![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবসময় ভাবি,আমি কুথায় থেকে আসছি কোথায় যাব ,কি করার কথা কি করতেছি .
১:আমি কোথায় থেকে এসেছি .
আমি জন্মের আগে কোথায় ছিলাম .কি অবস্থায় ছিলাম .কার কাছ থেকে এসেছি .কি আছে সেখানে .
২:এসে কি করার কথা .
আমদের এখানে কেন পাঠিয়েছে .কে পাঠিয়েছে .কি কাজের জন্য পাঠিয়েছে .পৃথিবীতে এত প্রানি থাকতে আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছে কেন .
৩: এসে কি করতেছি .
আমাদের সাধারণ চিন্তায় কোনটা ভালো কোনটা মন্দ বুজেও কোনটা করতেছি .আমাদের কি ভালো কাজটি করা ওচিৎনা ? ভালো কাজ করলে সবাই ভালো বলে .খারাপ কাজ করলে একটি লোকও পাওয়া যাবেনা যে ভালো বলবে .তাহলে আমরা কি করতেছি .
৪:কোথায় যাবো .
আমার বাবা আমার সামনে ছিলেন ,আমার দাদাকে দেখছি আমার মতো রক্তমাংসের মানুষ ছিলেন .আমার নানা নানি .ওরা কোথায় গেলেন এই সুন্দর পৃথিবী ছেড়ে .আর ফিরেতো আসলেননা। আমিও ত তাদের মতো আমার স্ত্রী সন্তান আত্তিয় সজন সবাইকে ছেরে কোথায় চলে যাবো .
এই চারটি বিষয় মনে থাকলে আমাদের দারা কখনো খারাপ কাজ হবেনা .পৃথিবী টা সুন্দর হয়ে ওঠবে .
২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৭
পংবাড়ী বলেছেন: হাউকাউ।
৩| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ছোটবেলা থেকেই শুনে আসছি এসব কথা, খুব কম লোকই এসব স্মরণে রাখে।
৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৩
আব্দুস সালাম মোহাম্মদ সান্ত বলেছেন: আমাদের সবসময় ভাবা ওচিত
৫| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:২০
ইমরান হক সজীব বলেছেন: এই প্রশ্ন গুলো প্রতিটা চিন্তাশীল মানুষেরই কখনো না কখনো আসে। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ তখন তার পরিবার পরিজন, সমাজ থেকে প্রাপ্ত বিশ্বাস দ্বারা প্রশ্ন গুলোর উত্তর খোঁজার চেষ্টা করে ।
৬| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: হুম!
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৫
সুফিয়া বলেছেন: এ প্রশ্নগুলোর উত্তর আমরা কেউ খুঁজিনা। খুঁজলে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যেত।
শেয়ার করার জন্য ধন্যবাদ।