![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যেমনি সামাজিক জীব তেমনি রাজনেতিক জীব । তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের পরিমিত আচরন , মূল্যবোধ ইত্যাদি মানবিক গুনগুলো যেন বিসর্জিত না হয় সেদিকে প্রখর দৃষটি রাখতে হবে। দায় যেহেতু সবার , দায়ভারটাও তেমনি সবাইকেই নিতে হবে। এড়িয়ে যাবার কোন সুযোগ নেই । মানুষ মানুষের জন্য শয়নে স্বপনে একথাটি এক মুহুর্তের জন্যও ভুলে যা্ওয়া সমিচীন হবেনা। তাই বিবেক দ্বারা পরিচালিত মানুষ কখনই বিবেক বর্জিত কাজ করতে পারেনা । বিবেকের তাড়নায় তাকে নিজ আতমীয় স্বজনের বিরূদধেও যেতে হতে পারে সত্যের খাতিরে ।সত্য সবসময় সুন্দর সুতরাং আসুন সুনদর কে আঁকড়ে ধরি সবাই । সবাই ভাল থাকি সবাই কে ভাল রাখি।
©somewhere in net ltd.