| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিন্দু। ছোটবেলা থেকে দেখে আসতেসি, আমার মা পূজা করতো খুব ছোট করে করে। মাকে কারণ জিঞ্জাসা করলে মা বলতো, আমরা নাকি সংখ্যালঘু। আমরা বড় করে পূজা করলে আমাদের নাকি মারতে আসবে। আজ পর্যন্ত ঘরে কোন পূজা বড় করে হতে দেখিনি। দুর্গা পূজা, স্বরসতী পূজা যা-ই করিনা কেন বড় করে মাইক বাজাতে পারিনা।
সংখ্যালঘু হওয়ায় সেই ৪৮ থেকে ১৩ পর্যন্ত হিন্দুরা নিগৃহীত। রাজনৈতিক কাজে আমাদের কোন জায়গা নেই। কিন্তু আমরা তো আসন চাইনি। আমরা শুধু বারো মাসে তেরো পার্বণ পালন করতে চেয়েছি। কিন্তু তবুও যতই সমস্যা হোক না কেন তার বলি হই আমরা হিন্দুরা, আমরা সংখ্যালঘুরা। এত নিগৃহীত হবার পরও ৭১-এ পাকিস্তানীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা। কিন্তু তার ফল এসে পড়েছে হিন্দুদের উপর। সহায় সম্বলহীন হয়েছে, মা/ভাই/বাপ/বোন ছাড়া হয়েছে, শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আজো কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে হিন্দুরা নিগৃহীত।
আজ যুদ্ধাপরাধীদের ফাঁসী দাবি করেছে সংখ্যাগরিষ্ঠরা। বিচারও করছে সংখ্যাগরিষ্ঠরা। সাঈদীর ফাঁসীর রায় দিয়েছে সরকার এবং ট্রাইব্যুনাল। কিন্তু আজকেও এর বলি হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। কষ্ট পেতে হচ্ছে হিন্দুদের। কেন? কি অপরাধ আমাদের? জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আজ আমি। আমরা বিধর্মী বলে তাই? নাকি সংখ্যালঘু বলে তাই?
ধিক্ আজ বাঙালী জাতিকে... ধিক্ আমাদের এই হিন্দু জাতিকে... তোমরা নিগৃহীত, নিগৃহীতই থেকো। প্রতিবাদ করিয়ো না, কাউকে প্রতিবাদ করতে দিয়ো না। এই দেশ ছেড়ে পালিয়ে যাও। নাইলে এই দেশের সবকিছুরই বলির পাঠা হবে তোমরা... :@
২|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
তিতুন বলেছেন: "আজ যুদ্ধাপরাধীদের ফাঁসী দাবি করেছে সংখ্যাগরিষ্ঠরা। বিচারও করছে সংখ্যাগরিষ্ঠরা। সাঈদীর ফাঁসীর রায় দিয়েছে সরকার এবং ট্রাইব্যুনাল। কিন্তু আজকেও এর বলি হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের।" কীভাবে বলি হতে হচ্ছে একটু ভেঙ্গে বলবেন কী? আমি জানতে ইচ্ছুক। অতীতের কথা আমি জানি। বর্তমান প্রেক্ষাপটে বলুন। ধন্যবাদ।
৩|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
তারছেড়া লিমন বলেছেন: দিশার বলেছেন: ভাই আমি লজ্জিত , নিজ ভূমে , তোমরা এমন ফীল কর জেনে আমি লজ্জিত . ক্ষমা কর ভাই . ক্ষমা কর .
৪|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
তরুন তুর্কী বলেছেন: কেন আপনারা বড় করে পূজা করতে ভয় পাবেন ? এ দেশ আমাদের সবার । সবার নৈতিক অধিকার রয়েছে আপন ধর্ম পালন করার । তবে, যারা সংখ্যালঘুদের আঘাত করে মনে রাখবেন তারা কোন ধর্মের নয় কোন দলের নয় কোন সমাজের নয় । তারা শুধুই সুবিধাবাদী । রামুতেও হামলা হয়েছিল ঘৃন্য স্বার্থে । আর সরকার সবকিছুর জন্য দায়ী । কারন রাষ্ট্রের প্রত্যেকের নিরাপত্তা দেয়ার দায়িত্ত্ব তার । একই অপরাধে অভিযুক্ত আমাদের সমাজ ।
তাছাড়া একবার পার্শ্ববর্তী দেশে গিয়ে দেখে আসুন ওখানকার সংখ্যালঘুদের অবস্থা । ওখানকার মসজিদ আর আমাদের মন্দির দেখলে বুঝতে পারবেন ওরা আরও করুন অবস্থায় রয়েছে ।
তবে দেশ ছাড়ার কথা ভুলেও ভাববেন না । সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা আমাদের দেশ ইতিহাস ছিল থাকবে ইনশাআল্লাহ । ভালো থাকবেন ।
৫|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মেলবোর্ন বলেছেন: নারে ভাই অপরাধতো আমাদের যে ইসলামি নাম নিয়ে কিছু মানুষ রুপি জানোয়ার তোমাদের হামলা করছে। আর তোমরা একা শুধু এর শিকার না সাধারন মানুষ মুসলমানও এদের শিকার যে পুলিশকে মারলো সেই পুলিশ কি মুসলমান ছিল না যারা মারছে তারা ইসলামের লেবাসে শয়তান মাত্র
৬|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
রোড সাইড হিরো বলেছেন: ১০০% সহমত দাদা...
৭|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
অবুঝ পাঠক বলেছেন: ৯০% মুসলমানের দেশে পাঞ্জাবী পরতে ভয় হয় যদি পুলিশ জামায়াত ভেবে মাইর দেয় ; আপনি বলতেছেন আপনারা বলতেছেন আপনারা বিপদে ; আসলে ব্যাপার অন্য জায়গায় ; এমন যদি হত তাহলে অনেক আগেই আপনাদের প্রতিবেশী আপনাদের উপর নির্যাতন করত ; যাই হোক , এখন একটা বিশেষ গোত্রের সাথে এরেকটা বিশেষ গোত্রের দাঙ্গা চলতেছে ; যার শিকার আমরা নিরিহ জনগন ;
৮|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
নির্জন সৈকত বলেছেন: @ দিশার.… শুধু আপনি না, আমি, আপনি সহ এদেশের সকল মানুষ আজ লজ্জিত। এইতো কয়েকদিন আগে আমার একটা বন্ধু চিকিৎসার জন্য ব্যাংকক গেল। ওখানে ওরা বাঙালী শুনে ওদের অনেক অপমান করেছে সামান্য টেক্সীওয়ালারা। কারণ রামুর সেই বৌদ্ধবিহারে হামলা। এরপরেও কি বলতে পারেন আমরা লজ্জিত না? আসলে নিজ ভূমে এমন ফিল করতে চাইনা। কিন্তু ফিল করতে বাধ্য হই। আশা রাখি '৭১ এর কলঙ্ক মুছে আমরা আবার স্বাধীন বাংলাদেশ গড়্বো।
৯|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
টেকনিসিয়ান বলেছেন: @ তিতুন কে বলছি আপনি কি মশা মারার ওষুধ মরটিন দিয়ে ঘুমাচ্ছেন ?
জল্লাদ সাঈদীর রায় ঘোষণার পর সারাদেশে হিন্দুদের বাড়ী-ধনসম্পদ দোকান লুটপাট হচ্ছে............ এ খবর আপনার জানা নেই না হিন্দুদের উপহাস করছেন
১০|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
নির্জন সৈকত বলেছেন: @ তিতুন..… এতো কিছুর পরেও যদি আপনাকে আমার ভেঙে বলতে হয় তাহলে ব্যর্থটা আমাদের, আমাদের মিডিয়ার। হয়্তো আপনি দেখেছেন, তবুও ব্যাখ্যা করি। আজ সাঈদীর ফাঁসীর রায় দিয়েছে সরকার এবং ট্রাইব্যুনাল। দেশের আপামর জনতা নয়। তারা শুধু ফাঁসী চেয়েছে। হিন্দু সমাজের এখানে কোন কর্মকান্ড নেই। হ্যাঁ… বলতে পারি এদের মধ্যে অনেক যুদ্ধাপরাধীদের বিচার দাবী করেছে। কিন্তু আজ দিকে দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা। তাদের মন্দির, ঘরবাড়িতে ভেঙেচুরে লুটপাট করে আগুন দেয়া হচ্ছে… হয়্তো জানেন ঘটনা। আপনি দেখাতে পারবেন, আপনাদের মুসলিমদের কয়্টা মসজিদ এবং বাড়িঘরে হামলা চালানো হয়েছে? তাই বলতে বাধ্য হই সরকার-বিরোধি দল-জামাত শিবির, সবার রোষানলে পড়তে হয় আমাদের এই হিন্দুদের।
১১|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
পলাতক আসামী বলেছেন: কান্দা কাটি না কইরা প্রতিরধ করেন। মুসলমান আমরা সব সমই পাশে আসি।চিন্তা কইরেন না]
১২|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২
নির্জন সৈকত বলেছেন: @ তরুন তুর্কী.… আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট পড়ে সত্যিই ভালো লাগলো। তবে সত্যি বলেছি আমরা এখনো বড় করে পুজা করতে পারিনা। আমরা ভাড়া বাসায় থাকি। পুজার সময় বড় করে কাঁসা, ঘন্টা বাজালে আমাদের জমিদারদের নাকি সমস্যা হয়। আমরা মুসলিম পাড়ায় থাকি। পাড়ার সবাই ফুল ভল্যুমে গান শুনলেও কিছু হয়্না। কিন্তু আমি যদি ভল্যুম ৫০ করেও গান শুনি, আমাদের বাসায় নালিশ আসে। আজ দিকে দিকে হিন্দুদের মন্দির, বাড়িঘর ভাংচুর করছে। রাজনৈতিক কোন সমস্যা হলেও প্রথম আঘাত আসবে আমাদের হিন্দুদের উপরে। এরপরেও কি বলতে পারেন আমরা নিগৃহীত নই?
১৩|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
রিফাত হোসেন বলেছেন: মাইক দিয়া চিতকার করে আরেক জনের কষ্ট দেওয়ার সখ কেন? একি ধারনা আমি ওয়াজ মাহফিলের জন্য ও করি। যতটুকু সমাগম ততটুকু প্রসারিত ই যথেষ্ট।
আপনার ভারত যাওয়া উচিত যদি নিজেকে বাংলাদেশী না মনে করেন, আমি ছোট কাল থেকেই বিভিন্ন উতসবে হিন্দু খৃস্ট যাই হোক ধুম ধাম করে আসতে দেখছি।
আপনি কানা হলে কি করার, একেকজন বড় বড় পদে হিন্দু ধর্মের মানুষ দেখছি।
১৯৭১ এ মনে হয় আপ্নাদের ই ক্ষতি হল,,, মমুস্লিমরা সুরক্ষিত ছিল!
জামাত কি হিন্দুই টার্গেট করে নাকি?
জামাত তাদের মতের বিরুদ্ধ হলে মুস্লিমকে মুনাফেক বলেও জুলুম করে!
১৯৭১ এর পর এম্নিতেই চলে যায় ভারতে হিন্দু বাঙালী রা , আমার সহকর্মী বাংলাদেশী সে ভারতীয় একজন, আপনিও যান গিয়ে রক্ষা করেন।
উগ্র পন্থীদের তো আমরা কেই পছন্দ করি না, তাই বলে তাদের ঘৃনিত কাজকে পুজি করে নিজেরা সুবিধা বঞ্চিত দাবী করেন তাইলে সমস্যা, যান দাদা ভারত মাতার কোলে যান।
আমার বাবার টিচার হিন্দু ছিল, আমার টিচারো হিন্দু ধর্মের ছিল। কিন্তু আপ্নার মত ভারত বা জামাতিদের মত পাকি পন্থী ধারনা করত না।
সাধারন বাংগালী বাংলাদেশী ছিল।
। । । ।
আজ থেকে কয়েক মাস আগে আমার দাড়ি ছিল, পারিবারিক চাপে কাটে বাধ্য হই, টেনশিন বাসায় ফেরত আসি নাকি! না আমি জামাতের কেউ না কিন্তু দাড়ি ইস্লামের চিন্তায়ো রাখি নাই, স্টাইল করতেও না, ব্যস ডেইলি খুর এর কাজ বিরক্ত লাগত, কিন্তু সবাইভয় পেল কেন?
পাঞ্জাবী আর টুপির কাহিনী বল্লে তো , , , , হহাহাহাহা
মুস্লিম দেশে মুসলিম হয়েও প্রব্লেম এ থাক্তে হয়, এইটা বুঝা যদি যেত, , ,
১৪|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
নির্জন সৈকত বলেছেন: @ মেলবোর্ন… নারে ভাই, অপরাধ আপনাদের কেন হবে? অপরাধ ওই মানুষরুপী জানোয়ারদের। অবশ্যই সাধারন মানুষও এদের হামলার শিকার হচ্ছে। এখন শুধু আমাদের সেই শয়্তানদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।
১৫|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
রাহিক বলেছেন: আপনার অপরাধ আপনি সংখ্যালঘু । আর পৃথিবীর প্রতিটি দেশেই সংখ্যালঘুরা নির্যাতিত হয় কমবেশী ।
তারপরেও আমি বলবো বাংলাদেশে আপনারা অনেক ভালো আছেন । পাশের দেশ ভারত কিংবা মায়ানমারে যেভাবে মুসলিমরা হয়রানির শিকার হয় এদেশে সে তুলনায় কিছুই হয়নি ।
(দয়া করে ভুল বুঝবেন না । আপনাদের মর্মপীড়াটা বুঝি । কিন্তু কিচ্ছু করার নেই । পৃথিবীর নিয়মটাই যে এমন,দুর্বলের উপর সবলের আঘাত ।)
১৬|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
হাঁড় = ঘাঁড় বলেছেন: দিশার বলেছেন: ভাই আমি লজ্জিত , নিজ ভূমে , তোমরা এমন ফীল কর জেনে আমি লজ্জিত . ক্ষমা কর ভাই . ক্ষমা কর .
এই দেশ তোমার আমার . প্রতিগ্গা করি , দেশ থেকে ১৯৭১ এর কলঙ্ক ঝেড়ে ফেলে একদিন নতুন সূর্যোদয় হবে .
১৭|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
নির্জন সৈকত বলেছেন: @ রিফাত… আমি বাঙালীর গর্বে গর্বিত বাঙালী। আমি গর্বিত আমি বাঙালী। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পক্ষে আমি কোনদিনই নই। দরকার হলে যুদ্ধ করে মরবো। তবুও দেশ ছেড়ে যাবোনা। আমি বলছি শোষক দের কথা। তারা তো এটাই চায়… এখন আপনারা মুসলমানেরা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা তাদের পরাস্থ করতে পারবো। সাথে পরিবর্তন করতে পারবো সংখ্যালঘুদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি।
১৮|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
নির্জন সৈকত বলেছেন: @ রাহিক… হ্যাঁ ভাই ঠিকই বলেছেন। আমাদের অপরাধ আমরা সংখ্যালঘু।
১৯|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
নির্জন সৈকত বলেছেন: @ রোড সাইড হিরো, অবুঝ পাঠক, টেকনিসিয়ান, পলাতক আসামী..… ধন্যবাদ আপনাদের। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা মুসলমানেরা আমাদের পাশে থাকা মানে আমরা হিন্দুরাও আপনাদের পাশে আছি। দেশকে নতুন ভাবে গড়ার জন্য এটাই তো দরকার।
২০|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
রাসেল ভাই বলেছেন: পৃথিবীর কোন দেশের সংখ্যালঘুরা বাংলাদেশের মত শান্তিতে নাই । আপনি একবার খালি চোখে রিসার্চ করে দেখেন পাইলে আমারে জানাবেন । হিন্দুদের অনেক পূজার দর্শক আমি কই সেখানে তো কোন বাধা নেই পক্ষান্তরে মুসলিমরা আরো এনজয় করে ।
২১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৭
নির্জন সৈকত বলেছেন: @ রাসেল ভাই, কিছু মুসলমান করে। কিন্তু অনেক মুসলমানই একে ভালো চোখে দেখেন না।
২২|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৯
তিতুন বলেছেন: @টেকনিসিয়ানঃ না ভাই, হিন্দুদের উপহাস করছি না। মিডিয়া থেকে একটু দূরে থাকি তাই সাম্প্রতিক অনেক খবর পাশ কাটিয়ে যায়। আসলে চারিদিকে এত নৈরাজ্য দেখে হতাশ। তাই এসক্যাপিস্ট এর ভূমিকা পালন করা।
@নির্জন সৈকতঃ আমি আপনার জন্য আন্তরিকভাবে দুঃখ অনুভব করছি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। যেমনটি অনুভব করেছিলাম বৌদ্ধদের উপর হামলায়। তবে সংখ্যালঘুদের উপর নির্যাতন কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। ভারতেও কিন্তু এর প্রভাব আছে যেখানে এর ভুক্তভোগী হয় মুসলমানেরা কারন তারা সেখানে সংখ্যালঘু। সাম্প্রদায়িকতার ঊর্ধে না উঠলে এর থেকে মুক্তি নেই।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
দিশার বলেছেন: ভাই আমি লজ্জিত , নিজ ভূমে , তোমরা এমন ফীল কর জেনে আমি লজ্জিত . ক্ষমা কর ভাই . ক্ষমা কর .
এই দেশ তোমার আমার . প্রতিগ্গা করি , দেশ থেকে ১৯৭১ এর কলঙ্ক ঝেড়ে ফেলে একদিন নতুন সূর্যোদয় হবে .