নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবটুক আশা সফল হয় কি

মালেক বিশ্বাস

জীবনের সন্ধানে মানুষের কল্যাণে এগিয়ে চলো

মালেক বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

ডিমের মধ্যে ডিম

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪১

বিশ্বে আজকাল বহু রোমান্টিক ঘটনা ঘটে চলছে যা বিশ্বাস করাটাই মুসকিল। ডিমের মধ্যে পাওয়া গেছে আরেকটি ডিম। ডিমটি পাওয়া গেছে বাংলাদেশের পটুয়াখালীর বাউফল পৌরসভার ০৯ নম্বর ওর্য়াডের সিকদার পোলট্রি ফার্মে। ৬ মে ২০১৪ দুপুর ১২টার দিকে ফার্ম মালিক মোঃ মিজানুর রহমান সিকদার ডিম সংগ্রহ করেছিলেন্ এ সময় তিনি দেখতে পান স্বাভাবিকের চেয়ে অনেক বড় ডিম্ কৌতূহলবশত তিনি ডিমটি তাৎক্ষণিক ভাবে গরে নিয়ে এস ভাঙেন। তখন এর ভেতরে আরেকটি ডিম পাওয়া যায়্ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক ডিমের মধ্যে আরেক ডিমের বিষয় সবার কাছে অদ্ভুত মনে হলেও পোলট্রি বিজ্ঞান অনুযায়ী বিষয়টি স্বাভাবিক। ডিমের কুসুম তৈরি হয় ডিম্বাশয় থেকে। পরবর্তী সময়ে ডিম্বনালি ও গর্ভাশয় হয়ে ক্লোয়েকার ডিম পাড়ার স্থান দিয়ে শরীরের বাইরে বের হয়। এই ভ্রমণ পথে ডিমের খোসা তেরি হয়্ প্রথম কুসুমের ভ্রমণকাল দি দীর্ঘ হয় ও খোসা তৈরি যথানিয়মে না হয়, তখন দ্বিতীয় কুসুমটির খোসা তৈরির সময় প্রথমটি ও পরেরটি একত্রিত হয়ে এ রকম বড় আকারের ডিম হয়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

নীল জানালা বলেছেন: রুমান্টিক গঠনা কারে কয়?

২| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ছবি তুলে আপলোড করতে পারতেন। আমরাও দেখতাম কেমন সে ডিম !

৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:০৬

দুঃখ বিলাস বলেছেন: ছবি দিলে ভালো হত।

৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:২১

মালেক বিশ্বাস বলেছেন: ভাই ছবি ছাড়া এই পোষ্ট করা হয়েছে দেখাতে পারলাম না

৫| ০৯ ই জুন, ২০১৪ রাত ১:৪২

কেএসরথি বলেছেন: কোন ব্যাপার না মালেক সাহেব, আপনি যে এই পোস্ট করতে পেরেছেন এতেই আমরা খুশি।

৬| ০৯ ই জুন, ২০১৪ রাত ২:২৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আমি মোরগের ডিমের ভিতর তিনডা আন্ডা পাইচিলাম কিন্তুক ফুটু নাই। B-) B-) B-) B-)

৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ২:২৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ওহ ভুইলা গেছিলাম, আমার পাওয়া আন্ডার খবরের কোন সূত্রও কিন্তু নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.