![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিজিটাল সাউন্ড ও ভিডিওর জগতে DVD একটি পরিচিত নাম। একটি সিঙ্গেল লেয়ার DVD-র ক্যাপাসিটি 4.7 GB। একটি সোয়া ২ ঘন্টার স্ট্যান্ডর্ড ডেফিনিশন কোয়লিটি মুভির ডিজিটাল সাইজ প্রায় 4.6 GB। মুভির ভিডিও কোয়লিটি আরো ভালো করার জন্য ইদানিং ব্যাবহার হয় হাই ডেফিনিশন (HD) প্রযুক্তি। হাই ডেফিনিশনে ব্যান্ডওয়াইথ ডিবিডি থেকে ৫ গুণ বেশি। সুতরাং সোয়া ২ ঘন্টার মুভির ডিজিটাল সাইজ হবে প্রায় 23 GB। এ প্রয়োজন থেকেই Blu-ray Disc (BD) এর সৃষ্টি।
ব্লু-রে ডিস্ক হচ্ছে পরবর্তী জেনারেশনের অপটিক্যাল ডিস্ক ফরমাট। একটি সিঙ্গেল লেয়ার BD-র ক্যাপাসিটি 25 GB। আর ডুয়েল লেয়ার হলে 50 GB। DVD ডিস্কে ডাটা লেখা ও পড়ার জন্য ব্যাবহার হয় রেড রে প্রযুক্তি। কিন্তু BD ডিস্কে ব্যাবহার হয় ব্লু-ভায়োলেট রে প্রযুক্তি যার wavelength 405 nm। ওয়েব লেন্থ ছোট হওয়াতে ব্লু-ভায়োলেট রে ডিবিডি-র চেয়ে ৫ গুণ সুক্ষ ও ঘনভাবে সংরক্ষিত ডাটা নির্ভুলভাবে পড়তে ও লিখতে পারে। সম্প্রতি পাইয়োনিয়ার কোম্পানী BD ডিস্কে ২০টি লেয়ার সৃষ্টি করে এর ক্যাপাসিটি ৫০০ গিগা বাইটে উত্তীর্ণ করেছে। তবে এটি এখনো বাজারে আসেনি।
উল্লেখ্য, এই ডিস্কের নাম Blu-ray Disc, Blue-ray Disc নয়। সংক্ষেপে BD, BR বা BRD নয়। BD প্লেয়ারে সি ডি ও ডি বি ডি চলবে।
২| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৩
জোবাইর বলেছেন: ধন্যবাদ
৩| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:২৩
মীর ইমাম বলেছেন: ভালো পোষ্ট +
৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩০
জোবাইর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। প্রিয়তে রাখলাম।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩১
জোবাইর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: ভাল পোস্ট।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩২
জোবাইর বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩১
নাফিস ইফতেখার বলেছেন: আমি Full HD LCD TV কিনে বসে আছি কিন্তু বাংলাদেশের বাজারে এখনো Blu-ray Disc এর দুষ্প্রাপ্যতার কথা চিন্তা করে Blu-ray প্লেয়ার কিনতে পারছি না। পোস্টে +..........
৭| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৪
জোবাইর বলেছেন: শ্রীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ।
৮| ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৪:০৫
১৯৭১স্বাধীনতা বলেছেন: ব্যাপক ব্যাপার- স্যাপার,
তবে ভাল লাগছে পইড়া।
৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৬:০৮
জোবাইর বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম, ধন্যবাদ।
৯| ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৪১
কাজ করে খাই বলেছেন: ভাল লাগলো।
১০| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০২
জোবাইর বলেছেন: সুপ্রভাত, ভালো লেগেছে জেনে খুশী হলাম, ধন্যবাদ।
১১| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৫
ইমন জুবায়ের বলেছেন: ভাল লাগলো। এক গেজেট-ফ্রিক ছোট ভাইকে পাঠালাম লিঙ্কটা। ধন্যবাদ।
১২| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৩৯
জোবাইর বলেছেন: শুভ সকাল, আপনাকেও ধন্যবাদ।
১৩| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৪
এম্নিতেই বলেছেন: প্লাস।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৫
জোবাইর বলেছেন: ধন্যবাদ
১৪| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫১
অক্ষর বলেছেন: এইসব বুঝি না, তাই বুঝতে কষ্ট হৈলো
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৭
জোবাইর বলেছেন: তারপেরও বুঝার জন্য কষ্ট করলেন, ধন্যবাদ।
১৫| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৪
পারভেজ বলেছেন: Blu-ray প্লেয়ার কিনটাম চাই।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:০২
জোবাইর বলেছেন: সম্ভব হলে একটু অপেক্ষা করেন, দাম আরও কমবে, Blu-ray ডিস্ক বাজারে এখনও খুব একটা আসে নাই।
ধন্যবাদ।
১৬| ৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২২
গণ্ড মূর্খ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:০৩
জোবাইর বলেছেন: ধন্যবাদ +++++++ ... +++
১৭| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৮
আশরাফ৪৫৯ বলেছেন:
ভাল হয়েছে। দাম-দর উল্লেখ করলে আরো ভাল হত।
+
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:০৫
জোবাইর বলেছেন: এখন দাম বেশী। একটু অপেক্ষা করেন, দাম আরও কমবে, Blu-ray ডিস্ক বাজারে এখনও খুব একটা আসে নাই।
ধন্যবাদ।
১৮| ২৯ শে মে, ২০০৯ রাত ১২:৪০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভালো লাগল
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৩৬
জোবাইর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫০
শূন্য আরণ্যক বলেছেন: বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর
~~
আহা সুন্দর কথা
+