![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারণ স্মরণ নেই কতক্ষণ তার
বুকের উপর বসে ছিলাম;
সে ছিল সম্পূর্ণ চুপ-
তার ইচ্ছা-অনিচ্ছার মাঝখানে;
কে যেন আমাকে ছাড়িয়ে নেয়-
ঘটনার আকস্মিকতা শেষ হলে।
এত হানাহানি
কাটাকাটি তবু
একটি আশা জেগে রয়
জেলে পাড়ায়, সন্ধায়
টিমটিমে প্রদীপের নিচে।
লুটপাট শেষ তবু
পোড়া ভিটে আঁকড়ে
কাসা-পিতলের একটি থালা আর
বাটি হাতে নিয়ে
বসে আছে বালিকা বিধবা।
যা হচ্ছে হোক
মানুষ একটা কিছু খুঁজে নেবে
ভদকা কিংবা হুইস্কি।
১৪/০৬/২০১৪
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ রাত ৯:১২
আমি দিহান বলেছেন: পিলাস
++++++++