| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনায় আজও ৮ টি মন্দির আর ২০ টির উপরে হিন্দুদের বাড়িঘরে লুটপাট ও আগুন দেয়া হয়েছে। নবীজীকে (সাঃ) নিয়ে কিছু বললে যদি ধর্ম অবমাননা করা হয়, তাইলে আমাদের হিন্দুদের মন্দির, দেবদেবীর মুর্তি ভাংচুর করলে আমাদের ধর্মের অবমাননা হয় না? হিন্দুরা কি বানের জলে ভেসে আসছে? বহুত ধৈর্য্য ধরলাম। আর না। এইবার যদি সরকারের কাছ থেকে কোন পদক্ষেপ পাওয়া না যায়, তাইলে আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করতে বাধ্য হব। যেভাবেই হোক ভারত সরকারের কাছে অনতিবিলম্বে আবেদন করতে বাধ্য হব। আমাদের দেশের সমস্যায় আমরা বাইরের দেশকে ডাকার চিন্তা করিনি। কিন্তু নিজেদের অস্তিত্ব বাঁচাতে আমাদের এখন তাই করতে হবে। কারণ আমাদের সরকার নির্বাক। আমাদের উপর এই ধরনের অত্যাচার মানিনা, মানবো না। ব্যাস.… :@
২|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
বাকাট্টা বলেছেন: টার নিন্দা জানানোর ভাষা নেই। সবচ্যে আশ্চর্য্যের হল এত গুলো ঘটোনা ঘতল, কিন্তু পুলিশ বা র্যাব কাউকেই স্পট থেকে বা অন্য কোন জায়গা থেকে এর্যেষ্ট করতে দেখলাম না। বুঝলাম না খেলা কোন খান থেকে হচ্ছে।
কিন্তু আপনার একলাইনে বড় মর্মাহত হলাম। ভারতকে বলবেন!!!! ভারত কি আমাদের বাপ না ভাই??? আপনি যদি প্রতিকার না প্না জাতিসংঘে যেতে পারেন, কিন্তু ভারতকে আনতেছেন কেন? আপনাদের এই অতি ভারত প্রীতি ইন্ডীয়া বাংলাদেশের সম্পর্কে উন্নয়নে অনেকেই সন্দেহের চোখে দেখে। বাংলাদেশ কি ভারতে হামলা চালায়া গুজরাট সহ অনেক এলাকায় গণহত্যায়????
বুঝায় যায় আপনারা এখনও মনে প্রানে বাংলাদেশি হতে পারেননি। বহু আগে গল্প শুনেছিলাম বাংলাদেশ থেকে অনে হিন্দু ভাই নাকি ইন্ডীয়াতে গিয়েই সেজদায় পড়ে আর বলেন ভগবান নিজের দেশে আনলেন!!!! কোন ভারতীয় মুসলিম(এত নির্যাতনের পরও) কি বাংলাদেশ বা ফাকিস্তানে গিয়ে এরকম মনে করবে?? আনু তী দেখি তারা কট্টর ভারতী, আর আপনার আমার সবার এই রকম কট্টর বাংলাদেশী হতে হবে।
আপনাদের মন্দিরে হামলা অবশ্যই নিন্দনীয়, সরকার ব্যবস্থা নিবে। ক্ষতিপূরন ও পাবেন আশা করি। কিন্তু ভারতকে আনার ভয় দেখাবেন্ননা ।ঐসব আমরা ভয় পাইনা। এই দেশ মুসলিমদের যেমন, তেমন হিন্দু বৌদ্ধ সহ সকলের। ভাল না লাগলে ফুটতে পারেন।
৩|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
রওনক বলেছেন: কারা ভাঙ্গছে, নিশ্চই ছাত্রলিগ?
ওদের আবার ধর্ম কি? মনের কথা; রক্তের স্বাদঃ
৪|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
অনার্য পথিক বলেছেন: কেউ অপরাধ নেবেন না। মন্তব্য করার ভাষা বা উদ্দেশ্য পরিলক্ষিত ব্যাপার। দুঃখিজনের পাশে থাকতে না পারেন তাকে ভুলভাবে দুঃখ দিয়ে তার ঘা বাড়িয়ে কোনো লাভ হবে না। আপন করে নেয়ার মধ্যেই প্রকৃত দেশ প্রেম। যারা আক্রান্ত হচ্ছে তারা হয়তো সনাক্ত করতে অপারগ কারা তাদেরকে তাড়াতে চায়। কিন্তু যারা তার আশেপাশে বসবাস করেন তাদের উপরও খানিকটা দায়িত্ব বর্তায়। সেই দৃস্টিকোণ থেকে আ্ক্রান্তদের পাশে এসে দাড়ান। না হলে আপনারই প্রতিপক্ষ রাজনৈতিক ফায়দা হাসিল করতে সুযোগ নেবে।
৫|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
নির্জন সৈকত বলেছেন: @ ইব্রাহীম মন্ডল..… আমরা কি এখন সচেতন নই? আর কিভাবে সচেতন হলে এগুলা বন্ধ হবে বলতে পারেন?
৬|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
পথহারা সৈকত বলেছেন: বহুত ধৈর্য্য ধরলাম। আর না।...................
যা এবার তোদের দাদাদের কাছে যা......শালা আবাল
। ইন্ডিয়া আমাদের বাল ছিরতে পারবে বলে মনে হয় না।
৭|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
আমরা তোমাদের ভুলব না বলেছেন: বাকাট্টা বলেছেন: টার নিন্দা জানানোর ভাষা নেই। সবচ্যে আশ্চর্য্যের হল এত গুলো ঘটোনা ঘতল, কিন্তু পুলিশ বা র্যাব কাউকেই স্পট থেকে বা অন্য কোন জায়গা থেকে এর্যেষ্ট করতে দেখলাম না। বুঝলাম না খেলা কোন খান থেকে হচ্ছে।
কিন্তু আপনার একলাইনে বড় মর্মাহত হলাম। ভারতকে বলবেন!!!! ভারত কি আমাদের বাপ না ভাই??? আপনি যদি প্রতিকার না প্না জাতিসংঘে যেতে পারেন, কিন্তু ভারতকে আনতেছেন কেন? আপনাদের এই অতি ভারত প্রীতি ইন্ডীয়া বাংলাদেশের সম্পর্কে উন্নয়নে অনেকেই সন্দেহের চোখে দেখে। বাংলাদেশ কি ভারতে হামলা চালায়া গুজরাট সহ অনেক এলাকায় গণহত্যায়????
বুঝায় যায় আপনারা এখনও মনে প্রানে বাংলাদেশি হতে পারেননি। বহু আগে গল্প শুনেছিলাম বাংলাদেশ থেকে অনে হিন্দু ভাই নাকি ইন্ডীয়াতে গিয়েই সেজদায় পড়ে আর বলেন ভগবান নিজের দেশে আনলেন!!!! কোন ভারতীয় মুসলিম(এত নির্যাতনের পরও) কি বাংলাদেশ বা ফাকিস্তানে গিয়ে এরকম মনে করবে?? আনু তী দেখি তারা কট্টর ভারতী, আর আপনার আমার সবার এই রকম কট্টর বাংলাদেশী হতে হবে।
আপনাদের মন্দিরে হামলা অবশ্যই নিন্দনীয়, সরকার ব্যবস্থা নিবে। ক্ষতিপূরন ও পাবেন আশা করি। কিন্তু ভারতকে আনার ভয় দেখাবেন্ননা ।ঐসব আমরা ভয় পাইনা। এই দেশ মুসলিমদের যেমন, তেমন হিন্দু বৌদ্ধ সহ সকলের। ভাল না লাগলে ফুটতে পারেন।
৮|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
ফাহীম দেওয়ান বলেছেন: বাকাট্টা - বলেছেন -
আপনাদের মন্দিরে হামলা অবশ্যই নিন্দনীয়, সরকার ব্যবস্থা নিবে। ক্ষতিপূরন ও পাবেন আশা করি। কিন্তু ভারতকে আনার ভয় দেখাবেন্ননা ।ঐসব আমরা ভয় পাইনা।
ভাই না হাইসা পারলাম না, সাইধা দোষটা নিজের উপর নিমেন কেরে ভাই।
ভয় কি আপনারে দেখাইছে।
৯|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
বিজ্ঞ মানুষ বলেছেন: শিবিরকে কেন যে নিষিদ্ধ করা হচ্ছে না বুঝে আসে না বিষয়টা।
১০|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
নির্জন সৈকত বলেছেন: @ বাকাট্টা… লেখাটা পড়ে আপনি যতটুকু কষ্ট পেয়েছেন, কথাটা লিখতে গিয়ে আমি আরো কষ্ট পেয়েছি। দেশটা এতদিন আমাদের সবারই মনে করেছিলাম। কিন্তু দেখলাম আমরা সেই 'আমরা'র মধ্যেই নেই। জাতিসংঘকে তো বহু আগেই জানিয়েছি, হোয়াট হাউসে পিটিশানে জানিয়েছি। কিন্তু কি হল? কি হবে? ওখান থেকে এগুলো বন্ধ করার জন্য আহবান জানাবে। কিন্তু সরকার থাকবে চুপ। এসব কাজ বন্ধ করার জন্য সরকার কি করছে? আর সহায়তা! সে তো নামেমাত্র, লোক দেখানো। যারা ভুক্তভুগী তাদের গিয়ে জিঞ্জাসা করুন। বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আমাদের হিন্দুদের অস্তিত্ব বাঁচানোটা কি দরকার নয়?!
১১|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
বাকাট্টা বলেছেন: @ফাহীম দেওয়ান। আমার ভুল টাইপে লিখা দয়া করে পুরোটি পড়েন। তার কমেন্টস করবেন।
এটা নিয়ে রাজনীতি ঠিক নয়।
১২|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
নির্জন সৈকত বলেছেন: @ বাকাট্টা… লেখাটা পড়ে আপনি যতটুকু কষ্ট পেয়েছেন, কথাটা লিখতে গিয়ে আমি আরো কষ্ট পেয়েছি। দেশটা এতদিন আমাদের সবারই মনে করেছিলাম। কিন্তু দেখলাম আমরা সেই 'আমরা'র মধ্যেই নেই। জাতিসংঘকে তো বহু আগেই জানিয়েছি, হোয়াট হাউসে পিটিশানে জানিয়েছি। কিন্তু কি হল? কি হবে? ওখান থেকে এগুলো বন্ধ করার জন্য আহবান জানাবে। কিন্তু সরকার থাকবে চুপ। এসব কাজ বন্ধ করার জন্য সরকার কি করছে? আর সহায়তা! সে তো নামেমাত্র, লোক দেখানো। যারা ভুক্তভুগী তাদের গিয়ে জিঞ্জাসা করুন। বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আমাদের হিন্দুদের অস্তিত্ব বাঁচানোটা কি দরকার নয়?!
১৩|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
ফাহীম দেওয়ান বলেছেন: @ নির্জন সৈকত - হিন্দুদের উপর হামলা খুবই নিন্দনীয়, জঘন্য বলার অপেক্ষা রাখেনা। তবে ভারতের কাছে বিচার দিবেন এমন কথা বললে এক শ্রেনীর মানুষ হালে পানি পায়। তাদের লাফা লাফি নর্তন কুর্দন বেড়ে যায়, তাই প্লিজ এসব কথা পরিহার করুন। আমি জানিনা আপনি অন্য কোন উদ্দ্যেশ্য নিয়ে এমন লিখেছেন কিনা।
নোটঃ জামাতী ছাগুরা ফেসবুক, ব্লগে হিন্দু নামে আইডি খুলে অনেক বিতর্কিত কথা বার্তা লিখছে, অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। সবাইকে এমন বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
১৪|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
বাকাট্টা বলেছেন: @নির্জন সৈকত ব্রো কে বলল "আমরা" আপ্নারা নাই। এটা আপনাদের ও রাষ্ট্র। তবে অবেক সময় অনেক খেলায় অনেককেই গুটির চাল বানানো হয়। আধার কাটবেই।
এখন দেখুন বিএনপি এর সমর্থকদের সরকার তৃতীয় শ্রেনীর নাগরিকের মর্যাদাও দেয়না। অথচ এতা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা পাইনা। তাই বলে কি দেশ ছেড়ে আমরা চলে যাব? না ।
আমি এখনও আশা করি সকল ধোয়াশা কাটবে। সরকার আপনাদের ক্ষতিপূরণ দিবে ও দুষ্কৃতকারী যে হউক তাকে ধরবে। এটার জন্য নতুন আইন লাগবেনা। প্রচলিত আইনেই শাশ্তির বিধান করা যায়।
হতাশ হবেন না। এই রকম সময়ই জাতি অইক্যবদ্ধ হয়।
১৫|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
বাকাট্টা বলেছেন: ফাহীম দেওয়ান বলেছেন: @ নির্জন সৈকত - হিন্দুদের উপর হামলা খুবই নিন্দনীয়, জঘন্য বলার অপেক্ষা রাখেনা। তবে ভারতের কাছে বিচার দিবেন এমন কথা বললে এক শ্রেনীর মানুষ হালে পানি পায়। তাদের লাফা লাফি নর্তন কুর্দন বেড়ে যায়, তাই প্লিজ এসব কথা পরিহার করুন। আমি জানিনা আপনি অন্য কোন উদ্দ্যেশ্য নিয়ে এমন লিখেছেন কিনা।
নোটঃ জামাতী ছাগুরা ফেসবুক, ব্লগে হিন্দু নামে আইডি খুলে অনেক বিতর্কিত কথা বার্তা লিখছে, অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। সবাইকে এমন বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
একমত
১৬|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
নির্জন সৈকত বলেছেন: @ পথহারা সৈকত.… ইন্ডিয়া কি করতে পারবে কি পারবেনা সেটা নিয়ে তর্কে যাব না। আপনি নিজেই বুঝেন। নিজেদের সরকারই তো কিছু করছেনা। চুপ। সেখানে অন্য সরকারের কাছে আবেদন না করে লাভ কি?
১৭|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
ছাসা ডোনার বলেছেন: মন্দিরে হামলা অবশ্যই নিন্দনীয় ,কিন্তু কি করবেন ভাই।নিজের দেশ ও মাটিকে ভালবেসে ভগবানকে ডাকেন দেখবেন ঐ কুকুরের বাচচাদের শাস্তি খুব শীঘ্রই হবে!
১৮|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩
নির্জন সৈকত বলেছেন: @ ফাহীম দেওয়ান… হ্যাঁ এটা লেখার পিছনে আমার উদ্দেশ্য আছে। এবং তা হল, হিন্দুদের রক্ষা, নিজেদের অস্তিত্ব রক্ষা।
আর দুঃখিত। আমাকে জামাতী ছাগু বলে গালি দিবেন না। খুব লাগে। কারণ নিজেই এদের ঘোরতর বিপক্ষে দাঁড়িয়ে আছি। জামাতী ছাগু না বলে অন্য কিছু বলে গালি দিন। তাও আমি যদি অন্যায় কিছু বলে থাকি।
১৯|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
নির্জন সৈকত বলেছেন: @ বাকাট্টা… আপনার কথা ভালো লাগলো খুব। আপনার কথা যেন সত্যি হয়। কিন্তু সরকারের কাছ হতে জরুরী কিছু পদক্ষেপ আশা করছি।
২০|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
নির্জন সৈকত বলেছেন: @ ছাসা ডোনার… ভগবানকে ডাকতে হবে না। তিনি নিজেই তাদের শাস্তি দিবেন।
২১|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
বাকাট্টা বলেছেন: @নির্জন সৈকত... সরকার দ্রুত জরুরী সাহায্য ও মন্দির মেরামত করবে আশা করি। এবং অপরাধিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে আশা করি।
২২|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
ফাহীম দেওয়ান বলেছেন: @ বাকাট্টা - দুঃখিত যদি আপনি কষ্ট পেয়ে থাকেন। আমি রাজনীতি করিনি। এমনটা ভেবে থাকলে ভুল হবে। আমার কথার এস্প্লানেশন করলাম নীচে।
আপনার পুরো কমেন্ট পরেই আমি কমেন্ট করেছি। সবটুকুই ভালো লেগেছে, কিন্তু শেষে আপনার এই লাইন গুলোই দৃষ্টি কটু লেগেছে,
"কিন্তু ভারতকে আনার ভয় দেখাবেন্ননা ।ঐসব আমরা ভয় পাইনা। এই দেশ মুসলিমদের যেমন, তেমন হিন্দু বৌদ্ধ সহ সকলের। ভাল না লাগলে ফুটতে পারেন। "
কথায় কথায় যারা আমেরিকা, ব্রিটেনদের বাপ দাদা মেনে তাদের ডেকে নালিশ করা যেনো একটা কালচার তৈরী হয়ে গেছে। এটা অবশ্যই শঙ্কার বিষয়। দাস মানষিকতা যে আজো কাটেনি তার ই প্রমান।
আপনি ভয় পাবেন কেনো ? কথা গুলো তো বলেছে যারা এই নৃশংষ কাজ গুলো করেছে।
আর "
এই দেশ মুসলিমদের যেমন, তেমন হিন্দু বৌদ্ধ সহ সকলের।
ভাল না লাগলে ফুটতে পারেন। " এই কথা দুইটি সাংঘর্ষিক , ভেবে দেখুন।
২৩|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
নির্জন সৈকত বলেছেন: @ বাকাট্টা.… আমিও তাই আশা করি। তবে খুব দ্রুতই দরকার
২৪|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
তথই বলেছেন: নৌকা মার্কায় ভোট দেন এবং পাগলা লীগরে সুযোগ দেন এসব করতে আর ভারত মাতার কাছে সাহায্য চান
২৫|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
বাকাট্টা বলেছেন: ফাহীম দেওয়ান বলেছেন: @ বাকাট্টা - দুঃখিত যদি আপনি কষ্ট পেয়ে থাকেন। আমি রাজনীতি করিনি। এমনটা ভেবে থাকলে ভুল হবে। আমার কথার এস্প্লানেশন করলাম নীচে।
আপনার পুরো কমেন্ট পরেই আমি কমেন্ট করেছি। সবটুকুই ভালো লেগেছে, কিন্তু শেষে আপনার এই লাইন গুলোই দৃষ্টি কটু লেগেছে,
"কিন্তু ভারতকে আনার ভয় দেখাবেন্ননা ।ঐসব আমরা ভয় পাইনা। এই দেশ মুসলিমদের যেমন, তেমন হিন্দু বৌদ্ধ সহ সকলের। ভাল না লাগলে ফুটতে পারেন। "
কথায় কথায় যারা আমেরিকা, ব্রিটেনদের বাপ দাদা মেনে তাদের ডেকে নালিশ করা যেনো একটা কালচার তৈরী হয়ে গেছে। এটা অবশ্যই শঙ্কার বিষয়। দাস মানষিকতা যে আজো কাটেনি তার ই প্রমান।
আপনি ভয় পাবেন কেনো ? কথা গুলো তো বলেছে যারা এই নৃশংষ কাজ গুলো করেছে।
আর "
এই দেশ মুসলিমদের যেমন, তেমন হিন্দু বৌদ্ধ সহ সকলের।
ভাল না লাগলে ফুটতে পারেন। " এই কথা দুইটি সাংঘর্ষিক , ভেবে দেখুন।
এই দেশকে ভাল লাগেনী মাহ্মুদল আলীর মত নেতার, করেছিল ফাকিস্থানের দালালী, তার কবর ও বাংলাদেশ হয় নি। এরকম আরও বহু দালালের ঠিকানা বাংলাদেশ নয় ফাকিস্থান হয়েছে। যদিও অনেক ফাক্তহানি দালাল বাংলাদেশের অপরাজনীতির সু্যোগ নিয়ে এখনও দেশে আছে। কিন্তু তারা গণ ধিকৃত হয়েছে। ইনশাহাল্লাহ আরও হবে।
তেমনি আমি বলেছি অতি ইন্ডিয়া প্রেম থাকলে চলে যেতে। এটা আমার আবেগ। আমার দেশ সবার আগে।
ইঙ্গো-মার্কিনদের কেউ মা-বাপ মনে করেনা। সরকার যেমন তাদেরকে পরিস্থিতি অবহিত করে, তেমনি বিরুধীদল অ করে। গ্লোবালী এটাকে দেখতে হবে। কিন্তু কেউ ফাকিস্থানি প্রেমে অন্ধ আর কেউ ইন্ডীয়ান প্রেমে অন্ধ থাকবে এটা চাইনা।
২৬|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
ফাহীম দেওয়ান বলেছেন: @ নির্জন সৈকত - আমি কনফিউসড ছিলাম অই একটা কথার জন্য, "ভারতকে অভিযোগ করবেন" । এটা কোন সুস্থ দেশ প্রেমিকের কথা হতে পারে না। আপনি নির্যাতনের স্বীকার হতে পারেন, কিন্তু আপনি দেশ ছাড়বেন কেন? একটা স্বাধীন দেশে আপনি আর এক দেশ কে ডাকবেন কেন ? মাটি কামড়ে নিজের অধিকার আদায় করুন। আমার তো আছি সাথে।
২৭|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
ফাহীম দেওয়ান বলেছেন: @ বাকাট্টা - ২৫ নং কমেন্টে একমত হলাম।
কিন্তু আমি সেই দিনের আশায় আছি যেদিন আমাদের কোন ইন্দ -মার্কিনিদের কাছেও অবহিত করতে হবেনা।
২৮|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
নির্জন সৈকত বলেছেন: @ ফাহীম দেওয়ান, কি বলেন ভাই? ভারতকে অভিযোগ কেন করতে যাবো? ভারতের খাই না পড়ি? বলেছি ভারতের কাছ থেকে সাহায্য চাইবো। কারন নিজ দেশের সরকার তো চুপ। এছাড়া আর কি করার আছে?
২৯|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
নির্জন সৈকত বলেছেন: @ তথই… তাহলে কাকে ভোট দিব বলেন! নৌকায় ভোট দিলে এই অবস্থা হয়, ধানের শীষে ভোট দিলে মন্দির মুর্তি ভেঙে ফেলবে। বাংলাদেশ দুর্নীতিতে ১ম হবে। তাইলে কোন মার্কায় ভোট দিবো?
৩০|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
সাব্বির ০০৭ বলেছেন: দেখুন, কি করবেন আমি বলে দিচ্ছি। লাঠি, কাস্তে, বন্দুক, যা পান হাতের কাছে, নিয়ে রুখে দাড়ান। যেগুলো আসবে, সব কয়টারে ইচ্ছা মত ঠেঙান, কোনো সমস্যা নাই, দরকার হলে আশেপাশের মুসলিমরাও আপনাদের সাথে যোগ দেবে, নাহলে বলুন, আমরা দূর-দূরান্ত থেকে এসে আপনাদের বাড়ি ঘর মন্দির পাহারা দেব। দয়া করে ভারত নামের আরেক কুত্তারে ডেকে নিজের ইজ্জতের ফালুদা বানাবেন না! ভারত জীবনেও আপনাদের ভালর জন্য কিছু করে নাই, করতে আসবে না। আসবে নিজেদের অনেক বছর যাবৎ চেপে রাখা সুপ্ত বাসনা পূরণ করতে। সুতরাং, সাধু সাবধান!
৩১|
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪
নির্জন সৈকত বলেছেন: @ সাব্বির্০০৭… ধন্যবাদ। ভালো লাগলো। আসলে এদের বিরুদ্ধে সবারই একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নইলে সম্ভব নয়।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
ইব্রাহিম মন্ডল বলেছেন: এতো নির্জনে থেকে কীভাবে এদের সনাক্ত করবেন যারা বিভিন্ন ধর্মালবম্বীদের উপর আক্রামন চালাচ্ছে? নিজেকে সচেতন করুন আর রাজনৈতিক বলির পাঠা না হতে সচেষ্ট হোন।