নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Zahan

I m a retd. Teacher

জি এম সরওয়ার জাহান

I m a retd. Teacher

জি এম সরওয়ার জাহান › বিস্তারিত পোস্টঃ

তালগাছ

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

এক পায়ে দাঁড়িয়ে , সব গাছ ছাড়িয়ে

যতই উঁকি মারুক আকাশে

আকাশ ছুঁতে পারবেনা কোনদিন ।



আকাশ যদি চায় ,

তালগাছ ছুঁয়ে যাক তাকে-

নিচে নামতে হবে আকাশকে ।

যদি তালগাছ চায় -

একাই সে ছোঁবে আকাশকে

তাহলে ক্রমাগত বৃদ্ধি পেতে হবে তাকে ।

যার কোনটাই সম্ভব নয় কোনদিন ।



অসম্ভব বলে কোন শব্দ

নেই যাদের ডিকশনারিতে,

তাদের ভাষায় যদি সম্ভবও হয়

তবু অসম্ভবের সম্ভাবনা থেকেই যাবে

কোন না কোন ভাবে ।



আকাশ নিচে নামলে

হাই রাইজিং বিল্ডিং গুলো

বিপন্ন অস্তিত্বের মুখে পরবে ভীষণ ।

তালগাছের ক্রমাগত বৃদ্ধি

ঠেকাতে পারবেনা নিজেকে,

কখনই কোন ঝড়ো হাওয়ার

কবল থেকে নিরঙ্কুশ ভাবে ।



তাহলে উপায় -

সমাধান একটাই

বিচার চাই , বিচার চাই বলে

বিচার প্রার্থী হলে

রায় দেয়ার অধিকার দিতে হবে

বিচারক কেই ।

কোন ভাবেই লিখে দেয়া যাবেনা রায় ।

তাল গাছ যার ভাগে পড়ে পড়ুক

"শুধু তালগাছ টা আমার চাই- ই"

এ থেকে বেরিয়ে আসতে হবে দু'পক্ষকেই

সমান ভাবে , সমান তালে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০৩

জি এম সরওয়ার জাহান বলেছেন: পড়ুন , বুঝুন এবং ভাবুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.