![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা করো মোরে
এখনো জড়িয়ে আছি ঘুমের ঘোরে ,
ভুল বানানে লুটোপুটি খাচ্ছি আমি
কত যে কষ্ট ! সে শুধু জানেন অন্তর্যামী ।
মা , মাৃভুমি, মায়ের ভাষা
এই তিনের সমন্বয়ে যে দেশ
চেয়েছিলে তোমরা
আজো মরি মাথা কুটে
কোথায় সে দেশ ?
কোথায় সে প্রতিচ্ছায়া !
মোদের এ অক্ষমতা করিও ক্ষমা
যদি আরও বাড়িয়ে দেই
কষ্টের জমা ।
যদি আরও হই তোমাদের কষ্টের কারণ
তবুও আকুতি মোর নয় অকারন ।
©somewhere in net ltd.