![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা ..... রবীন্দ্রনাথের এই গানটি জীবনে কত যে শুনেছি - কত যে গেয়েছি ইয়ত্তা নেই তার ।
আজ সন্ধায় মোমবাতি প্রজ্বলনের আলোয় নতুন এক ভুবনকে দেখলাম। সত্যিই আলোয় ভুবন ভরে গেছে -ভরে গেছে আমাদের মন। গোটা দেশ পরিণত হয়েছে আলোর মিছিলে ,যেখান থেকে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে একটি মাত্রই দাবি ''যে যেখানে আছি ভাই রাজাকারের ফাঁসি চাই ''।
©somewhere in net ltd.