![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুলের বই রেখে সংবাদপত্র পড়তাম বলে বাবা দৈনিক ইত্তেফাকটা লুকিয়ে রাখত। বাড়িতে টিভি ছিলনা বলে মসজিদে এশার নামাজ পড়ার সময় রাস্তার মোড়ে দাড়িয়ে BTV'র সংবাদ দেখতাম। কত যে আগ্রহ ছিল খবরের প্রতি তা বলে বুঝতে পারব না। কিন্তু এখন অনাগ্রহ সত্বেও যখন সংবাদ শুনি (প্রিন্ট বা ডিজিটাল) তখন মনে মনে ভাবি নিশ্চয়ই কিয়ামত আসিবার পূর্বের একটি বড় লখখন ছিল "সমস্ত সংবাদ মাধ্যম গুলি নিজেদের সুবিধা মত মিথ্যাচার করিয়া মানুষকে ধোকা দিবে". হয়ত আমরা এই লখখনটার কথা জানি না। অধিকাংশ সংবাদ মাধ্যমের সাথে জড়িত গুষ্ঠি এই পেশাটার মানকে এমন জায়গায় নামিয়ে এনেছে যে ইহাকে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পেশার সাথেও তুলনা করলে সেটা কম হয়ে যাবে।তারপরেও পেটের ক্ষুধার দায়ে অথবা নির্লজ্জ লোভের মোহে পরে এইসমস্ত সংবাদ মাধ্যমে কর্মরত বিবেকহীন সংবাদ কর্মীদের উপর বর্তমান সরকার আমলে সরকারের বিভিন্ন কলঙ্কিত চেলাবাহিনী যথেষ্ট নির্যাতন করেছে। অন্যদিকে সাগর-রুনির হত্যাকান্ডের কোনো কুল-কিনারা করতে না পারাটা সরকারের ভাবমূর্তি অনেক ক্ষুন্ন করেছে (যদিও ভাবমূর্তি নামক বস্তুটা আওয়ামিলীগ সরকারের কখনই দরকার হয় না). যাই হোক, গোলাম মাওলা রনি আওয়ামিলীগ সরকারের অতি দুঃসময়ের কান্ডারী হিসাবে আবির্ভূত হয়েছেন। কোনভাবে গোলাম মাওলা রনির জামিন বাতিল করে জেলে পাঠাতে পারলে এটা প্রমানিত হইবে যে বর্তমান সরকার সংবাদ মাধ্যমের প্রতি খুব শ্রদ্ধাশীল। এটা নির্বোধ সংবাদ কর্মীদের জন্য অনেকটা মলমের মত কাজ করিবে।এই মলমের কল্যাণে উনারা তাহাদের গত সাড়ে চার বছরের সমস্ত বেদনা ভুলিয়া যাইবেন (এমনকি সাগর-রুনির হত্যাকান্ডের বেদনাও). তদুপরি এই মলমের কল্যাণে উনারা আওয়ামী বাহিনী দ্বারা যেকোনো অপরাধ (এমনকি গণহত্যাকেও) না দেখার ভান করিয়া নাকে তেল দিয়া ঘুমাইতে পারবে। এই মহান মলম আবিষ্কারের পিছনে বড় অবদান হইল গোলাম মাওলা রনির। আসুন আমরা সবাই মিলে গোলাম মাওলা রনিকে ধন্যবাদ দেই আর দরবেশ বাবার ধির্ঘায়ু কামনা করি।
©somewhere in net ltd.