![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রূঢ় বাস্তবতায়, স্বপ্নহীন পথিক অসহায়, তাই স্বপ্ন দেখে যাই, সত্যি হওয়ায় আশায়..........
প্রেম কি শুধু কিশোর , যুবক আর তরুণদের জন্য ? আজ
আপনাদের এক পিচ্চির প্রেমকাহিনী শোনাবো । শুভ্র , ক্লাস প্লে এর ছাত্র ।দুষ্টুমির রাজা , মনে মনে নায়ক ।
যৌথ পরিবারের একমাত্র শিশু সদস্য হওয়ায় অল্প বয়সেই
পেকে গেছে । শাহরুখ , হৃতিক এর সকল ডায়ালগ তার মুখস্থ ।
ইঁচড়ে পাকার সাইড এফেক্ট হিসাবে তার মাথায় ঢুকল বন্ধুদের
সামনে হিরো হতে হলে তাকে প্রেম করতে হবে , গার্লফ্রেন্ড
বানাতে হবে । কি করা যায়…... টার্গেট করা হল ক্লাসের
সবচেয়ে সুইট মেয়ে টুনিকে । এবার মিশনে নামার পালা ।
ভেবে চিন্তে নামতে হবে , নইলে টিচারের হাতে ধরা খাওয়ার
সমূহ সম্ভাবনা । টিফিনের সময় পাশে কেউ থাকে না , এটাই
বেস্ট সময় । প্রথমে প্ল্যান ছিল তার কয়েকজন বন্ধু
টুনিকে এটাক করবে , সে যেয়ে হিরোর মতো এন্ট্রি মারবে ।
কিন্তু কেউ টিচারের মারের ভয়ে রাজি হল না । কি আর করা,
একশন হিরো না হয়ে বাধ্য হয়ে রোম্যান্টিক হিরোর পার্ট
নিতে হল । ফিল্মের অনেক গুলি ডায়ালগ থেকে খুব পছন্দের
একটি ডায়ালগ সিলেক্ট করা হল , ফুল থেকে চকোলেট
দিলে খুশি হওয়ার সম্ভাবনা বেশি । তাই
জমানো টাকা থেকে একটা কিটকেট কেনা হল । শেষ
মুহূর্তে কি মনে করে জানি চকোলেটের সাথে একটা ফুল
যোগার করে শুভ্র গেল প্রপোজ করতে । সবাই তখন টিফিন
খাচ্ছিল বা খেলাধুলায় মগ্ন । বিভিন্ন পজিশনে তার
বন্ধুরা পাহারায় আছে , কোনও টিচার দেখলেই সংকেত দিবে ।
অনেক সাহস নিয়ে মামার কৌটোথেকে চুরি করা জেল
মাখা চুল আর বোতাম খোলা ইউনিফর্ম নিয়ে শুভ্র গেল
টুনির সামনে । টুনি তখন তার বান্ধবীর সাথে টিফিন খাচ্ছিল
। বাম হাতে চকোলেট , ডান হাতে ফুল , টুনির
সামনে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসলো শুভ্র ,
ফুলটা বাড়িয়ে ধরে মিষ্টি গলায় গান ধরলো........... .
-তুদে দেকা তো ইয়ে দানা তানাম
-পেয়াল হোতা হে দিবানা তানাম
-আব ইহা তে কাহা দাউ হাম
-তেলে বাহু মে মাল জাউ হাম......।
চোখ গোল গোল করে তাকিয়ে টুনি বলল-
-এই তুবরও , কি বল ? বুজি না তো ।
টাস্কি খেয়ে গেল শুভ্র । টুনি যে হিন্দি নাও
বুঝতে পারে সেটা তো আর চিন্তা করে দেখেনি সে । এখন
উপায় ? বন্ধুদের সামনে তার ইজ্জতের ফালুদা হওয়ার দশা ।
হটাত মাথায় বুদ্ধি খেলে গেল । বাংলায় প্রপোজ করলেই
তো হয় । যেই ভাবা সেই কাজ ।আবার শুরু করল শুভ্র -----
-তোমায় দেকলে মনে অয়
-হাদার বতর তোমাল তাতে তিলো পলিতয়
-ও ও ও , তিলো পলিতয়......... ।
চোখ আরও গোল গোল করে টুনি জিজ্ঞেস করলো—
-মানে ? কি বলতো এতব ?
-মানে আমি তুমাকে বালোবাতি । আই লাব ইউ ।
-চি , তুমি এতো পতা ।
-পতা হবো কেন ? আমি তোমাল বয়পেন , তুমি আমাল
গালপেন ।
-মোতেও না । আমি এতো পতা না । এইগুলা বাদে দিনিত ।
আমি তিতারকে নালিত কলব ।
-কিনতু আমি দে তুমাকে বালোবাতি ।
আমি তুমাকে ছালা বাতবো না ।
এই বলে শুভ্র টুনির হাত ধরতে গেলে টুনি দিল ভ্যাঃ ...
করে কেঁদে । শুভ্র ভয় পেয়ে দিলো দৌড় । আর
এদিকে টুনি কাঁদতে কাঁদতে যেয়ে টিচারকে দিলো নালিস ।
-মেদাম , তুবরও না আমাকে পতা কতা বলেতে ।
টিচাররা তখন স্টাফ রুমে বসেছিলেন , সব ঘটনা শুনলেন
তারা । সব শুনে টিচাররা মিলে টুনিকে বুঝিয়ে শান্ত
করে পাঠিয়ে দিলেন ক্লাসে ।টুনি চোখ
মুছতে মুছতে ক্লাসে গেল । এদিকে টিচারদের
হাসতে হাসতে অবস্থা খারাপ ।অবশেষে কি আর করা ,
শুভ্রকে খুঁজে বের করে নরম গরম স্বরে বুঝিয়ে দেয়া হল এরকম
যেন আর কখনো না করে । শুভ্র বেচারা জীবনের প্রথম
প্রেমের মিশনে ফেল করে ভীষণ মন খারাপ করলো ।
তাছাড়া বন্ধুদের সামনে তার ইজ্জতের ফালুদা হয়ে গেছে ।
কি আর করা , বেঞ্চে মুখ ভার করে দীর্ঘশ্বাস
ফেলে মনে মনে বলল-
- আগাল কিতি তিদকো তুম তাত্তি দিলতে তাহো ,
তো তারি কায়েনাত তুমে উতে মিলানে কি তাদিত মে লাগ
জাতি হে ...... তুম তিরফ মেলে হো , তিরফ মেলে । একদিন
তুমি আমাল বালোবাতা বুদতে পালবে । তেদিন তিক আমাল
কাতে ফিলে আতবে । আই লাব ইউ........................তুনি.........আই লাব ইউ
২| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
মেহেদী হাসান মানিক বলেছেন: দেশ আগাইতেছে
৩| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২
স্বপ্নচারী পথিক বলেছেন: পোলাপাইন অল্প বয়সে পাইকা যাইতাছে
৪| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০০
সূচিপত্র বলেছেন:
৫| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৪
গ্রাম্যবালিকা বলেছেন:
তি তি তি, আপ্নে এত পতা! তোত তোত বাত্তালেউ চাল্লেন না!
এলা তো পেম বালোবাতা কিত্তু বুতেই না
৬| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৪
মাক্স বলেছেন: দ্যাশ আগাইতাছে
৭| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৫
মাক্স বলেছেন: দ্যাশ আগাইতাছে
৮| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১০
আমি মুখতার বলেছেন: পিলাচ দিলাম, মদা পাইদি।
৯| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২০
স্বপ্নচারী পথিক বলেছেন: আমার ব্লগিং জীবনের পরথম পেলাচ । মুখতার ভাইকে দেড় মণ ধইন্যা
১০| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২৩
স্বপ্নচারী পথিক বলেছেন: সেই দিন কি আর আছে, দিন বদলাইছে ! @গ্রামবালিকা এবং মাক্স ভাই
১১| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২৭
তুষার আহাসান বলেছেন:
থুব মদা পেয়ে + দিলাম
১২| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন:
১৩| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪২
দি সুফি বলেছেন: দেশ দেখি মেলা আগাই গেছে
শুভ্রর বাপ-মায়েরে চড়াইয়া দাত ফেলাইয়া দেয়া উচিত। বাচ্চা-কাচ্চা মানুষ করতে না পারলে না নেয়াই ভাল।
এরকম শুভ্ররাই বড় হয়ে ইভ্ টিজার হয়।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০১
স্বপ্নচারী পথিক বলেছেন: সুফি সাহেব, ফানকে ফান হিসেবে নিতে শিখুন । সব কিছুতে এত সিরিয়াস হয়ে গেলে জীবনে কখনোই হাসতে পারবেন না । উপরি পাওনা হিসেবে মানুষ আতেঁল ডাকবে আপনাকে @ দি সুফি
১৫| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪৬
দি সুফি বলেছেন: @ স্বপ্নচারী পথিকঃ এধরনের ঘটনা আপনার কাছে শুধুমাত্র ফান মনে হতে পারে; কিন্তু আমার কাছে বড় ধরনের খারাপ কিছুর পূর্বাভাস মনে হয়।
মনে রাখবেন। একটা বাচ্চা ছোটবেলা থেকে যেভাবে গড়ে উঠে, বড় হবার পরও সেরকমই থাকে।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:১৪
স্বপ্নচারী পথিক বলেছেন: ভাই, আপনের সাধারন একটা বিষয়কে এত জটিল ভাবে নিচ্ছেন কেন ? আপনার মত সবাই যদি জোককে সিরিয়াসলি নেওয়া শুরু করে তাহলে তো পৃথিবী থেকে হাসি তামাশা হারিয়ে যাবে । বাই দ্য ওয়ে, শুভ্র কিন্তু ইভ টিজার না, পিওর লাভার
১৭| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:২৭
দি সুফি বলেছেন: বাই দ্য ওয়ে, শুভ্র কিন্তু ইভ টিজার না, পিওর লাভার
খাইছে। আপনার সাথে অযথা তর্ক করতেছিলাম।
ভুল যায়গায় কমেন্ট করেছি। দুঃখিত।
ইচ্ছা করলে আমার কমেন্টগুলো ডিলিট করে মনের সুখে আনন্দ করতে থাকেন।
আশা করি আপনার ছেলে যেন অন্তত শুভ্রর মত না হয়।
১৮| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮
স্বপ্নচারী পথিক বলেছেন: এইতো লাইনে আইছেন । আপনার মত কিছু মানুষ আছে যারা রসিকতা না বুজে সিরিয়াস টাইপের অতীব ভাবগম্ভীর আঁতেল হতে চায় । তাদের জন্য পরামর্শ, ফান পোষ্ট পড়ার আগে গোসল দিয়া আসেন
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
রুপসী বাংলা বলেছেন: iহা হা নাইত ওইতে