![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাস ও দাস প্রথা , গোলামী সম্পূর্কে অামরা সবাই জানি , বহু বছর , যুগ কাল ধরে চলে এসেছে , দাসদের বাজারে নিলাম করে যে বেশী দাম দিত তাদের কাছে বিক্রি করে দেওয়াে হত , তাদের দিয়ে মনেমত কাজ করিয়ে নেওয়া হত , সবাই বলে দাস প্রথা এখন উঠে গিয়েছে কিন্তু অামি বলি না উঠে যায়নি এখনও তা বিরাজ করছে তা লুকায়িত ভাবে মানুষের মনের মধ্যে । যাকে বলব অাধুনিক যুগের দাস প্রথা ।
এবার বলি কি ভাবে _
এই যেমন ধরেন , প্রথমেই বিয়ের কথাই বলি , মেয়ে পক্ষের বাবা মা কন্যা সন্তান জন্মানোর পর পরই চিন্তায় পরে যান কি ভাবে মেয়েটার বিয়ে দিবেন , এরপর মেয়েটা বড় হয়ে যতই ভাল ছাত্রি হোক না কেন বা যতই ভাল চাকুরী করুক না কেন তাকে সেই দাসদের মত নিলামে তুলে ছেলেদের দেখিয়ে , যে ছেলে পচ্ছন্দ করে মেয়েকে তার কাছে দেন , এবার মেয়েটি যেভাবেই হোক তার শ্বশুর বাড়িতেই থাকতে হবে যত সমস্যাই হোক না কেন , সে যত ভাল চাকুরীই করুক না কেন বরকে ছেড়ে থাকা যাবে না , তাহলে এটাতো গোলামীই হলো না ##
~এরপড় অাসি দেশের সবচেয়ে বড় গোলামী বা দাস্বত্ত যা হলো রাজনৈতিক গোলামী , এই যেমন ধরেন অামরা অন্যায় দেখেও, দেশের নির্বাচন নাটকীয়তা দেখেও কিছু বলিনা , প্রতিরোধ , প্রতিবাদ করি না এওতো এক ধরনের গোলামী হলো তাই না ,
তাহলে দাসপ্রথা কি ভাবে চলে গেল , তা এখনও বিরাজ করছে মানুষের মনের মধ্যে গুপ্ত ভাবে , এর থেকে অামরা কি ভাবে মুক্তি পাব তাও অামাদের জানা নেই তবে মুক্তি হয়তো অাসবে অারও কিছুদিন দাস্বত্ত করার পর ##
০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:৪৪
আবেরু বলেছেন: অামিও জানি , অামি এখানে অাধুনিক যুগের মনের দাস এর কথা বলেছি
২| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: কিছু কিছু মানুষ আছেন যারা মানসিকভাবে অন্যের উপর নির্ভরশীল,আর এরা আমার কাছে মানুষ রুপী রোবট হিসেবে বিবেচিত।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: দাস প্রথার যুগ আমরা পার করে এসেছি অনেক আগেই।