![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেক মানুষেরই কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্য থাকে যা তার নিজের এবং বাস্তব জগৎ সম্বন্ধে ধ্যান-ধারণা আচার-অনুষ্ঠানকে দৃঢ়ভাবে নির্ধারণ করে। এই বৈশিষ্ট্যকেই ব্যক্তিত্ব বলা হয় এবং ব্যক্তির এই বিশেষত্ব দিয়েই একের সঙ্গে অন্যের ভিন্নতার বিচার করা হয়। এই ব্যক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে যখন এমন কিছু বিশেষত্ব থাকে যা তার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাকে খর্ব করে এবং তা ঐ ব্যক্তি কিংবা সমাজের অন্যদের পক্ষে পীড়াদায়ক বা ক্ষতিকারক হয়, তখনই ঐ ধরনের ব্যক্তিত্বকে ব্যক্তিত্বের বিকার বলা হয়।
নিম্নোক্ত ব্যক্তিত্বের বিকারগুলো সাধারণতঃ প্রায়ই দেখা যায় :
১। সন্দেহপ্রবণ ব্যক্তিত্ব - এক ধরনের লোক আছে যারা অহেতুক মনে করে অন্য লোক তাদের পেছনে লাগছে, ক্ষতি করার চেষ্টা করছে। এরা সন্দেহ করে অন্য লোকে কেবল তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এদের কাজে লাগায়। এরা নিজেদের আত্মীয়, বন্ধু অথবা সহকর্মীদের উপর আস্থা রাখতে পারে না। স্বামী অথবা স্ত্রীর চরিত্রে সন্দেহ করে দাম্পত্য জীবনকে বিষিয়ে তোলে। অতি তুচ্ছ কারণে এরা অপমানিত বোধ করে। এরা কাউকেই বিশ্বাস করতে পারে না এবং সবসময় সতর্কভাবে চলা ফেরা করে। এদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মনোচিকিৎসা (psychotherapy ) সম্ভব হলে সুফল পাওয়া যেতে পারে।
২। সিজয়েড (চিত্তভ্রংশী) ব্যক্তিত্ব - এদের বৈশিষ্ট্যে হচ্ছে এরা আত্মকেন্দ্রিক, লোকজনের সাথে মেলামেশায় অনাগ্রহ এবং কল্পনাপ্রবণ। অসামাজিক মনোভাব এবং রসবোধের অভাব এদেরকে মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখে। এদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মনোচিকিৎসা (psychotherapy ) সম্ভব হলে সুফল পাওয়া যেতে পারে।
৩। বিষণ্ণতাপ্রবণ ব্যক্তিত্ব - এরা সর্বদাই বিমর্ষ, নৈরাশ্যবাদী, দুশ্চিন্তাগ্রস্ত এবং কাজকর্মে তৎপরতাহীন। এরা জীবনকে উপভোগ করতে পারে না। সাধারণতঃ নীতিবোধ এবং কর্তব্যপরায়ণতার দিকে এদের সজাগ দৃষ্টি থাকে।
৪। ফুর্তিবাজ ব্যক্তিত্ব - এরা বেশি আশাবাদী হয়, ফুর্তি আর হই-চই এর মধ্যে থাকতে ভালবাসে এবং জীবনকে উপভোগ্য মনে করে। এদের বিচারবুদ্ধি অনেকসময় দুর্বল হয় এবং বিবেচনা না করেই চটপট সিদ্ধান্ত নিয়ে বসে।
৫। আবর্তনশীল ব্যক্তিত্ব - এরা কিছুদিন বিষাদে কাটায়, কিছুদিন ফুর্তিতে চলে, আবার কিছুদিন স্বাভাবিকভাবে থাকে।
৬। উৎকন্ঠাপ্রবণ ব্যক্তিত্ব - সব কিছুতেই এদের দুশ্চিন্তা, বিপদের সম্ভাবনাকে বাড়িয়ে দেখতে এরা অভ্যস্ত। তিলকে তাল করে দেখতে এদের জুড়ি নেই, সব সময়েই এরা ভয়-ভীতি-আতন্কের মধ্যে থাকে এবং আশ্বাস ছাড়া এরা চলতে পারে না।
৭। অহঙ্কারী ব্যক্তিত্ব - এরা নিজেদের অহেতুক অত্যন্ত বড় মনে করে যেটা তাদের চাল-চলনে কথা-বার্তায় স্পষ্টভাবে প্রকাশ পায়। এরা সবসময় নিজেদের প্রশংসা চায়, নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না। অন্যের সাফল্যকে এরা ঈর্ষার চোখে দেখে। যেখানে কিছু পাবার আশা, এরা বন্ধুত্ব পাতায় শুধু সেখানেই।
৮। অবসেসনাল ব্যক্তিত্ব - এরা সব জিনিসই নিখুঁতভাবে করতে চায়। খুঁতেখুঁতে মনোভাবের দরুন ক্ষুদ্র অপ্রয়োজনীয় জিনিসের প্রতি দৃষ্টি দিতে গিয়ে কোনো জিনিসকে পছন্দ করে উঠতে পারে না। নিয়মানুবর্তিতা, সময় নিষ্ঠতার প্রতি অনমনীয় দৃঢ়তা রাখতে গিয়ে এরা ব্যবহারিক জীবনে সামজ্ঞস্য করে চলতে পারে না। এরা প্রায়ই কৃপণ স্বভাবের হয়। স্নেহ-ভালবাসার আদান-প্রদানে যথেষ্ট সন্কোচ থাকার জন্যে এদের বন্ধু-বান্ধবের সংখ্যা খুবই সীমিত হয়। নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করার পক্ষপাতী এরা।
৯। নির্ভরশীল ব্যক্তিত্ব - অন্যের উপর নির্ভরতা এবং পরমুখাপেক্ষিতাই এদের প্রধান বৈশিষ্ট্য। এরা দুর্বলচিত্ত হয়, আত্মবিশ্বাসের অভাব, হীনমন্যতা এবং অসহায় ভাবের জন্য অন্যের বাধ্য হয়ে থাকতে পছন্দ করে। এরা অন্যের অনুগ্রহভাজন হয়ে থাকতে বেশি পছন্দ করে।
১০। সমাজবিরোধী ব্যক্তিত্ব - এরা অল্প বয়স থেকেই আপরাধ প্রবণ, দায়িত্বজ্ঞানহীন, বেপরোয়া, কলহপ্রবণ এবং উগ্র স্বভাবের হয়। এরা স্নেহ-ভালবাসা বর্জিত নির্মম-নিষ্ঠুর, আপরাধবোধহীন এবং নিজের স্বার্থের প্রতি খুবই সচেতন। জীবনের অভিজ্ঞতা থেকে এরা শিক্ষালাভ করতে পারে না; তাই জেল, জরিমানা সত্বেও বারেবারে নির্বিচারে একই আপরাধ করে বসে।
মানুষের সাথে মানুষের ব্যক্ত্যিত্বের তফাৎ থাকবে এটা স্বাভাবিক। কিন্তু ব্যক্ত্যিত্বের দোষ-গুন যখন সীমা ছাড়িয়ে যায়, যা নিজের ও আশেপাশের লোকের সমস্যা সৃষ্টি করে তখন একে ব্যক্তিত্বের বিকার বলা যেতে পারে। উপরোল্লখিত ব্যক্তির বিকারের ক্ষেত্রে ওষুধ প্রয়োগে বিশেষ কিছু সুবিধে হয় না। আত্মপ্রচেষ্টায় সম্ভব না হলে দীর্ঘদিন ব্যাপী মনোচিকিৎসায় (psychotherapy ) সুফল পাওয়া যেতে পারে।
তথ্যসুত্র:
মানসিক রোগ অজানা অধ্যায় - ডাঃ সজল আশরাফ
মনের সুখ-অসুখ - ডঃ শিবেন সাহা
মনের বিকার ও প্রতিকার - ধীরেন্দ্রনাথ নন্দী
ইন্টারনেট
০৯ ই মে, ২০০৯ রাত ১১:০৮
জোবাইর বলেছেন: যেটাতে সবচেয়ে বেশী মিল খুঁজে পান সেটাতে! বেশী ভাবার দরকার নেই, এসব ব্যপারে একটু সচেতন হলেই চলে। ধন্যবাদ।
২| ০৯ ই মে, ২০০৯ রাত ১১:০৫
এস.আর.এফ খাঁন বলেছেন: ভাবতাসি!! সব গুলির মইধ্যেই দেহি আমি আছি!!!
০৯ ই মে, ২০০৯ রাত ১১:১১
জোবাইর বলেছেন: তাহলে আপনারটা হলো বহুরুপী ব্যক্তিত্ব!!! মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৯ ই মে, ২০০৯ রাত ১১:১২
মউ বলেছেন: আমি তো মনে হয় কোনটার মধ্যেই নাই।
০৯ ই মে, ২০০৯ রাত ১১:৩৫
জোবাইর বলেছেন: তাহলে এটাকে বলা যায় ব্যক্তিত্বহীন ব্যক্তিত্ব!!! মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ০৯ ই মে, ২০০৯ রাত ১১:১৩
খলিল মাহমুদ বলেছেন: ৪ নংটা বেটার। তবে স্বাভাবিক ব্যক্তিত্ত্ব কোন্টা? সেটার বৈশিষ্ট জানা দরকার।
০৯ ই মে, ২০০৯ রাত ১১:৪৫
জোবাইর বলেছেন: সবগুলো ব্যক্তিত্ত্বই স্বাভাবিক যদি আপনার ব্যক্তিত্ত্বের বৈশিষ্ট্যগুলো সামাজিক জীবনে নিজের জন্য বা অন্যের জন্য সমস্যা সৃষ্টি না করে। যেমন আপনি ফুর্তিবাজ লোক, সবসময় হাসিখুশীতে থাকেন, মানুষকে হাসাতে পারেন। কিন্তু আপনি যখন মানুষের মৃত্যু নিয়ে, দুঃসংবাদ নিয়েও হাসাহাসি করেন তখন আপনার ব্যক্তিত্ত্ব স্বাভাবিক নয় বিকার। ধন্যবাদ ভাই, ভালো থাকুন।
৫| ০৯ ই মে, ২০০৯ রাত ১১:১৬
ওমর হাসান আল জাহিদ বলেছেন: অনেক বড় পোস্ট। পরে পড়ে মন্তব্য করব।
০৯ ই মে, ২০০৯ রাত ১১:৪৭
জোবাইর বলেছেন: ধন্যবাদ। অপেক্ষায় রইলাম।
৬| ০৯ ই মে, ২০০৯ রাত ১১:২০
হত্-আশা বলেছেন: আমার জন্য আরেকটা অপশন দরকার++++
০৯ ই মে, ২০০৯ রাত ১১:৪৮
জোবাইর বলেছেন: চেস্টা করে দেখবো। ধন্যবাদ।
৭| ০৯ ই মে, ২০০৯ রাত ১১:৩৬
আগামি বলেছেন: আমি তো দেখি জগাখিচুরি ব্যক্তিত্বের অধিকারী ! সবগুলাই কম বেশী আছে ! এখন উফায় ?
০৯ ই মে, ২০০৯ রাত ১১:৫২
জোবাইর বলেছেন: সবগুলো ব্যক্তিত্বের ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি জগাখিচুরি ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন তাহলে অভিনন্দন।
৮| ০৯ ই মে, ২০০৯ রাত ১১:৩৯
একাকী বালক বলেছেন: দুনিয়ার সবাইতো একটার না একটার ভিতর পরবই এমন ভাবে ভাগ করা দেখি ।
০৯ ই মে, ২০০৯ রাত ১১:৫৪
জোবাইর বলেছেন: মানুষ হিসেবে একটার না একটার ভিতর পড়তেই হবে। ধন্যবাদ।
৯| ০৭ ই জুন, ২০০৯ ভোর ৪:১৭
হাসান মাহবুব বলেছেন: Panic attack অথবা Panic Disorder নিয়ে একটা পোস্ট দিতে পারবেন?
০৮ ই জুন, ২০০৯ রাত ১০:৩১
জোবাইর বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করবো।
১০| ০৭ ই জুন, ২০০৯ ভোর ৪:১৯
রন্টি চৌধুরী বলেছেন: আমি মনে হয় সিজয়েড আর আবর্তনশীল দুইটাতেই পরি।
১১| ০৭ ই জুন, ২০০৯ ভোর ৪:৪২
সাঈফ শেরিফ বলেছেন: আমার সমস্যাটা ২+৩ হাইব্রিড কমপ্লেক্স। এ নিয়ে বিশিষ্ট ব্লগারদের মাঝে অনেক বিশেষজ্ঞ মতামত ও পরামর্শ আছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০০৯ রাত ১১:০১
লেখাজোকা শামীম বলেছেন: নিজেরে কোনডার মইদ্যে যে ফালাই বুজতাছি না