নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাইদী রেজা

মহা-বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না – অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না – বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত।

জাইদী রেজা › বিস্তারিত পোস্টঃ

কলমের ব্যবহার - প্রেক্ষাপট ইন্টারনেট

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

" শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে " -- আল কোরআন ।
মহান আল্লাহ রব্বুল আলামিনের উল্লেখিত বাক্য দ্বারা কলমের গুরুত্ব, ভয়াবহতা ও আশাব্যঞ্জকতা সম্যক উপলদ্ধি করা যায় ।

আমাদের প্রিয় রাসুল (সাঃ) বলেছেন,
'' কোন কোন বক্তৃতায় যাদুর মত প্রভাব ও কোন কোন কবিতায় মনি-মুক্তা ভরা থাকে " ।
হদিসটির মর্মার্থ এও হতে পারে যে,
মহান রাব্বুল আলামিন কলম ও কথার মধ্যে উত্তাপ, শীতলতা, ভাবের মহিমা, বিনয়, প্রজ্ঞাসহ অনেক কিছু দান করেছেন ।

আমদের লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা কলমকে কি কাজে ব্যবহার করেছেন বা করছেন?

অথবা,

আজকের অসংখ্য নেটিযেন Creative ও Narrative writer-গন কলম তথা কিবোর্ড এর মাধ্যমে যে লিখা উপহার দিচ্ছেন তা পাঠকের মনোজগতে কি ধরণের প্রভাব ফেলছে ?
কিছু লিখলেই কি সাহিত্য হয়ে গেল,
বিশাল ক্রেডিট হয়ে হল ?
লেখক হয়ে গেলাম ?
আমাদের দেশের অনেক জনপ্রিয় লেখক যুবক যুবতীদের রগরগে আকর্ষণীয় প্রেম কাহিনী উপহার দিচ্ছেন ।
এতে তাদের জন্য কি মেসেজ থাকছে ?
কি শিখছে তারা ?
ফ্রি মিক্সিং দেশের মত তারা লাজ-লজ্জা খুইয়ে মহা দাপটে পথেঘাট বিশ্ববিদ্যালয়য় দাপিয়ে বেড়াচ্ছে ।

আমাদের কি একটুও ভয় হয় না যে মহান আল্লাহর নিকটে আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের প্রতি মুহূর্তের হিসাব দিতে হবে ।

মহান আল্লাহ বলেন --

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
অতঃপর কেউ অনু পরিমান সৎকর্ম করলে তা দেখতে পাবে ।
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
এবং কেউ অনু পরিমান অসৎকর্ম করলে তাও দেখতে পাবে ।


কলমকে কি তারা জাতি গঠনে, শিশু কিশোর যুবক-যুবকদের চরিত্র গঠনে ব্যাবহার করেছেন বা করেছেন ?
স্বাধীনতার ৪৬ বছর পূর্বে বা পরে কি দেখছি আমরা ?

NOTA BENE –
এ লিখার শিরোনাম এটাও হতে পারত যে,
কিবোর্ডের ব্যবহার -- প্রেক্ষাপট ইন্টারনেট।

--- জাইদী রেজা


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


তা'হলে আমাদের লেখকদের লেখা ইত্যাদি ঠিক হচ্ছে না?

ম্যাঁওপ্যাঁও করার যায়গা আর পেলেন না? ইহা ব্লগ, মাদ্রাসার ক্লাশরুম নয়!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: মন্তব্য করতে চাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.