নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের লেখা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত মতামতের প্রতিফলন। আমার চাকুরী, চাকুরীদাতা কর্তৃপক্ষ ও কর্মস্থলের সাথে এর কোনও সম্পর্ক নাই।

জওয়াদুল করিম খান

জওয়াদুল করিম খান › বিস্তারিত পোস্টঃ

কারিগরি সামর্থহীন অদক্ষ শিওরক্যাশকে শিক্ষা মন্ত্রণালয় স্কুলের বেতন আদায়ে নিয়োগ দিল কেন?

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০১

শিওরক্যাশ একটি সদ্য গজিয়ে ওঠা মোবাইল ব্যাঙ্কিং প্রতিষ্ঠান, যা কয়েকটি ব্যাঙ্কের যৌথ মালিকানায় পরিচালিত। এজেন্ট ও গ্রাহক পর্যায়ে এর প্রসার অতিশয় সীমীত। এর ব্যবসায়িক স্ট্র্যাটেজি কি তাও বোধগম্য নয়। কারণ, এর গ্রাহক হওয়া দুষ্কর, যেমন আমি প্রায় দিন দশেক আগে এতে একাউন্ট খুলেছিলাম, সে একাউন্ট এখনও সচল হয় নাই।

শিক্ষা মন্ত্রণালয়ের বদান্যতায় ইহা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের বেতন আদায়ে নিয়োগ পেয়েছে, জানি না এই নিয়োগের আগে এর কোনও ক্যাপাসিটি এসেসমেন্ট করা হয়েছিল কি না, বা অন্য কোনও বিষয় জড়িত ছিল।

যেহেতু নিজের একাউন্ট খোলা দুষ্কর। অভিভাবকবৃন্দ বিভিন্ন এজেন্টের মাধ্যমে বেতন দেন। এই সুযোগে এজেন্টরা নির্ধারিত ট্রান্সএকশন ফি এর অতিরিক্ত একটা চা-পানি ফি আদায় করে থাকে। তার চেয়ে বড়ো সমস্যা হচ্ছে এতে কারিগরি ত্রুটি আছে, পরিশোধিতব্য বেতনের অঙ্ক বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখায়, এবং প্রকৃত পরিমাণের চেয়ে অনেক বেশি দেখায়। যেমন আমার সন্তানের বেতন আদায় করেছে প্রায় দুই শত টাকা বেশি। এই বাড়তি টাকা কে নিল, স্কুল কর্তৃপক্ষের কাছে এর কোনও ব্যাখ্যা নেই।

অনলাইলে বেতন আদায় করতে হলে আরও অনেক ভাল কোনও মাধ্যমকে নিয়োগ দেওয়া যেত। ভর্তি পরীক্ষায় টেলিটক ফি আদায় করে, তার সেবাও অনেক ভাল। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.