![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বছর আগে
সাদা মাটা ভাবে
৭ই মার্চের ঊষায়
বিশাল জনসভায়।
সেই মানুষটি এলেন
মঞ্চে উঠে দাঁড়ালেন
চারিদিকে তাকালেন
আঙ্গুল তুলে বললেন।
এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম।
যার যা আছে
দূরে কিংবা কাছে
হাতে নিয়ে তাই
ঝাঁপিয়ে পর ভাই ।
রক্ত যখন দিয়েছি
আরও রক্ত দেব
তবুও দেশটাকে
মুক্ত করে যাব ।
বজ্র কণ্ঠের আহ্বানে
জয় বাংলা শ্লোগানে
নয় মাস যুদ্ধ করে
সোনার ছেলে ফিরল ঘরে ।
৩০ লাখ শহীদ হলো
স্বাধীনতা ঘরে এল
লাল সবুজের পতাকা
ধন্য হলো দেশ মাতা ।
সেই মানুষটির নাম
শতাব্দির মহানায়ক
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবর রহমান ।
©somewhere in net ltd.