![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবসময় ভাবি,আমি কুথায় থেকে আসছি কোথায় যাব ,কি করার কথা কি করতেছি .
ফিলিস্তানের গণহত্যা বন্ধ করুণ।
--------------------------
ইসরাঈলের বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে মানবদেহ,
রক্তাক্ত হচ্ছে গাজার রাজপথ .
পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল মায়ের কুলে ও আজ শিশু নিরাপদ নয়।
লাশের মিছিলে যোগ দিচ্ছে শতাধিক জীবিত মানুষ।
আজ কোথায় মানবতা?
কোথায় মানবাধিকার?
কোথায় জাতিসংঘ?
কোথায় ও, আই, শি ?
সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি,
বিশ্বি মিডিয়া মুখে কুলুপ এঁটে আছে।
বাংলাদেশের কোন মিডিয়া ই খবর টিই ফলাও করে প্রচার করেছে না।
পত্রিকা গুলি ভিতরের পেইজে ছোট করে নিউজ করে যাতে পাঠকের খুজে পেতে কষ্ট হয়।
এসব হলুদ মিডিয়া কে ঘৃনা জানাই।
পাশা পাশি ধিক্কার জানাই অথর্ব,অকর্মা জাতিসংঘ কে।
বন্ধ কর এই গণহত্যা।
বিশ্ব মানবতা এগিয়ে আসুন।
©somewhere in net ltd.