নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।

জাহিদ নীল

রক্তে আমার সাগর দোলার ছন্দ চাইঅশুভর সাথে আপোষহীন আমি দ্বন্দ চাই

জাহিদ নীল › বিস্তারিত পোস্টঃ

সামাজিক যোগাযোগের একটি বড় মাধ্যম বাংলা ব্লগ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

(সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে প্রতিযোগিতার জন্য লেখাটি পাঠানো হয়েছিল।)
::
ব্লগের যাত্রা ব্যক্তিগত অনলাইন ডায়রি, দিনলিপি লেখার মাধ্যমে শুরু হলেও বর্তমানে ব্লগ আর শুধুমাত্র ব্যক্তিগত আবেগ অনুভূতি মনের স্বপ্ন ক্ষোভ প্রকাশের মাধ্যম নয় বরং মত প্রকাশ ও গবেষনার উন্মুক্ত মঞ্চ। এক উন্মুক্ত জ্ঞান ভান্ডার।
সামাজিক যোগাযোগের একটি বড় মাধ্যমও এটি। তাছাড়া রাজনীতি অর্থনীতি শিল্প সাহিত্য সাম্প্রতিক ঘটনা প্রবাহের উপর তথ্য তত্ত্বসহ বিভিন্ন দুর্নীতি সফলতার নানা চিত্র উঠে আসে ব্লগে। পরিধি বিস্তৃতিতে ক্রমশ জনপ্রিয় ব্লগ সামাজিক যোগাযোগের পাশাপাশি ব্যবহার হচ্ছে সামাজিক আন্দোলনকে বেগবান করার বড় অস্ত্র হিসাবে। সমাজ পরিবর্তনেও বড় ভূমিকা আছে ব্লগের। এর বড় উদাহরন হিসাবে "আরব বসন্ত" পাকিস্তানের "মালালা ইউসুফ জাঈ" পৃথিবীতে নারী সাহসীকতার উজ্জল নক্ষত্র হয়ে আছে ব্লগের কারণেই। বর্তমান সময়ে গনমাধ্যম গুলো কেমন নিরপেক্ষ তা কারো অজানা নয়। কোনটা আওয়ামী আর কোনটা বা বি এন পি জামায়াত পন্হী। তারপরও বাধ্য হয়ে মানুষকে এ সব গনমাধ্যমের উপরই নির্ভর করতে হয়। কিন্তু সবার আকাংখা এ সংবাদে মেটেনা। ঘটনার পিছনের ঘটনা জানা এবং জানাতে চাওয়ার আগ্রহ থেকেই মানুষ অনলাইন ব্লগ ফেসবুক মুখী হয়। পত্রিকায় যে সংবাদ পড়ি বা টিভির মাধ্যমে দেখি সে সংবাদ ও পড়া আরদেখা পর্যন্ত তারপর আর কোন মত প্রকাশের সুযোগ থাকে না। মিথ্যা সংবাদ হলেও মিথ্যা তথ্য থাকলেও তাত্‍ক্ষনাত প্রতিক্রিয়া জানানোর সুযোগ এসব গনমাধ্যমের ক্ষেত্রে এ পর্যায়ে থাকে না। কিন্তু ব্লগে তা না, কেউ যা খুশি লিখে পার পাবে না এখানে। ছোট্ট একটা মিথ্যা ধরার জন্য এখানে হাজার হাজার চোখ বসে আছে। তাই এখানে কিছু লিখতে হলে তা হতে হবে তথ্য বহুল। ব্লগে লেখার চেয়েও গুরুত্বপূর্ন এই লেখা নিয়ে করা আলোচনা সমালোচনা মন্তব্য। তাছাড়া যে সব ইস্যুতে গনমাধ্যম নীরব যে সংবাদ প্রধান গনমাধ্যমে উঠে আসছে না তা উঠে আসে ব্লগে। বিকল্প গনমাধ্যম হিসাবে প্রকাশ করে ঘটনার পিছনের ঘটনা। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আর জনগনকে নিয়ে করা রাজনৈতিক নেতাদের করা বিদ্রুপ পূর্ণ মন্তব্যেও সোচ্চার ভূমিকা রাখে ব্লগ। কোনরূপ ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াই এক একজন ব্লগার বিভিন্ন বিষয় সম্পর্কে তার গবেষনা লব্ধ তথ্য প্রকাশ করে অন্যকে জানানোর জন্য। ব্লগের কারণে তৈরী হয়েছে নাগরিক সাংবাদিকতার। কাঁচা পাকা হাতের সাহিত্য, স্বাস্হ্যটিপ, পড়াশুনা ও আইনী পরামর্শের পাশাপাশি গুরুত্ব পূর্ণ সংবাদ নিয়ে বিশ্লেষণ ধর্মী লেখা পাওয়া যায় ব্লগে।
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ঘটনা ব্যক্তি পর্যায় থেকে উঠে আসে ব্লগে। যে ঘটনা গনমাধ্যম গুলো জানতে পারেনা সে ঘটনাও দেখা যায় ব্লগে আসার পর ব্লগারদের সোচ্চার ভূমিকা গ্রহনের মাধ্যমে
গনমাধ্যম গুলো জানতে পারে। এসব কারণেই ব্লগারদের কাছে ব্লগ বিকল্প ধারার গনমাধ্যম হিসাবে পরিচিত। বিকল্প ধারার গনমাধ্যম হিসাবে ব্লগ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। অনেক আন্দোলন মহত কাজের সূচনা এই ব্লগের মাধ্যমেই।
.
বাংলা ভাষী মানুষের কাছে বাংলা ব্লগ এক বিশাল তথ্য ভান্ডার। সরকারী নীতিমাল বাধ্য বাধকতা আর নিয়মের বেড়া জালের বাহিরে বাংলা ব্লগ বাক স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ নিদার্শন। মত প্রকাশ ও লেখালেখির গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবেই এই ব্লগের যাত্রা শুরু। বাংলা ভাষায় ব্লগ শুরু হয়েছে ২০০৪ সালে। যদিও শুরুর দিকে বেশির ভাগ মানুষ জানতো না। কিন্তু ঘটনা আর বিশেষ বিশেষ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় ব্লগ আজ জনপ্রিয় মাধ্যম। বিকল্প গনমাধ্যম হিসাবে পরিচিত বাংলা ব্লগ বা বাংলাভাষী ব্লগারের সংখ্যা আজ লাখের অধিক। ব্লগে একজন ব্লগার লেখক সমালোচক ও পাঠক। ব্লগে যে কোন সংবাদের উপর তাত্‍ক্ষনিক মন্তব্য করা যায়। ব্লগ চর্চার গুরুত্বপূর্ন বৈশিষ্ট এই মন্তব্য আদান প্রদান যা ভিন্নমাত্রা যোগ করেছে ব্লগে সর্বোপরী বলতে হয় বাংলা ব্লগ যেমন বিকল্প গনমাধ্যম হিসাবে তার জনপ্রিয়তা অর্জন করেছে তেমনি সৃষ্টি করেছে নাগরিক সাংবাদিকতারও। মত প্রকাশের স্বাধীনতায় ব্লগের যাত্রা আগামীর পথে এগিয়ে চলুক এবং উত্তর উত্তর তার সমৃদ্ধি ঘটবে বলে প্রত্যাশা করি।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

আবু শাকিল বলেছেন: মালালা কোন ব্লগে লিখতেন?

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

সুমন কর বলেছেন: ব্লগের কারণে তৈরী হয়েছে নাগরিক সাংবাদিকতার।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

জাহিদ নীল বলেছেন: কথা কিন্তু ঠিকই।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: কোনরূপ ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াই এক একজন ব্লগার বিভিন্ন বিষয় সম্পর্কে তার গবেষনা লব্ধ তথ্য প্রকাশ করে অন্যকে জানানোর জন্য। ব্লগের কারণে তৈরী হয়েছে নাগরিক সাংবাদিকতার। কাঁচা পাকা হাতের সাহিত্য, স্বাস্হ্যটিপ, পড়াশুনা ও আইনী পরামর্শের পাশাপাশি গুরুত্ব পূর্ণ সংবাদ নিয়ে বিশ্লেষণ ধর্মী লেখা পাওয়া যায় ব্লগে।

ঠিক বলেছেন।

ব্লগ নিয়ে ভাল একটি পোস্ট দিয়েছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২০

জাহিদ নীল বলেছেন: স্বাগতম ব্লগে । ধন্যবাদ, মন্তব্যের জন্য ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর লেখা। :)
শুভকামনা

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

জাহিদ নীল বলেছেন: ধন্যবাদ,

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:
অভিনন্দন রইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

জাহিদ নীল বলেছেন: ধন্যবাদ

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

শামছুল ইসলাম বলেছেন: ভাল বলেছেনঃ

//ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ঘটনা ব্যক্তি পর্যায় থেকে উঠে আসে ব্লগে। যে ঘটনা গনমাধ্যম গুলো জানতে পারেনা সে ঘটনাও দেখা যায় ব্লগে আসার পর ব্লগারদের সোচ্চার ভূমিকা গ্রহনের মাধ্যমে
গনমাধ্যম গুলো জানতে পারে।//


চমৎকার পোস্ট।

বিজয় দিবসের শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

জাহিদ নীল বলেছেন: অনলাইনে করা প্রতিবাদও সমাজে জোড়ালো ভূমিকা রাখে।.. :)
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: শুভকামনা রইলো!!

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

জাহিদ নীল বলেছেন: স্বাগতম ব্লগে । ধন্যবাদ, মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.