| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুকে আমি এখন ভয় পাইনা। কারণ প্রতিদিন আমার বহুবার মৃত্যু হয়… আবার বেঁচে উঠি আমি। চিন্তা করি, এই যে আমি। এই আমিটা কে? আমার তো মৃত্যু হয়েছে! তাহলে এটা কি আমার অন্যরূপ?? হয়্তোবা তাই… বিশ্বাসঘাতকতা করি নিজের সাথে… আবার নিজেকে নিজে শাস্তিও দিই… বেঁচে তো থাকতে চেয়েছিলাম… বেঁচে আছি… কিন্তু এভাবে বেঁচে থাকার কোন তো মানে হয় না। বারবার মৃত্যুর মধ্য দিয়ে বেঁচে থাকার কি সত্যি কোন সার্থকতা রয়েছে?? :/
©somewhere in net ltd.