নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা আকাশ, ঝড়ো বাতাস বইছে। লৌহযবনিকার ভেতর কিসের যেন ভয়ভয় রহস্য, চাপা উত্তেজনা। সবাই নেমে আসছে, সবার পিছে আসছে অস্থির প্রকৃতির দুর্দান্ত সাহসী এক যুবক। চেহারা বা পোশাকে-আশাকে তেমন কোন পরিচয় নেই, যেন অতি সাধারণ এক যুবক।

নির্জন সৈকত

গল্প লিখতে খুব ভালো লাগে আমার।

নির্জন সৈকত › বিস্তারিত পোস্টঃ

ধন্য আমাদের সুবিচার, ধন্য আমাদের অসাম্প্রদায়িকতা, ধন্য আমরা সংখ্যালঘুরাও।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

কিছু কথা বলি।



জানি। আমি হিন্দু হওয়ায় সরকার এবং বিটিআরসির চোখে সবার প্রথমে চোখে পড়বে। কারণ এখন যত হিন্দু ব্লগার আছে সব নাস্তিক। নাস্তিক পোষ্টে লাইক করলেই নাস্তিক। এখন নাস্তিক হওয়াটা বাংলালিংক দামে।



ইসলাম ধর্মের নামে কোন কটু কথা বললে সে নাস্তিক। কিন্তু যদি হিন্দুধর্ম বা অন্যান্য ধর্ম নিয়ে কটু কথা বললেই সে খুব ভালো। প্রথম স্তরের আস্তিক। মহানবীকে নিয়ে কোন কটু কথা বললে নাস্তিক, কিন্তু হিন্দুদের কৃষ্ণকে 'লুইচ্যা কৃষ্ণ' বললে সে আগাগোড়া মুসলিম। বাহ! সরকারের এই পদক্ষেপের প্রশংসা না করে পারছিনা।



আরে আপনারা যদি এতোই অসাম্প্রদায়িক হয়ে থাকেন, তাইলে কিছু উঁচুস্তরের আস্তিক যে আমাদের ধর্মকে গালি দেয়, কৃষ্ণকে লুইচ্যা কৃষ্ণ বলে, ওগুলা আপনাদের চোখে পড়ে না? তাদের নাস্তিক হিসেবে আটক করতে পারেন না? মানলাম আমরা সংখ্যালঘু। কিন্তু সংখ্যালঘুদের ধর্ম নিয়ে কটু কথা বলা হবে, আর এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না, এটা কোন দেশের অসাম্প্রদায়িকতা হিসেবে লেখা আছে?



সরকার, বিটিআরসি আর অন্যান্য ব্লগারদের সুবিধার জন্য কিছু লিঙ্ক দিলাম। ফেবু একাউন্ট থাকলে চাইলে পড়ে আসতে পারেন।



১/ যেখানে আমাদের মহাভারত নিয়ে এবং আমাদের কৃষ্ণকে 'লুইচ্চ্যা কৃষ্ণ' (কমেন্টে পাবেন) ডাকা হয়েছেঃ



Click This Link



২/ যেখানে আমাদের 'ভগবান' শব্দের অশ্লীল বিশ্লেষণ করা হয়েছেঃ



Click This Link



৩/ যেখানে কৃষ্ণকে নিয়ে উল্টা পাল্টা কথা বলা হয়েছে। এবং ব্যাঙ্গ করা হয়েছেঃ



Click This Link



সরকার এবং বিটিআরসির লোককে এগুলা পড়ে দেখার অনুরোধ রইলো।



জানি এর জন্য শাস্তি পেতে হবে আমাকে। কিন্তু তবুও ইসলাম ধর্ম নিয়ে খারাপ কিছু বলিনি। ভয়ে না, শ্রদ্ধায়। বুঝতে পারছি, কতিপয় কিছু মানুষ দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাই আমরা চুপ করে আছি। কিন্তু এভাবে আর কয়্দিন? এদের বিরুদ্ধে কি কোনধরনের ব্যবস্থা নেয়া হবে না? কি দোষে হবে না?



আমাদের এই দেশে হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অবিচার চালিয়ে যাবে, ধর্মকে গালি দিয়ে যাবে নিজের মত। কিন্তু ভুলেও প্রতিবাদ করিও না, তখন তুমিই হবে প্রথম স্তরের নাস্তিক। ধন্য আমাদের সুবিচার, ধন্য আমাদের অসাম্প্রদায়িকতা, ধন্য আমরা সংখ্যালঘুরাও। :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

মিলন মো রাকিব বলেছেন: সবার ফাসি ডিটে হোবে

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

মুদ্রা সংগ্রাহক বলেছেন: ভাই এই ধরণের কিছু লোকই সারাক্ষণ আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রাখছে.....তবে ভয় পাবেন না... আমরা আপনার সাথে আছি....যে কোন ধর্মকেই ব্যঙ্গ করে কথা বলা সে ধর্মের লোকের জন্য আপত্তিকর।

তবে আপনি একটা জিনিষ খেয়াল করবেন আনফর্চুনেটলী স্বঘোষিত নাস্তিকদের ৯৮% পোস্টই ইসলাম কে ব্যাঙ্গ করে লেখা...

নাস্তিকতা যার যার নিজের ব্যপার, সেটা জাহির করে বেড়ানোর কারণ কি? আর নাস্তিকতার নামে কোন ধর্মকে ব্যাঙ্গ করারই বা কারণ কি?

আপনার পোস্টে প্লাস। আশা করি যে কোন ধর্মকে যখন ব্যাঙ্গ করা হবে তখন আপনাকে প্রতিবাদমূখর পাব।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

নির্জন সৈকত বলেছেন: তা ঠিক। কিন্তু মনে হয় ফাঁসী হবে না।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

নির্জন সৈকত বলেছেন: @ মুদ্রা সংগ্রাহক.… যেকোন ধর্মকে ব্যাঙ্গ করার প্রতিবাদে ছিলাম, আছি এবং সবসময় থাকবো। :)

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

দেখি তাই বলি বলেছেন: ওনার লেখা পড়লাম। বীরেন্দ্র দাদা আর নিতাই ভট্টাচার্য দাদা কিংবা অভিজিৎ দাদাদের চুলকানি দেখছিলাম এতকাল।

বীরেন্দ্র দাদা তো নাস্তিক নাম নিয়া ইসলাম বিরোধী পোষ্টে নাচতে নাচতে আসেন। হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু দেখলেই ফাল দিয়া পড়েন। তা উনি তো লিখছেন বারবার তার হিন্দু বন্ধুদের ইসলাম বিদ্বেষী পোষ্ট দেখেই নাকি তিনি লিখতে বসেছেন। চেক করে দেখা দরকার- কারা ওনারে উস্কাইল। আর উনি যা লিখেছেন তা ওনার মনগড়া কিছু না সত্যিই হিন্দু ধর্মে এগুলো আছে।

মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত কিছু লিখলে অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

ভ্রমন কারী বলেছেন: মুদ্রা সংগ্রাহক বলেছেন: ভাই এই ধরণের কিছু লোকই সারাক্ষণ আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রাখছে.....তবে ভয় পাবেন না... আমরা আপনার সাথে আছি....যে কোন ধর্মকেই ব্যঙ্গ করে কথা বলা সে ধর্মের লোকের জন্য আপত্তিকর।

তবে আপনি একটা জিনিষ খেয়াল করবেন আনফর্চুনেটলী স্বঘোষিত নাস্তিকদের ৯৮% পোস্টই ইসলাম কে ব্যাঙ্গ করে লেখা...

নাস্তিকতা যার যার নিজের ব্যপার, সেটা জাহির করে বেড়ানোর কারণ কি? আর নাস্তিকতার নামে কোন ধর্মকে ব্যাঙ্গ করারই বা কারণ কি? সহমত

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

নির্জন সৈকত বলেছেন: @ দেখি তাই বলি… জানিনা আপনি কোনটা পড়লেন। খুব সম্ভবত ১ নম্বরটা। উনি যা লেখেছেন তার সাথে আমি হিন্দুধর্মাবলম্বী হিসেবে একমত হতে পারছিনা। উনি যা লিখেছেন তার অনেকটাই তিনি জানেন না এবং ভুল। এবং সাথে তিনি ব্যাঙ্গও করেছেন…

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০

নাজ_সাদাত বলেছেন: কোনো ধর্মের বিপক্ষে অন্য ধর্মের মানুষজন যখন ধর্ম নিয়ে ক্যাচাল পাড়ে তখন সেটা সম্প্রীতি নষ্ট করার জন্য করে। এটা নিয়ে কঠোর আইন দরকার। ফাঁসী দরকার। আবার আসিফ গংরা অর্থে বিক্রি হয়ে এই নোংরামো করে ওদের ও ফাঁসি দরকার।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

নরাধম বলেছেন:
ওদের জন্য ঘৃনা। যে কোন ধর্মের লোকদেরই অনুভূতিতে আঘাত করা সাম্প্রদায়িকতার শামিল।

তবে দুজনই লিখেছে তারা নাকি কোন পেজের সাম্প্রদায়িকতার জবাবে এসব লিখেছে, সাম্প্রদায়িকতা আরো সাম্প্রদায়িকতা ছড়ায়, দুঃখজনক হলেও সত্যি। কিন্তু তবুও এদের কাজ ঘৃণ্য এবং যে পেজে সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য এরা উস্কানি পেল সে পেজের লোকজনই ঘৃণ্য, ঘৃণাবাদী।

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

শয়ন কুমার বলেছেন: [email protected]

এই ঠিকানায় এই মেইল করে এদের কুকৃর্তির লিংকগুলো পাঠিয়ে দেন ।আশাকরি সরকার বিবেচনা করবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.