নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

to do something which is always good

আমরা সেরা

আমরা সেরা › বিস্তারিত পোস্টঃ

রোবটই যখন ঘরের আসবাব!

০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

'রুমবটস' নামের অভিনব এক রোবট বানাতে গবেষণা চালাচ্ছেন সুইস ফেডারেল ইন্সটিটিউট অফ
টেকনোলজির (ইপিএফএল) বিজ্ঞানীরা। ইপিএফএল রুমবটসের গঠন হবে 'অ্যাক্টিভ আর প্যাসিভ'
পার্ট নিয়ে, প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন আসবাবপত্রে রূপ নিতে নিতে পারবে রোবটগুলো।
সিএনএন জানিয়েছে, রুমবটের ডিজাইনে আছে দুটি বর্গাকৃতির মডিউল।
রোবটটিতে থাকবে আলাদা ব্যাটারি, মোটর এবং ওয়্যারলেস সংযোগ সুবিধা। এমন ১০ টি মডিউল মিলে বিভিন্ন রকমের আসবাবপত্রের গঠনে আত্মপ্রকাশ করতে পারবে এমনটাই আশা করছেন ইপিএফএলের বিজ্ঞানীরা। "আমার ল্যাবরেটরিতে মোটামুটি একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট চলছে।
যে কোনো আকার ধারণ করতে পারবে এমন রোবট বানানোর গবেষণা চলেছে।
রোবটগুলো নিজে থেকে নড়াচড়া করতে পারবে এবং প্রয়োজন মতো বিভিন্ন আসবাবপত্রের আকার
ধারণ করবে, আমাদের চিন্তাটা এমনই।"--বলেন ইপিএফএলের পরিচালক অকি ইজ্সপার্ট।
গবেষকদের প্রাথমিক লক্ষ এমন মোবাইল আসবাবপত্র তৈরি করা যা বৃদ্ধদের সহযোগিতা করতে পারবে। বৃদ্ধরা যখন ঘরের ভেতরে হঁটবেন তখননিজে থেকেই সরে যাবে আসবাবপত্রগুলো, প্রয়োজন মতো আলোতে বা আলো থেকে সরে আসবে এমনটাই চাইছেন বিজ্ঞানীরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.