![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবসময় ভাবি,আমি কুথায় থেকে আসছি কোথায় যাব ,কি করার কথা কি করতেছি .
আমি অফিস থেকে ফিরেই বরাবরের মতো সবাই কে জিজ্ঞেস করলাম মা কোথায় ,আমিও খুজছি অ মা ,মা .কেউ কিছু বলছেনা .আমি সেই ছোট থেকেই মাকে ছাড়া একদিন ও থাকতে পারিনা .আমার বাবা মারা গেছেন সেই ছোট বেলায় আমার বয়স তখন ১১হবে .মাও আমাকে আমার চার ভাইবোন এর মধ্যে বেশি ভালবাসে .আমরা সবাই এখন বড় সবাই ইনকাম করে .গত বছর ছোট ভাইকে বিয়ে দিলাম .আমার পাচঁ বছরের একটি মেয়ে আছে .আমার ভাই বোনেরা ও মাকে অনেক ভালোবাসে .আমার মা আমার সাথেই থাকে এবং আমার সাথে থাকতেই পছন্দ করে .আমার বড় নাকি গত দুই দিন আগে বাসায় বলেগেছে মা এখন থেকে সবার বাসায় ত্রিশ দিন করে থাকবে .আমার বাসা দুই তলায় ভাই থাকে চার তলায় .বড় ভাইয়ের যেই কথা সেই কাজ .বাসায় এসে আমার মাথা খারাপ যখন শুনলাম ভাই মাকে চার তলায় নিয়ে গেছে .আমি আমার বউকে বললাম এক্ষন মাকে নিচে নিয়ে আসো .তারাতারি বাসার সবাই যেয়ে মাকে নিয়ে আসছে আর মাও দেরি না করে চলে আসছে .মা জানে আমি যে পাগল .আর বড় ভাই ও কিছুই বলেননি .যাই হোক আমি আমার মাকে ফিরে পেয়েছি .আমি মহা খুশি .আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার মায়ের সম্মান দিতে পারি .আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও .হটাৎ একটি কথা মনে পরল .আমার বিয়ের বাসর রাত্রে বউকে বলছিলাম আমার মায়ের জন্য আমি সবকিছু করতে পারি .মায়ের খুশির জন্য তুমাকেও ছাড়তে পারব .সবসময় আমার মাকে খুশি রাখবে যদি আমাকে খুশি রাখতে চাও .
©somewhere in net ltd.