![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি বিকালের মতো সেই বিকালেও মনটা চঞ্চল ছিল যেন পেন্ডুলাম...
আর আমি বিছানায় এপাশওপাশ করছিলাম.... চোখটা লেগেই গেছিল এমন সময় মনে হলো যেন দরজায় খটখট হলো...
আমি দরজা খুললাম...
গোলাপী সালোয়ার পড়া...
চাহনি মাতাল করা..
চুল রেশমি
অভিব্যক্তি নজর কাড়া... আহ্! যেন পরী কিংবা অপ্সরী... দেখে মনে হয় প্রেমে পড়ি ||
সে বলল, আমার ঘরের পাশের খালি ঘরে সে থাকতে এসেছে!!
উদ্বেলিত হলো মনটা শাস্তিতে নাকি সুখে বুঝলাম না...
বন্ধুরা, মনে হলো যেন সেই ঘরটার মতো আমার জীবনটাও খারাপ নাহ...!
তারপর কি হলো...?
দেখা হলো... সাক্ষাৎ হলো... যে কথা বলা যায় না... এমনও কথা হলো...!
একসাথে পথ চলতাম...
ওর সব হাসিতে মনটা চঞ্চল হতো যেন পেন্ডুলাম...!
একদিন না জানি কি হলো.. সে আমায় বলল...
"আমাদের মধ্যে এখন আর সেই ব্যাপারটা নেই..!"
আমি এটাই বুঝলাম না যে "আমাদের মধ্যে" জায়গাই কোথায় ছিল...!
আমি হাজার বোঝালাম, সে মানে নাই..
তাকে ছাড়া এজীবনের কোনো মানেই নাই...!
সে মুহূর্তে চলে গেল আমায় ছেড়ে...
সেই বিকাল, সেই এপাশওপাশ করার বিছানা, সেই দরজা... আবার আমায় ঘিরে...!
তারপর... তারপর...
আরেক বিকালেও মনটা চঞ্চল ছিল যেন পেন্ডুলাম...
আর আমি বিছানায় এপাশওপাশ করছিলাম... চোখটা লেগেই গেছিল এমন সময় মনে হলো যেন দরজায় খটখট হলো... একমিনিট.. আমি কি উল্লেখ করেছি যে আমার উল্টাদিকের ঘরটাও খালি ছিল...?!
আমি দরজা খুললাম...
এবার... এবার নীল শাড়ী পড়া..
চাহনি পাগল করা...
চুল লম্বা...
লজ্জায় রাঙা চেহারা...! আহ্! যেন পরী কিংবা অপ্সরী... দেখে মনে হয় প্রেমে পড়ি ||
এবারো উদ্বেলিত হলো মনটা শাস্তিতে নাকি সুখে বুঝলাম না...
বন্ধুরা, হাসতে থাকো, জীবন এতটাও খারাপ নাহ...!
কেউ পাশে থেকেছে কেউ দূরে সরে গেছে...
যার থাকার কথা ছিল সেও চলে গেছে...!
ক্যাম্পাসে কত স্বপ্ন দেখেছি...
বন্ধুদের আড্ডায় ভালবাসা এঁকেছি।
বেচে থাকার আরো কিছু বছর আছে...
জীবনটা উপভোগ করার বহু উপলক্ষও আছে।
আছে কিছু সম্পর্ক... আছে অনেক প্রমিস...
কিছু পূরণ হয়েছে তো কিছু হয়েছে মিস...!
কিছু বন্ধু আছে.. আছে স্বপ্ন রাশিরাশি...
হারজিতের চেয়েও জীবন অনেকটাই বেশি..!
লক্ষ্যটা অনেক ছোট- জীবনের রেসে...
সফলতা-ব্যর্থতা নিয়েই জীবন কাটে অনায়াসে.!
কিছু কথা অব্যক্তই থাকনা...
কিছু স্বপ্ন অপূর্ণই থাকনা...!
বন্ধুরা, হাসতে থাকো, জীবন এতটাও খারাপ নাহ...!
হাসতে থাকো, জীবন এতটাও খারাপ নাহ...!
.
২| ০৭ ই মে, ২০১৮ ভোর ৫:৩৫
বিদেশে কামলা খাটি বলেছেন: সব মানুষই তো জীবনকে উপভোগ করেন।
৩| ০৭ ই মে, ২০১৮ সকাল ৭:২৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: হুম, ঠিকই বলেছেন।
৪| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লেগেছে
৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:৫০
আকিব হাসান জাভেদ বলেছেন: সম্পর্কের সচলে ভালোবাসার কল্পনা সজিব হউক । ভালো লেগেছে। অব্যক্ত কথা জমে রাখা ঠিক না কবি । স্বপ্ন পূরনে কিছু কথা স্মৃতি হয়ে থাকবে আজীবন।
৬| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: কেবল মাত্র সোণার চামচ মুখে নিয়ে জন্মালেই উপভোগ করা যায়।
৭| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৯
মৌরি হক দোলা বলেছেন: একটু ভিন্ন রকম লেখা পড়লাম মনে হল।
খুব সুন্দর!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৮ ভোর ৫:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর কল্পনা্ ।