নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Zahan

I m a retd. Teacher

জি এম সরওয়ার জাহান

I m a retd. Teacher

জি এম সরওয়ার জাহান › বিস্তারিত পোস্টঃ

আর কত রহিব শুধু পথ পানে চেয়ে .........

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

যদিও শিরোনামটি একটা জনপ্রিয় গানের ১ম লাইন । গান টি অনেক শুনেছি ,গুন গুন করে গেয়েছিও কত । গানটি গান নি কিংবা শুনেন নি এমন লোকের সংখ্যা হিসেব করে বের করতে হলে রীতিমত ভিরমি খেতে হবে।

বর্তমান দেশের সহিংস রাজনীতি থেকে উত্তরনের পথ বের করতে উপায় আমাদেরকেই খুজতে হবে- এমন প্রেসক্রিপশন হর হামেশাই দিয়ে যাচ্ছেন বিজ্ঞ জনেরা , বিদগ্ধ জনেরা । কিন্তু উপায়টা কি খোলসা করে বলছেন না কেউই। শুধু পাইকারি সাজেশন আলোচনায় বসতে হবে ।

নিত্যই প্রাণহানি ঘটছে । যে ভাবেই বিবেচনা করিনা কেন , মারা যাচ্ছে এ দেশের মানুষই । এদের রাজনৈতিক কিংবা সামাজিক পরিচয় যাই হোক না কেন । এ সহিংসতা বন্ধ করতে হবে। সাধারন মানুষের করার কিছুই নেই এখানে , শুধু রাজনীতির বলি হওয়া ছাড়া । পতঙ্গের মত উন্মত্ত হয়ে পুলিশের গুলির সামনে বুক পেতে দেওয়া কিংবা পুলিশের পাখি মারার মত নির্বিচারে মানুষ মারা ইত্যাদি কথার মারপ্যাঁচ বন্ধ করুন । দোষাদোষী বন্ধ করে উপায় খুজুন । পথ পানে চেয়ে না থেকে পথ বের করুন । কোন অবস্থাতেই দায় এড়াতে পারবেন না যারা আমাদিগকে অহরহ ই উদ্বুদ্ধ করেন এটা করতে ওটা করতে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

জি এম সরওয়ার জাহান বলেছেন: েশের এই ক্রান্তিকাল অবশ্যই শেষ হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.