![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসতে আসতে কত কাছে এসে গেছ তুমি!
আর যেতে যেতে সব নিয়ে ও গেছ তুমি!
আমার ঘুম আমার স্বপ্ন
আমার সুখ
আমার সারা পৃথিবী।
এতটা ই কাছে ছিলে যেন দৃষ্টি সীমার বাইরে
সব কিছুই ঝাপসা...
শুধুই নিশ্বাসের শব্দ
আর অগাধ বিশ্বাস!!
বিশ্বাস এখনও আছে ঠিক আগের মতই
শুধু ধরণ টা আলাদা
নিজের বেড়াজাল ভাংতে পারবে না তুমি।
জানি !
ভালবাসার কষ্ট কে ভয় পাও তাই পালিয়ে বেড়াও।
আবার ভালোবাসা র জন্য সব ছাড়তেও রাজি
শুধু ভালবাসার বাজিতে তোমার ভয়
একবার ভেংগে গড়তে অনেক কষ্ট হয়েছে না তোমার!
আমি বুঝি তোমাকে, জানি তোমাকে
তাই তো রাগ করিনা..
কিন্তু অভিমান !
সে তো আমার কথা শোনে না!
তুমি খারাপ নও শুধু আর সবার মত নও!
ভেবেছিলাম জীবনের সব কথা বোলব তোমায়
যা কাওকে বলা হয়নি!
চুপচাপ শুনব তোমার সব কথা
যা তুমি কাওকে বলনি.....
গল্পে গল্পে কেটে যাবে সারাটি প্রহর!
কখনও বিষন্ন হলে পৃথীবির সব খুশি এনে ভরে দেব তোমার মন!
কিন্তু কথা গুলো বলা ই হলো না!
আর সব কথা কি বলতে হয়!!
যাক!
তুমি ই যখন আমায় বুঝলে না!
আর বোঝাবো না! '
বলব না..কখনও..।! ভালোবেসে ফেলেছি তোমাকে !
শুধু মেহেদি পাতা হয়ে যাব!
ঠিক ঝরে পড়া মেহেদি পাতার মত
নিজেকে পিষে রক্তাক্ত করে
সেই রক্ত লাল এ, অন্য কে সাজাব ,সেই তোমার ই জন্য.........।
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮
সহজ সাপটা বলেছেন: ধন্যবাদ আরমান! শুভ কামনা
২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:০৮
সরদার হারুন বলেছেন: কাছে এসে কি নিয়ে হেল তাতো বললেন না !
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪১
সহজ সাপটা বলেছেন: কাছে এসে ঘুম , স্বপ্ন সব ই তো নিয়ে গেল। এটা আসলে কিছু হারিয়ে ফেলা র অনুভুতি, আর ফিরে না পাওয়ার অনুভুতি। কমেন্ট এর জন্য ধন্যবাদ। শুভ কামনা।
৩| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৭
সোনাবালি'র আপন ভুবন বলেছেন: বিশ্বাস এখনও আছে ঠিক আগের মতই
শুধু ধরণ টা আলাদা
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩
সহজ সাপটা বলেছেন: হমম..। আগে বিশ্বাস ছিল কখনও দূরে যাবে না! আর এখন বিশ্বাস কখনও ফিরে আসবেনা!
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪
সহজ সাপটা বলেছেন: কমেন্ট এর জন্য ধন্যবাদ। শুভ কামনা!
৪| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪
শামসুন বলেছেন: বাহ চমৎকার
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫
সহজ সাপটা বলেছেন: ধন্যবাদ শানসুন । শুভ কামনা
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো। ভালোলাগা.।।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ ভোর ৪:২৩
একজন আরমান বলেছেন:
কারো না বোঝা কস্টের কথা !
ভালো লাগলো কবিতা আর ছবি দুটোই।