নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা আকাশ, ঝড়ো বাতাস বইছে। লৌহযবনিকার ভেতর কিসের যেন ভয়ভয় রহস্য, চাপা উত্তেজনা। সবাই নেমে আসছে, সবার পিছে আসছে অস্থির প্রকৃতির দুর্দান্ত সাহসী এক যুবক। চেহারা বা পোশাকে-আশাকে তেমন কোন পরিচয় নেই, যেন অতি সাধারণ এক যুবক।

নির্জন সৈকত

গল্প লিখতে খুব ভালো লাগে আমার।

নির্জন সৈকত › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের ধর্ম পালন

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

কাল রাতে বায়োলজি পড়ছিলাম। হঠাৎ মোবাইলে রবি সার্কেল থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা চেক করলাম। শাউটটি দিয়েছিল বিএনপি সমর্থনকারী আমার এক কতিপয় ছাগু বন্ধু। ওর শাউটটি ছিল এইরকম, "যারা যারা কালকে সুন্নী সমাবেশে গিয়েছে, তারা ইসলামের জন্য যুদ্ধ করতে জানেনা। তারা মুসলমান নয়।"



আমি বললামঃ তোদের ইসলাম ধর্মে কি যুদ্ধ করতে বলা হয়েছে?



সেঃ ইয়াপ। যুদ্ধ করা আমাদের জন্য জায়েজ।



আমিঃ তোদের কোরানে কি লেখা আছে?



সেঃ আগেরকালে নবীরা যুদ্ধ করেছেন। তাই আমারাও এখন যুদ্ধ করছি।



আমিঃ ভালো। তোদের কোরাণ কি অনেকগুলা নবী মিলে লিখসে?



সেঃ অবশ্যই একজন। মহানবী(সাঃ)।



আমিঃ মহানবী কি কোরানে যুদ্ধ করতে লিখে গেছেন? তিনি কি যুদ্ধ করতেন?



সেঃ জানিনা। আগেরকালের মানুষেরা করতো। আমি আর এই নিয়ে কথা বলতে চাইনা। গুনাহ হয়।



আমিঃ আগেরকালের কথা বাদ দে। তোদের কোরানে লেখা আছে কিনা বল।



সেঃ আমি জানিনা।



আমিঃ তার মানে, তুই এখনো কোনদিন কোরান পড়িস নাই। ভালো। তো তোরা এখন যুদ্ধ কেন করছিস?



সেঃ ইসলামকে রক্ষার জন্য, নবীকে অপমান করার প্রতিবাদে।



আমিঃ কোরানে কি ইসলাম রক্ষার দায়িত্ব তোদেরকে দেয়া হইসে?



সেঃ জানিনা ভাই। না জেনে কিছু বলতে পারবো না। তবে মসজিদে গিয়ে ওখান থেকে এগুলাই শুনসি।



আমিঃ আমি চ্যালেন্জ ধরে বলতে পারি, কোরানে লেখা আছে, ইসলাম ধর্ম একমাত্র আল্লাহই রক্ষা করবেন। তোদেরকে ধর্ম রক্ষার দায়িত্ব দেয়া হয়্নি।



সেঃ ভাই না জেনে চ্যালেন্জ করিস না। তোর গুনাহ হবে।



আমিঃ আমি জানি। আর আমার গুনাহ হলে হোক, তুই আমার সাথে চ্যালেন্জে আয়। আসলে তুই যেটা করছিস, ওটা ধর্ম রক্ষা নয়। দল পালন করছিস। তুই এখনো কোনদিন কোরান পড়স নাই, তুই কেমনে ইসলাম রক্ষা করবি? তুই যে না জেনে এগুলা বলস তোর গুনাহ হবে না?



সেঃ যে দল ধর্মের পথে থাকে আমি সেই দলেই থাকি।



আমিঃ সেই দলে থাকা তোর মানায়্না। কারণ তুই ধর্ম নিয়ে কিছুই জানস না। একটা কথা বলি, কাল পরীক্ষা দিয়ে এসে, কোরানটা একবার পড়ে দেখিস। তোর সব ডাউট ক্লিয়ার হবে। তুই বুঝবি, কোনটা ভালো, কোনটা খারাপ।



সেঃ তোদের ধর্ম নিয়ে কিছু কথা জিঞ্জ্যেস করি।



এরপর আমার ধর্ম নিয়ে বহুতক্ষণ কথা হলো। তারে বুঝাইলাম। তো এখন আপনারাই দেখেন বিম্পি-হেফাজতিদের ধর্ম পালন। ওর মত অনেকেই আছে, যারা আজ পর্যন্ত কোরান পড়ে দেখেনি। কিন্তু শহীদ, গাজী হতে প্রস্তুত। এরাই কি ধর্ম ধ্বংস করবে? না রক্ষা করবে?



হেফাজতীদের কিছু কথা বলি, ধর্ম রক্ষা করতে দল লাগেনা। নিজে ধর্ম পালন করুন। আপনার দেখাদেখি আরো ১০জন করবে। তাদের দেখাদেখি আরো। ধর্ম রক্ষা হবে। আর পান্জাবী টুপি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ধর্ম পালন হয় না। ধর্মের কথা, নিয়ম জানতে হয়। ওগুলা মানতে হয়। তাইলেই ধর্ম পালন বা রক্ষা হয়। জীবনে কোনদিন নৌকার ধারে কাছে যান নাই। কিন্তু যদি ' আমি মাঝি', ' আমি মাঝি' বলে লাফাইতে থাকেন, তাইলে এইটা কিছু হইলো? আল্লাহকে জানেন, আল্লাহর পরিচয় বুঝেন। আমার এই বন্ধুর মত নবীজীকে আল্লাহর বন্ধু ভেবে ধর্ম পালন করবেন না। নবীজী কখনো আল্লাহর বন্ধু ছিলেন না, হতে পারেন না। তিনি আল্লাহর প্রেরিত একজন শ্রেষ্ট রাসূল। যে নবীর অপমানের জন্য আজ শহীদ, গাজী হতে যাচ্ছেন, সেই নবীজীর নিয়মগুলো কোনদিন মেনে দেখেছেন? যদি মানতেন আশা করি আজ আপনারা এই ভুল পথে, এই ধর্মগ্রাসী, এই ধর্মব্যাবসায়ীদের পাতানো ফাঁদে পা দিতেন না। এখনো সময় আছে, নিজেকে বদলান। আল্লাহর পথে চলুন। ধর্ম পালন করুন যথাযথভাবে। দেখবেন ধর্ম রক্ষা হবে। ধর্ম পালনে দলের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় নিজের অভ্যন্তরের ভালো সত্ত্বাটির।



জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

আমি ও মানুষ বলেছেন: তফসীরকারক ভাই বলবেন এই তফসীর কোথাই পাইলেন ।
আমি আপনার BNP ভাই না শিবির ভাই ও না
আপনি বললেন ইসলামের কোনো দল নাই বা থাকবে না (বর্তমান সকল রাজনীতি দলমুক্ত) । আমি দলীলের রেফারেন্স দিয়ে গেলাম মিলিয়ে দেখবেন । অমত হলে জানাবেন ।
সুরা আল ইমরান ১০৪- ১০৫
বিঃদ্রঃ রম্য গল্প ব্যবহার বন্ধ করবেন

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

পুংটা বলেছেন: ভাই, হেফাজতের গু খাওয়ার সময় হয়ে গেছে। B-))

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: তুমি পাপীর দলে নাম লেখালে আমার চোখের জলে
তখন জোনাক এসে মিশল তোমার কাঁচপোকাদের দলে;
বুঝি, তুমিই তখন শিকার, আবার তুমিই তখন...

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

নির্জন সৈকত বলেছেন: এটা রম্যগল্প নয়। আর আমি অন্যধর্মের মানুষ। ইসলামের যতটুকু জানি তা নিয়েই আমার বন্ধুর কথার সমালোচনা করলাম। আর আমি জানতাম ধর্ম নিজের মনের অভ্যন্তরীন ব্যাপার। দলীয়স্বার্থ দিয়ে কখনো ধর্ম পালন হয় না।

আমার জানার মধ্যে ভুল থাকলে ক্ষমা করবেন।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

আমি ও মানুষ বলেছেন: জ্বী দুঃখিত আপনি ভিন্ন ধর্মের বলে । ধর্ম ব্যবসা মোটেই গ্রহনযোগ্য নয় । মানুষ ক্ষমতার লোভে কত কি করে আর শিবিরের জন্য ধর্ম নিছক দুধ ভাত ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

মামদোভুত বলেছেন: পুংটা বলেছেন: ভাই, হেফাজতের গু খাওয়ার সময় হয়ে গেছে।

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

অবুঝ পাঠক বলেছেন: chagu ar vaday valoi bondhutto.

৮| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

পিয়ার আহসান বলেছেন: apnar golpota baje hoyechhe. Qur'an kono nobi lekhen ni, Mohanobi (sm) er lekhar to proshnoi uthe na!
Baniye baniye r koto likhben?

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

নির্জন সৈকত বলেছেন: @ পিয়াল আহসান.… এটা গল্প ছিল না। আর আমি জানি কোন নবী কোরান লিখেননি। আমাকে কথাটা বলেছে আমার সেই মুসলিম বন্ধুটি, সেটার জন্যই তো দিলাম। সে ইসলামের জন্য জিহাদ করতে যায়। কিন্তু এখনো সে জানেনা কোরান আদৌ কেউ লিখসে কিনা।

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

দিশার বলেছেন: @লেখক। ভাই ভুল দেশে ভুল সময়ে জন্মায়সেন। আপনেরে ভাদা বলবে, স্রেফ আপনের ধর্মের কারণে

দুঃক্ষিত ভাই। ওদের হয়ে আমি আপনাকে সরি বলছি।

দেশ এর প্রতি আপনার মমতা, আর অন্য মতের প্রতি শ্রদ্ধা দেখে ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.