| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরে, ১৭ দিন বাঁচার মত ক্রেডিট তো এই রেশমারাই রাখে। কেন? চিন্তা করেই দেখুন!
এরা কারা? এরা হল তারাই, যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারেনা। নুন আনতে গিয়েই যাদের পান্তা ফুরায়। এরা হল তারাই, যারা একমুঠো ভাতের জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে। আরে এরা হল তারাই, যারা গার্মেন্টসের বড় বড় অফিসারদের লাথি গুতা খেয়েও দুমুঠো ভাতের জন্য সব সহ্য করে। এরা হল তারাই, যারা দেশের অর্থনীতিকে সচল রাখে, কিন্তু সেই অর্থের কিছু বেশী অর্থ যারা ভোগ করতে পারেনা। দিনের পর দিন না খেয়ে থাকে। এক বেলা খেলে অপর বেলা খাওয়ার মত কিছু না পেয়ে উপোস থাকে। বাবা মায়ের ওষুধ যোগার করতে গিয়ে দুপুর বেলা লাঞ্চ খেতে পারে না, এরাই সেই রেশমারা। ১০-১৫ দিন কিছু শুকনো খাবার আর পানি এবং ২-৩ দিন কিছু না খেয়ে থাকার মত ক্রেডিট শুধু ওদেরই আছে। আমাদের মত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত নয় তারা, আমরা যারা একবেলা উপোস থাকতে পারিনা। ওরাই জানে এই ১৭ দিন কিভাবে না খেয়ে থাকা যায়। ওরাই জানে এর কষ্টগুলো সহ্য করতে।
সল্যুট জানাই তাদের সেই কষ্টকে, সালাম জানাই তাদের। সালাম জানাই সেইসব শ্রমজীবী মানুষদের। তোমাদের কাছ থেকে আমাদের যে এখনো অনেক শেখার বাকি আছে।
আমি আজ সত্যিই অনেক আনন্দিত। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। অনেকটুকু ধন্যবাদ।
©somewhere in net ltd.