![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল বেশির ভাগ নিয়োগ বিজ্ঞপ্তির প্রধান শর্ত থাকে যোগ্যতা ও অভিজ্ঞতা। দেখা যায় যেসব প্রতিষ্ঠান খুবই অখ্যাত অথবা কম বেতন দেয় তারাও পাঁচ ছয় বছরের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থী চায়।
অথচ এই দেশে প্রতিবছর কমপক্ষে দুই লাখ শিক্ষিত বেকার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়।
অনেক ভাল পড়াশুনা ও সার্টিফিকেটের অধিকারী হয়েও অনেকে শুধুমাত্র অভিজ্ঞতার কারণে চাকরি পাচ্ছেন না।
আমার কথা হলো সকলেই যদি অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থী চায় তবে সদ্য শিক্ষা সমাপ্ত বেকার যুবক কোথায় যাবে ?
না কি তাদের জন্য কোন কর্মসংস্হান হবে না?
প্রশ্ন হলো অভিজ্ঞতা যোগ্যতা এরা কোথায় পাবে ?
তাদের যোগ্য করে তোলার দায়িত্ব কারা নেবে ?
তাদের অভিজ্ঞতার সনদ দেবে কারা?
এ দেশের বেকার শিক্ষিত সন্তানদের এ ধরনের প্রশ্নের জবাব শুধুমাত্র সরকারের পক্ষে দেয়া বোধহয় সম্ভবপর হবে না। বড় বড় প্রতিষ্ঠানের ও দায়িত্ব রয়েছে এ ব্যাপারে ভূমিকা রাখার। আশা করি বিষয়টা বুঝতে কারো সমস্যা হয় নি।
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫
জাহিদ নীল বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:১৮
তাশফিয়া নওরিন বলেছেন: সরকারী জব ছাড়া সবাই অভিজ্ঞতা চায়। বেকারদের কথা নয় সবাই ভাবে ব্যবসার কথা
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫
জাহিদ নীল বলেছেন: এবার আমি সহমত
৩| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:১৯
তাশফিয়া নওরিন বলেছেন: এ দেশের বেকার শিক্ষিত সন্তানদের এ ধরনের প্রশ্নের জবাব শুধুমাত্র সরকারের পক্ষে দেয়া বোধহয় সম্ভবপর হবে না। বড় বড় প্রতিষ্ঠানের ও দায়িত্ব রয়েছে এ ব্যাপারে ভূমিকা রাখার।
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৬
জাহিদ নীল বলেছেন: বড় বড় প্রতিষ্ঠান আমাদের কথা ভাবে না
৪| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:২৩
অবিবাহিত জাহিদ বলেছেন: অনেক ভাল পড়াশুনা ও সার্টিফিকেটের অধিকারী হয়েও অনেকে শুধুমাত্র অভিজ্ঞতার কারণে চাকরি পাচ্ছেন না এটা যেমন সত্য তেমনি চাকরি করার অভিজ্ঞতার কথা বাদ দিলাম করার যোগ্য লোকেরও অভাব আছে। সব শুধু সার্টিফিকেটধারী মেধা কম।
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৬
জাহিদ নীল বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। তবে মেধাবীরাওে বেকার আছে
৫| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯
কাঁকাঁ বলেছেন: প্রশ্ন হলো অভিজ্ঞতা যোগ্যতা এরা কোথায় পাবে ?
তাদের যোগ্য করে তোলার দায়িত্ব কারা নেবে ?
তাদের অভিজ্ঞতার সনদ দেবে কারা?
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৭
জাহিদ নীল বলেছেন: েআমিও তাই বলি।
৬| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
"এ দেশের বেকার শিক্ষিত সন্তানদের এ ধরনের প্রশ্নের জবাব শুধুমাত্র সরকারের পক্ষে দেয়া বোধহয় সম্ভবপর হবে না। বড় বড় প্রতিষ্ঠানের ও দায়িত্ব রয়েছে এ ব্যাপারে ভূমিকা রাখার। আশা করি বিষয়টা বুঝতে কারো সমস্যা হয় নি। "
-আপনার কথা বুঝতে আমার সমস্যা হয়নি; কিন্তু আপনার সমস্যা হচ্ছে নিজকে বুঝতে
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৪
জাহিদ নীল বলেছেন: আপনি কি বুঝতে পারছেন তা আমাদেরও একটু বুঝান। আপনার কাছ থেকে বুঝে ধন্য হই
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৯
জাহিদ নীল বলেছেন: আমার কথা বোঝার জন্য ধন্যবাদ
৭| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:১০
রাজীব বলেছেন: এজন্যই বিদেশে সব কোর্সেই ইন্টার্নশীপ থাকে।
সাথে থাকে ইন্ডস্ট্রিয়াল এটাচমেন্ট।
আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন চাকুরীদাতার সাথে আলাপ করে এরকম ব্যবস্থা করতে পারেন।
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৮
জাহিদ নীল বলেছেন: বেসরকারী কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আছে কিন্তু সবাই এমন ভাবলে ই হতো।
৮| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০১
কাঁকাঁ বলেছেন: রাজীব ভাইয়ের সাথে আমি একমত। এমাদেরও এমন ব্যবস্হা থাকলে ভাল হয়
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৮
জাহিদ নীল বলেছেন:
৯| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
কাঁকাঁ বলেছেন:
১০| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: এটি একটি জাতিয় সমস্যাই বটে।
১৩ ই মে, ২০১৬ রাত ৮:৫৮
জাহিদ নীল বলেছেন: সমাধানটা দরকার
১১| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: জাহিদ নীল ,
খুব কঠিন কিন্তু বর্তমানের সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্ন রেখেছেন ।
এক কথায় এর কোনও উত্তর নেই ।
এই বিপুল সংখ্যক বেকারদের (যোগ্য হলেও ) কর্মসংস্হানের কোনও ব্যবস্থাই তো এই রাষ্ট্রে নেই, চিন্তা ও নেই ।
সুযোগও নেই ।
কেবলমাত্র রাষ্ট্র ও ব্যক্তির সমন্বিত উদ্দ্যোগই হয়তো এই ব্যর্থতার বোঝা খানিকটা কমাতে পারে । আপনিও বলেছেন তাই ।
১৩ ই মে, ২০১৬ রাত ১০:০০
জাহিদ নীল বলেছেন: খাতা কলমেই হয়ত একদিন উন্নত রাষ্ট হয়ে যাবো বাস্তবতায় অলিক
১২| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:০৮
পুলক ঢালী বলেছেন: রাজীবের মন্তব্যটাই সঠিক এর কোন বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানকেই এজন্য দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে আগে, যাতে তাদের দেওয়া শিক্ষা একজন শিক্ষার্থীর জীবন গঠনে সহায়ক হয়,অন্যথায় তাদের দেওয়া শিক্ষা দায়হীনতায় পর্যবেশিত হয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭
তাশফিয়া নওরিন বলেছেন: সহমত