নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোয়াও প্রাণে.......

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

মুছাব্বির

মুছাব্বির › বিস্তারিত পোস্টঃ

Global Warming(গ্লোবাল ওয়ার্মিং)-আপনি কতটুকু জানেন??

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩

‘গ্লোবাল ওয়ার্মিং’ সারা বিশ্বজুড়ে বর্তমানসময়ের অন্যতম আলোচিত শব্দ। পরিবেশের বিরুপ পরিবর্তন, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ওজণস্তরের ক্ষয় ইত্যাদি নিয়ে পরিবেশবাদীরা প্রতিনিয়ত কাজ করে জাচ্ছেন। আমাদের প্রিয় বাংলাদেশও কিন্তু অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবেশ নিয়ে আপনি কতটুকু সচেতন? কতটুকু জানেন আপনি এই বিরুপ পরিবর্তন নিয়ে?



এখানে আপনার জন্য ১০টি প্রশ্ন দেয়া হল। মিলিয়ে দেখুন আপনার গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে জ্ঞান কতটুকু। সবচেয়ে বেশি প্রশ্নের যিনি সঠিক উত্তর দেবেন তার জন্য থাকছে ১০টাকার মোবাইল ব্যালান্স রিচার্জ।



১. কোন দেশ সবচেয়ে বেশি গ্রীণহাউজ গ্যাস নিঃসারণ করে?

ক) ইন্ডিয়া খ)চীন গ) ব্রীটেন ঘ) ইউএসএ



২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) হিসাব অনুসারে প্রকৃতির বিরূপ পরিবর্তনের ফলে প্রতি বছর কতসংখ্যক লোক মারা যায়?

ক) ১৫০ খ) ১৫০০০ গ) ১৫০০০০ ঘ) ১মিলিয়ন



৩. কার্বন ডাই অক্সাইড গ্যাস ডিসপার্স(disperse) হতে কত সময় লাগে?

ক) ১বছর খ) ১০বছর গ) ১০০বছর বা তার বেশি



৪. বিজ্ঞানীদের মতানুসারে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোন প্রাণী বিলুপ্ত হবার সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে?

ক) ব্যাঙ খ) পোলার বিয়ার গ) ডলফিন ঘ) তিমি



৫. ‘গ্লোবাল ওয়ার্মিং’ এর কারণ শুধুমাত্র প্রাকৃতিক-

ক) সত্য খ) মিথ্যা



৬. সৌরজগতের কোন গ্রহের একটি বিষাক্ত বায়ুমন্ডলকে ‘প্রোডাক্ট অফ এ রানওয়ে গ্রীনহাউস ইফেক্ট’(product of a runway greenhouse effect) হিসাবে আখ্যা দেয়া হয়েছে?

ক)পৃথীবি(Earth) খ) বৃহস্পতি(Jupitar) গ) মঙ্গল (Mars) ঘ) শুক্র(venus)



৭. সাধারন ইঞ্জিন গাড়ির থেকে হাইব্রিড গাড়ি বেশি পথ(mileage) অতিক্রম করতে সক্ষম-

ক) সবসময় খ) মাঝেমাঝে গ) কখনো নয়?



৮. দিনের কোন সময় বিমান চলাচল(air travel) করলে বায়ুমন্ডলের উপর কম বিরূপ প্রভাব পড়ে?

ক) দিনে খ) রাতে গ) কোন পার্থক্য নেই?



৯. ‘গ্লোবাল ওয়ার্মিং’ এর ফলে নিম্নের কোন শিল্পটির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে?

ক) ইন্সুরেন্স খ) বানিজ্যিক মৎস আহোরণ গ) ওয়াইন উৎপাদন ঘ) সবগুলো



১০. পৃথীবির বরফ হ্রাস পাওয়া এবং বরফ পৃষ্ঠ(ice cover) কমে যাওয়া ‘গ্লোবাল ওয়ার্মিং’ কে ত্বরান্বিত করছে?

ক) সত্য খ) মিথ্যা



উত্তর লেখার সময় শুধু সঠিক উত্তরে ক্রমিক সংখ্যা লিখলেই হবে।



সঠিক উত্তর এবং ব্যাখ্যা আগামীকাল প্রকাশিত হবে।



আপডেট-উত্তর



১. ইউ.এস.এ. বর্তমানে সবচেয়ে বেশি CO2গ্যাস নিঃসরণকারী দেশ(৩০%)। এবং সবচেয়ে বেশি প্রায় ২০% গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ করে। তবে মনে করা হচ্ছে চীন এই দশকের শেষে ইউ.এস.এ. কে ছাড়িয়ে যাবে।

২. বিশ্ব স্বাস্থ সংস্থা(WHO) এর হিসাব অনুসারে, গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে প্রতি বছর ১৫০,০০০ হাজার লোক সারা পৃথীবিতে মারা যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে খাদ্য উৎপাদন কমে যাওয়া এই মৃত্যুর অন্যতম কারণ।

৩. বায়ুমন্ডলে নিঃসারিত CO2এর প্রভাব শেষ হতে কয়েক দশক এমনকি ১০০ বছর পর্যন্ত লাগে।

৪. গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে পোলার বিয়ার বিলুপ্ত হয়ে যাবার ঝুঁকির মধ্যে রয়েছে। আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলতে শুরু করায় পোলার বিয়ার খাদ্য শিকারের জন্য কম সম্য পাচ্ছে, যেটা তাদের ফ্যাট রিসার্ভের পরিমান কমিয়ে দিচ্ছে, জন্মহার কমে যাচ্ছে এবং মা পোলার বিয়ারের দুধ উৎপাদন ক্ষমতা কমে গেছে।

৫. পরিবেশের বিরূপ পরিবর্তন এর জন্য আংশিক দায়ী প্রাকৃতিক কারণ, এবং আংশিক দায়ী মানব সৃষ্ট কারণ।বিজ্ঞানীদের মতে, গত কয়েক দশকের বৈশ্বয়িক উষ্ণতা বৃদ্ধির জন্য জন্য দায়ী অধিক মাত্রায় গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ।

৬. মহাকাশ গবেষণাকারী কার্ল স্যাগান(Carl Sagan) শুক্র বা venusগ্রহের

একটি বিষাক্ত বায়ুমন্ডলকে ‘প্রোডাক্ট অফ এ রানওয়ে গ্রীনহাউস ইফেক্ট’(product of a runway greenhouse effect) হিসাবে আখ্যা দেন।

৭. হাইব্রিড কার গঠিত হয় একটি অর্ন্তদাহ ইঞ্জিণ যা একটি ব্যাটারি সিস্টেম দ্বারা চালিত(Hybrid cars combine an internal combustion engine with a battery system) । অনেক গাড়িতে এটা জ্বালানী সাশ্রয় করে। কিন্তু কিছু হাইব্রিড ইঞ্জিন এই সঞ্চিতিকে বর্ধিত শক্তি হিসাবে অন্য কাজে ব্যাবহার করে। যেমনঃ গাড়ির এসি চালাতে শক্তি যোগায়। আপনি যদি হাইব্রিড ইঞ্জিনের গাড়ি কেনেন তবে এর জ্বালানী সাশ্রয়(fuel economy rating) হার জেনে নিন।

৮. বিমান চলাচল এর ফলে দুই ভাবে বায়ুমন্ডলে প্রভাব পড়ে। প্রথমত, প্রচুর গ্রীন হাউজ গ্যাস নিঃসারণ করে এবং অতিরিক্ত মেঘের(contrails) সৃষ্টি করে। এই contrails দিনের বেলায় আবহাওয়ার উপর খুব বেশি একটা প্রাভাব ফেলে না। কিন্তু রাতের আকাশে যখন সূর্য থাকে না তখন এই contrails উষ্ণতা বৃদ্ধির(warming agent) কাজ করে।

৯. গ্লোবাল ওয়ার্মিং এর ফলে-ইন্সুরেন্স কোম্পানিকে অনেক বেশি বেশি দুর্যোগ জনিত বীমা দাবি পরিশোধ করতে হবে। বানিজ্যিক মৎস আহোরণ এর ক্ষেত্রে মাছের স্বল্পতা দেখা দিবে। আংগুর এর ফলন কমে যাওয়ায় ওয়াইন উৎপাদন শিল্পও ক্ষতিগ্রস্ত হবে।

১০. বরফ আচ্ছাদিত পৃষ্ঠ বেশি সৌরশক্তি প্রতিফলিত করে বরফ বিহীন ভূ-পৃষ্ঠ থেকে, যেটা বৈশ্বয়িক উষ্ণতা কমায়। কিন্তু বরফ আচ্ছাদিত পৃষ্ঠ কমে যাওয়াতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কারণ, সাধারণ বরফ বিহীন ভূ-পৃষ্ঠ তাপ শোষণ করে বেশি।



এবারে দেখে নিন গতকালের প্রশ্নের সঠিক উত্তরের ক্রমতালিকা-

১.ঘ

২.গ

৩.গ

৪.খ

৫.খ

৬.ঘ

৭.খ

৮.ক

৯.ঘ

১০.ক





মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪১

আশাবাদী!! বলেছেন: সখ করে কে গর্দানটা আগায় দিবে বলুন?

আমি নিজে অনেকসময় পরিবেশ রক্ষার পক্ষে কথা বললেও উপরের সব প্রশ্নগুলোর উত্তর জানি না।

কালকে জবাবের জন্য অপেক্ষা করছি

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩২

মুছাব্বির বলেছেন: সব প্রশ্নের সঠিক উত্তর তো আমি চাইনি। বলেছি যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিবেন তাকে পুরুস্কার দেয়া হবে। ১জনও উত্তর দিল না। আমি হতাশ। কাল কে আর একবার রিপোস্ট দিব নাকি? আপনি কি বলেন?
আচ্ছা দেখি কাল দুপুর পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.