![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনে হয়ত বা অবাক লাগছে আর লাগবেই না কেন বলুন , এত টাকা করে বসানো হচ্ছে বিদ্যুৎ
প্লান্ট আর সেখানে কি না আমাদের বিদ্যুৎ আসবে আমাদের পায়ের থেকে !!
আমরা জানি জ্বালানি হিসেবে তেল বা প্রাকৃতিক গ্যাসের মজুত অফুরন্ত নয়। অথাৎ এগুলো নিঃশেষও হয়ে যাবে, তখন কী হবে? এমন উৎকণ্ঠা এখন সর্বত্র বিদ্যমান। তাই সবাই ছুটছে এমন সব নবায়নযোগ্য জ্বালানি উৎসের সন্ধানে, যা হবে অফুরন্ত। এই যাত্রায় নতুন যুক্ত
হচ্ছে রাস্তায় টালি বসিয়ে পায়ের গতিশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। ব্যবহার প্রণালী হবে যেমনঃ উৎপাদিত বিদ্যুৎ স্বল্পমাত্রার বৈদ্যুতিক শক্তিতে চলে এমন যন্ত্রপাতিতে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যাবে।
প্রযুক্তি নির্মাতাঃ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পেভজেন সিস্টেমস এই প্রযুক্তি তৈরি করেছে। তারা এই প্রক্রিয়াকে আখ্যায়িত করেছে হাইব্রিড ব্ল্যাকবক্স টেকনোলজি হিসেবে। ব্যবহূত টালি তৈরি করা হয় প্রক্রিয়াজাত পলিমার থেকে। টালির ওপরের অংশ তৈরি করা হয় ট্রাকের প্রক্রিয়াজাত
করা টায়ার থেকে।
প্রক্রিয়াঃ
এই টালির ওপর দিয়ে মানুষ যখন হেঁটে যাবে, তখন পায়ের গতিশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত
হবে। উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করে রাখা যাবে; আবার তাৎক্ষণিকভাবেও ব্যবহার
করা যাবে। এরই মধ্য পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয়েছে এবছরের আগষ্ট মাসের
শুরুতে ফ্রান্সের প্যারিসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত তে।
সেখানকার আভিনু দে শম্পস্ এলিজে অ্যাভিনিউতে দৌড়ান বিভিন্ন দেশের দৌড়বিদেরা।
সেখানে বসানো হয় বিশেষ টাইলস। ২৫: মিটার এলাকা জুড়ে ১৭৬ টি টালি বসানো হয় অ্যাভিনিউতে। "এই প্রক্রিয়ায় হয়তো খুব বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায় না। তবে এ ধরনের
উদ্যোগ এটিই প্রথম। ৪.৭: কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ২ ঘণ্টার ম্যারাথনে।
৪০: দিন বা ৯৪০ ঘণ্টা ধরে পাঁচ ওয়াটের এলইডি বাল্ব জ্বালিয়ে রাখতে পারে উৎপাদিত বিদ্যুৎ।
©somewhere in net ltd.