নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা আকাশ, ঝড়ো বাতাস বইছে। লৌহযবনিকার ভেতর কিসের যেন ভয়ভয় রহস্য, চাপা উত্তেজনা। সবাই নেমে আসছে, সবার পিছে আসছে অস্থির প্রকৃতির দুর্দান্ত সাহসী এক যুবক। চেহারা বা পোশাকে-আশাকে তেমন কোন পরিচয় নেই, যেন অতি সাধারণ এক যুবক।

নির্জন সৈকত

গল্প লিখতে খুব ভালো লাগে আমার।

নির্জন সৈকত › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা এবং ছোট্ট একটা লেখা

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯

আজ বাবা দিবস। তাই বাবাকে নিয়ে ছোট্ট লেখা-



বাবাকে আমি ভালবাসি। কিন্তু মায়ের চাইতে একটু কম। কারণ ছেলেরা তো মাকে সবসময়ই বেশি ভালবাসে। বাবাকে আমি ভালবাসি। কিন্তু কোনদিন বলতে পারিনি। প্রকাশও করতে পারিনি কোনদিন। একদম মনের গভীরে জমে আছে। জানিনা কোনদিন বলতেও পারবো কিনা।



বাবাকে আমি ভালবাসি। কারণ বাবা আমাকে ছোটবেলায় কোলে নিয়ে গান করতে করতে হেঁটে হেঁটে ঘুম পাড়াতো। মা যখন ছোটবেলায় বকা দিত অথবা মারতো বাবাকে বিচার দিতাম মাকে বকা দেয়ার জন্য। কোনদিন অপ্রিয় কিছু রান্না করলে বাবার নির্দেশে খাবার সময় একটা ডিমও পেয়ে যেতাম।



আমি বাবাকে ভালবাসি। কারণ বাবা আমার বন্ধু। অনেকেই তার বাবার সাথে কথা বলতে ভয় পায়। কিন্তু আমার বাবা আমার বন্ধুর মত। আমি সবকিছুই বাবার সাথে শেয়ার করি। কোন জায়্গায় একা যেতে হলে বাবাই হয় আমার সঙ্গী।



আমি বাবাকে ভালবাসি। তাই বাবার সাথে ঝগড়া করি। কিন্তু ঝগরা করার পরে খুব কষ্ট লাগে। কিন্তু গিয়ে সরি বলতে পারি না। বাবার মারও কম খাইনি। কিন্তু মার খাওয়ার ঠিক কিছুক্ষণ পরেই আমার জন্য সব প্রিয় খাবার হাজির হয়ে যেত।



বাবার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমি পারিনি তা পুরণ করতে। সেজন্য বাবার কাছে আমি ক্ষমা চাই।



বিশ্বের সকল বাবাকে শ্রদ্ধা। <3<3

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.