয় বেপারী ছাড়া অন্য কোন জেলার ব্যপারী নাই!! অনেকে বিক্রী করতে চাইলেও ক্রেতার অভাবে বিক্রী করতে পারছেনা!!... এগুলি উৎপাদন করে কি পরিমান লোকসান হচ্ছে তার খবর কেও জানেন??....

একটি পরিসংখ্যান দেখিঃ

১০০০ মুরগী উৎপাদন করতে খরচ হয়।

১. ১ দিনের ব্রয়লার বাচ্চা ১০০০পিছ যার দাম ২২,০০০ টাকা

২. ৫০ বস্তা খাবার যার দাম ২২১০ করে ১,১০,৫০০ টাকা

৩. ধানের গুড়া ২০ বস্তা যার দাম ৩২০ টাকা হলে৬,৪০০ টাকা

৪. ঔষধ এবং ভ্যকসিন বাবদ সর্বমোট ১৫,০০০ টাকা

৫. ইলেকট্রিক বিল বাবদ খরচ ৮,০০০ টাকা

৬. একজন শ্রমিকের বেতন একমাসের ৫,০০০ টাকা

৭. পরিবহন বাবদ খরচ ১,৫০০ টাকা

মোট খরচ =১,৬৮,৪০০ টাকা

১০০০ মুরগি ৩০ দিনে ভালো ওয়েট আসলে উৎপাদিত ওজন দাড়াবে ১,৫০০ কেজি। এখন শীতকাল মোরগ মুরগীর অসুখ বিসুখ বেশী তাই মর্টালিটির হারও বেশি সে হিসেবে ১০% মর্টালিটি ধরলে ১৫০০ কেজি-১০%=১৫০কেজি বাদ দিলে সঠিক উৎপাদিত ওজন দাড়ায় ১৩৫০ কেজি।

১৩৫০ কেজি ব্রয়লার মুরগির বাজার দর ৭১ টাকা দরে দাম আসে ৯৫,৮৫০ টাকা??...



আসুন দেখি আজ যারা ব্রয়লার মুরগি বিক্রী করলেন তাদের লোকসানের পরিমান কত??...

সর্বসাকূল্য উৎপাদন খরচ ১,৬৮,৪০০ টাকা

সর্বমোট মুরগি বিক্রী -৯৫,৮৫০ টাকা

তাহলে ওই খামারীর লোকসানের পরিমান=৭২,৫৫০ টাকা!!



এরকম লোকসান হলে পোল্ট্রি খামারী কি দেশে অবশিষ্ট কেও থাকবে??....

তাদের কি প্রতিক্রিয়া হচ্ছে….আল্লা!! দড়ি ফালাও…বায়া উপ্রে উডি যাই!!...



এভাবে প্রতিটা কৃষক, শ্রমিক থেকে ব্যবসায়ী সহ প্রতিটা লোক আজ ক্ষতিগ্রস্ত!!.. এই ক্ষতি কে পুষিয়ে দেবে??...

আর এরকম ক্ষতি বেশিদিন হতে থাকলে কৃষক তার পূঁজি হারিয়ে বন্ধ করে দিতে বাধ্য হবে তার প্রতিটা উৎপাদিন পণ্য যা দেশের এবং দেশের মানুষের জন্য দূর্ভিক্ষের অন্যতম কারন হতে পারে।



তাই আরেকবার রাজনীতিবিদদের অনুরোধ করছি….আপনাদের গোয়ার্তুমিতে এইসব শিল্প কৃষি যেন বন্ধ হয়ে না যায় এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ যেন দূর্ভিক্ষে পতিত নাহয়।।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ক্ষমতার লোভ আর বাবাদের ফাঁসি বন্ধ করতে কুকুরেরা তরকারিবাহি ট্রাকও জালিয়ে দিচ্ছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ হাসান কালবৈশাখী।
খাদ্যবাহী,জ্বালাণীবাহী,ঔষধ সহ আমদানী ও রপ্তানীবাহী পন্য অবরোধের আওতামুক্ত থাকার কথা....
কিন্তু বর্তমান অবরোধচিত্র পুরোই আলাদা...
খাদ্য,পন্য সহ সকল প্রকার যানবাহনে আগুন এবং ভাংচুর করছে অবরোধকারীরা....এমন কি রোগী বহনকারী এ্যম্বুলেন্সও রেহাই পাচ্ছেনা এদের থেকে!!...

ধিক্কার এমন অবরোধকে যে অবরোধ দেশের উন্নয়নকে গলা টিপে ধরে।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

মিজানুর রহমান মিলন বলেছেন: চমত্‍কার একটা পোস্ট ভাই । পড়লাম । বর্তমান বাংলাদেশের এটাই বাস্তবতা । সামনে যে হবে আল্লাহই জানে ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।
হুম...আসলেই চিন্তায় আছি....
দেশ কার্যত অচলাবস্তা চলছে....
ভবিষ্যত নিয়ে বড়ই উদ্গিগ্ন...

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ইমরুল আকতার চৌধুরী বলেছেন: নীতিহীন রাজনীতির চর্চা যতদিন এই দেশে থাকবে পাবলিক ততদিন এই ভোগান্তিতে বাস করবে, সবকিছুর একটা সীমা আছে, একদিন হয়ত মানুষ তাঁদের এই ভোগান্তির চরম জবাব দেবে

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইমরুল আকতার চৌধুরী ভাই।

নীতিহীন রাজনীতির চর্চা যতদিন এই দেশে থাকবে পাবলিক ততদিন এই ভোগান্তিতে বাস করবে, সবকিছুর একটা সীমা আছে, একদিন হয়ত মানুষ তাঁদের এই ভোগান্তির চরম জবাব দেবেসহমত

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

মামুন রশিদ বলেছেন: দূর্বিষহ অবস্থা । বাস্তব চিত্র তুলে ধরেছেন ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ।
ভালো থাকুন
শুভকামনা....

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

তামিম ইবনে আমান বলেছেন: মামুন রশিদ বলেছেন: দূর্বিষহ অবস্থা । বাস্তব চিত্র তুলে ধরেছেন


প্লাস

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান ভাই।
মামুন রশিদের সাথে যদি একমত থাকেন
তাহলে আমিও সহমত ;)

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: সমস্যা হলো এখানেই.....এতো মানুষের ঘামে গড়া অর্থনিতীটা ধীরে ধীরে পঙ্গুকরে দিচ্ছে ও ক্ষমতালোভী ডাইনীগুলা....কেউ এদিকে দেখেনা X( X(
আমাদের জাতীগত বিভেদ ঘটিয়ে এরা শুধুই ক্ষমতার রাজনীতিতে ব্যাস্ত। আর আমরা একদল হয়েছি শাহবাগী.....আর একদল হাসিনা বিরোধী.......।
দুই মাসের মধ্য সংবিধান পরিবর্তন করা গেলে ৩-৪টা ছুঁচো ধরে ফাঁসী দিতে ৫বছর লাগেনা.....আর শাহাবাগীগো এই রাজনীতির খেলায় নামতে হয়না।

আর কাদেরমোল্লাগো নিয়া এই সন্ধ্যাবেলায় তাড়াহুড়া বা আওয়াজ তুলে দেশটার জনগনের দৃষ্টি হয়তো সাময়িক ভাবে অন্যদিকে ঘুরানো যাবে.....কিন্তু দেশের হাজারো কোটি টাকার যে ক্ষতি হয়েগেল......তা কি ওই খালেদা হাসিনার বাপেরা এসে দিবে ??

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মেহেদী বিএনসিসি।
সমস্যা হলো এখানেই.....এতো মানুষের ঘামে গড়া অর্থনিতীটা ধীরে ধীরে পঙ্গুকরে দিচ্ছে ও ক্ষমতালোভী ডাইনীগুলা....কেউ এদিকে দেখেনা X( X(
আমাদের জাতীগত বিভেদ ঘটিয়ে এরা শুধুই ক্ষমতার রাজনীতিতে ব্যাস্ত। আর আমরা একদল হয়েছি শাহবাগী.....আর একদল হাসিনা বিরোধী.......।
দুই মাসের মধ্য সংবিধান পরিবর্তন করা গেলে ৩-৪টা ছুঁচো ধরে ফাঁসী দিতে ৫বছর লাগেনা.....আর শাহাবাগীগো এই রাজনীতির খেলায় নামতে হয়
আপনার মন্তব্যর সাথে মোটামুটিভাবে একমত।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনার কথা ভেবে দেখার মত এইদিকে মনোযোগ না দিলে অবস্থা দুর্ভিক্ষের দিকে মোর নেয়া অস্বাভাবিক কিছু নয় :( :( :( :(

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মেহেদী হাসান মানিক ভাই।
আসলে ভাবনার বিষয়ই বটে :(
কৃষক ক্রমাগত লোকসান করে পূজি হারিয়ে ফেললে উৎপাদন করবে কিভাবে.....আর হরতাল অবরোধ দির্ঘায়িত চলতে থাকলে একেক এলাকায় একেক পণ্যর আকাল পড়বে....যেমন উত্তরবঙে আকাল হবে চিনি,ডাল,ভোজ্যতেলের অন্যদিকে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্বেও সরবরাহের অভাবে যেসব এলাকায় কৃষিপণ্য উৎপাদন হয়না সেখানে কৃষিপণ্যর আকাল হওয়াটাই স্বাভাবিক।
প্রথবে দাম বৃদ্ধি পাবে অবশেষে মজুদ শেষ হয়ে যাবে!!..

আমরা চাই দেশ যেন এমন পরিস্হিতিতে না পরে।
রাজনৈতিক ব্যক্তিবর্গের শুভবুদ্ধির উদয় হোক।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

যুবায়ের বলেছেন: আজকের মতো উঠছি....
আগামীকাল রিপ্লাই দিবো ইনশাআল্লাহ..

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

যুবায়ের বলেছেন: উরি খাইচেরে....
এই পুষ্টখানা র্নিবাচিত পাতায়!!!..

এইটা আমার ১৬ তম নির্বাচিত লেখা...

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: পোল্ট্রি ব্যাবসার ওষুধ কিনতেই লস শুরু হয়ে যায় !

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাই।
ঔষধের দাম একটু বেশি তবে লাভ লসের
মুল ফ্যক্টর হচ্ছে দাম পাওয়া নিয়ে।
ধরেন পাইকারী দর যদি ১০৫ টাকা কেজি হয়
তাহলে খামারীদের ১৫-২৫ হাজার টাকা লাভ হবে।
আর যদি ৯০ টাকার নিচে হয় তাহলে তাদের লস হবে।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

নিয়েল হিমু বলেছেন: সুন্দর

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ নিয়েল হিমু।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন যুবায়ের ভাই। দেশের কৃষি ব্যবস্থা বা লাইফ স্টক অনেক আগে থেকেই ধ্বংসের পথে। আর দেশের বর্তমান যে অবস্থা এই অবস্থা যদি তিন মাস স্থায়ী হয় তাহলে দেশে একটা বড় ধরনের অঘটন নিশ্চিত। খুবই বড় ধরনের অঘটন। আরেকটা ৭৪ না আসলেই হয়।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ *কুনোব্যঙ*

দুভিক্ষ যদি রাজনৈতিক অস্হিরতার কারনে হয় তবে তা ৭৪ এর মত হবে.না। অন্ঞ্চল বিশেষ সাপ্লাইয়ের অভাবে হতে পারে।
আজকের একটি চালচিত্র দেই।
বগুড়ার মহাস্হান পাইকারী সবজীর বাজারের দাম!!..
মূলা ১ টাকা কেজি!!
বাধাকপি ৪-৫ টাকা কেজি
ফুলকপি ৫-৭ টাকা কেজি
নতুন আলু ৯ টাকা কেজি!!...

কৃষক ক্রমাগত লোকসান করে পূজি হারিয়ে ফেললে উৎপাদন করবে কিভাবে.....আর হরতাল অবরোধ দির্ঘায়িত চলতে থাকলে একেক এলাকায় একেক পণ্যর আকাল পড়বে....যেমন উত্তরবঙে আকাল হবে চিনি,ডাল,ভোজ্যতেলের অন্যদিকে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্বেও সরবরাহের অভাবে যেসব এলাকায় কৃষিপণ্য উৎপাদন হয়না সেখানে কৃষিপণ্যর আকাল হওয়াটাই স্বাভাবিক।
প্রথবে দাম বৃদ্ধি পাবে অবশেষে মজুদ শেষ হয়ে যাবে!!..

আমরা চাই দেশ যেন এমন পরিস্হিতিতে না পরে।
রাজনৈতিক ব্যক্তিবর্গের শুভবুদ্ধির উদয় হোক।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫

মহামহোপাধ্যায় বলেছেন: বাংলাদেশ প্রতিদিনের খবরে দেখলাম বগুড়ায় বোধহয় মুলা ১ টাকা কেজি, পেঁপে ২ টাকা :(

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায়।
জ্বি ভাই ঠিকই বলেছেন।
আজকের একটি চালচিত্র দেই।
বগুড়ার মহাস্হান পাইকারী সবজীর বাজারের দাম!!..
মূলা ১ টাকা কেজি!!
বাধাকপি ৪-৫ টাকা কেজি
ফুলকপি ৫-৭ টাকা কেজি
নতুন আলু ৯ টাকা কেজি!!..

এভাবে লোকসান করে কৃষক বাঁচবে কিভাবে??...

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫০

মুশাসি বলেছেন: রাজশাহী থেকে কাওরান বাজারে সব্জিবাহী ট্রাক যাচ্ছে, প্রতি ট্রাকের ভাড়া দেড় লাখ টাকা।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মুশাসি ভাই।
৩০ হাজার টাকার ভাড়া দেড় লাখ টাকা!!!...
তাহলে চিন্তা করেন ৩০ হাজার টাকা ভাড়া হলে প্রতি কেজিতে পরিবহন ব্যয় দাড়ায় সবোচ্চ ১৪ টন= ১৪০০০ কেজিতে প্রায় ২.৫০ টাকা। সেখানে দেড় লক্ষ টাকা ভাড়া হলে দাড়ায় ১০.৭০টাকা তাহলে প্রতি কেজিতে বাড়তী খরচ হচ্ছে ৮.১০টাকা!!
ব্যবসায়ীরা যখন ৮.১০ টাকা বাড়তী পরিবহন খরচ করছে সুতরাং এর দায়টাও পুরোটাই ভোক্তা শ্রেনীর উপরে কয়েকগুন চাপাচ্ছে....

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৯

বেঈমান আমি. বলেছেন: দুর্ভিক্ষ ;) ;) B-)) :P বাংলাদেশে?আপনি কি গাধা?নাকি আবাল?নাকি বেকুব?নাকি হাদারাম?নাকি খালেদা? নাকি ছাগু?

খালেদা ছাগু সবার লাস্টে ;) B-)) :P ফালতু পোস্ট কম দেন।বাংলাদেশ ইজ ওকে।বি কুল বাডি।ইফ ইউ ডোন্ট লাইক মাই কান্ট্রি প্লিজ গো ফাকিস্তান।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ বেঈমান ভাই।।
সমালোচকদের আমি কখনো শত্রূ হিসেবে দেখিনা বরং সূধীজন হিসেবে দেখি কারন নিজের দোষ গুণটা সমালোচকরাই ধরিয়ে দেন।
এবার আসি আপনার প্রশ্নের জবাবে.......
আপনার অভিযোগ
১. দুর্ভিক্ষ??.. দুভিক্ষের বিষয়টি আমিও শতভাগ নিশ্চিৎ নই তবে রাজনৈতিক অস্হিরতা বেশিদিন চললে হয়তো এমন সমস্যার সন্মুখিন হতে পারে দেশ।
দুভিক্ষ যদি রাজনৈতিক অস্হিরতার কারনে হয় তবে তা ৭৪ এর মত হবে.না। অন্ঞ্চল বিশেষ সাপ্লাইয়ের অভাবে হতে পারে।
আজকের একটি চালচিত্র দেই।
বগুড়ার মহাস্হান পাইকারী সবজীর বাজারের দাম!!..
মূলা ১ টাকা কেজি!!
বাধাকপি ৪-৫ টাকা কেজি
ফুলকপি ৫-৭ টাকা কেজি
নতুন আলু ৯ টাকা কেজি!!...

কৃষক ক্রমাগত লোকসান করে পূজি হারিয়ে ফেললে উৎপাদন করবে কিভাবে.....আর হরতাল অবরোধ দির্ঘায়িত চলতে থাকলে একেক এলাকায় একেক পণ্যর আকাল পড়বে....যেমন উত্তরবঙে আকাল হবে চিনি,ডাল,ভোজ্যতেলের অন্যদিকে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্বেও সরবরাহের অভাবে যেসব এলাকায় কৃষিপণ্য উৎপাদন হয়না সেখানে কৃষিপণ্যর আকাল হওয়াটাই স্বাভাবিক।
প্রথবে দাম বৃদ্ধি পাবে অবশেষে মজুদ শেষ হয়ে যাবে!!..

আমরা চাই দেশ যেন এমন পরিস্হিতিতে না পরে।
রাজনৈতিক ব্যক্তিবর্গের শুভবুদ্ধির উদয় হোক

২. আপনি আমাকে বেশ কিছু ট্যগ দিতে চেষ্টা করেছেন আপনি কি গাধা?নাকি আবাল?নাকি বেকুব?নাকি হাদারাম?নাকি খালেদা? নাকি ছাগু?
আপনি নিজেইতো কনফিউশনে আছেন??... ;)

৩. আপনার কাছে ফালতু পোষ্ট মনে হলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন।

৪. ইফ ইউ ডোন্ট লাইক মাই কান্ট্রি প্লিজ গো ফাকিস্তান।
আপনি নিজেকে খুব বড় দেশ প্রেমিক দাবী করে বসে আছেন। দেশপ্রেম সবার মাঝেই থাকা প্রয়োজন তবে মত পার্থক্য হলেই তাকে পাকিস্তান পাঠাতে চান এটা কি ঠিক??...

জন্মেছি এই দেশে....মরতে চাইও এই সুজলা সুফলা বাংলাদেশে....
প্রথম বাংলাদেশ
আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ
আমার মরন বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

খুব দরকারী কথাগুলো লিখেছেন...
প্রথম দিনই প্রিয়তে নিয়ে রেখেছিলাম ।



বাজার ব্যবস্থাপনার সবদিকেই সরকারের সুতীক্ষ্ণ নজর রাখা জরুরী ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপু।
আপনার মন্তব্যর সাথে সহমত।
বাজার ব্যবস্থাপনার সবদিকেই সরকারের সুতীক্ষ্ণ নজর রাখা জরুরী ।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

অপ্রচলিত বলেছেন: তথ্যবহুল সচেতনমূলক পোস্ট। +++++
ছবি সহ খুব সুন্দর গুছিয়ে চমৎকার লিখেছেন।

এখন তো ১-২ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। এ অবস্থায় সত্যিই কি কিছু করণীয় নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.