নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভনিতা নয় আমি উচিত কথা বলি

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

আবিরে রাঙ্গানো

আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....

আবিরে রাঙ্গানো › বিস্তারিত পোস্টঃ

মেসি ইনজুরিতে না থাকলে রোনাল্ডোর আজ হ্যাট্রিক করা হতো না।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫২

অনেক মেসি ভক্তরা দেখেছি কদিন ধরে বলে যাচ্ছে রোনাল্ডো এবার ফিফার ব্যালন ডি'অর পুরষ্কারটি পেলেও সেটি হবে মেসির ইনজুরিতে খেলতে না পারার কারণে।

পর্তুগালকে একাই বিশ্বকাপে নিয়ে গিয়ে আজকেও রোনাল্ডো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো ফুটবল যে খেলতে জানে সে দেশের হয়েও খেলতে জানে, দেশের মাটিতেও খেলতে পারে আবার বিদেশের মাটিতেও।

ভাল ফুটবল খেলতে পিছন থেকে জাভি ইনিয়েস্তার মত মহানায়কদের বল যোগান দেয়ার দরকার হয় না। অসাধারণ পেলেয়াররা নিজেই দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যায়। ফুটবল খেলা দেখিয়েছে পেলে ম্যারাডোনা জিদান। ওদেরকেই গ্রেট বলা যায় মেসিকে নয়। কারণ একটা বাঘ নিজের বনেও বাঘ অন্যের বনেও বাঘ।

আজকে এটুকুই। আশা করি মেসি ভক্তরা রোনাল্ডোর দেশের হয়ে খেলা ম্যাচগুলোর পারফর্মেন্স দেখে রোনাল্ডো সম্পর্কে কটুক্তি করবে। ইউরোতে পর্তুগালের হয়ে একাই লড়ে গেছিলো, যদিও কোচের বোকামীর কারণে ট্রাইবেকারে আউট হয়ে গেছিলো পর্তুগাল। কিন্তু হল্যান্ডের সাথে ম্যাচে রোনাল্ডোর খেলা http://www.youtube.com/watch?v=mmxJjQ8YA-A আজও চোখে লেগে আছে - একেই বলে দেশের জন্য খেলা। মেসির অনেক খেলাই দেখেছি, কিন্তু একাই একটা দলকে টেনে নিয়ে যাওয়া দেখতে পাইনি। জানি মেসি-ভক্তরাও মেসির খেলা এমন একটি ম্যাচ বের করতে পারবে না শত খুজেও। জিদানকেও দেখেছি অনেকবার এই ধরণের খেলা খেলতে।

গত ২ ম্যাচে ৪টি গোল করেছে পর্তুগাল ৪টিই করেছে রোনালদো। মেসি ইনজুরিতে না থাকলে রোনাল্ডো ৪ গোল দিতে পারতো না। এবছরের ৬৬ গোল এসেছে মেসির ইনজুরির কারণেই। এবার রোনাল্ডো বেলুন পাইলে সেটি মেসির ইনজুরির কারনেই। যেমনটি মেসি ইনজুরিতে না থাকলে রোনাল্ডোর আজ হ্যাট্রিক করা হতো না। আরেকটি গুরুত্বপুর্ণ কথা বলে রাখি, আজকের খেলা যারা দেখেননি তারা মিস করেছেন বল পায়ে রোনাল্ডোর স্পিড কি জিনিষ সেটি দেখা থেকে।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০২

পরিবেশ বন্ধু বলেছেন: হুম তাই

২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৩

আবিরে রাঙ্গানো বলেছেন: হুম তাই ।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

নিজাম বলেছেন: দুই জনই চমৎকার খেলে। দুই জনই গ্রেট।

২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৪

আবিরে রাঙ্গানো বলেছেন: যারা খেলা বোঝে তারাই একথা বলে, কিন্তু অন্ধ মেসি ভক্তরা এটা বলে না।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

ড. জেকিল বলেছেন: গন্ডগোলে না যাই।
একবনে দুই বাঘ থাকলে কে রাজা হবে সেটা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এক বাঘ যখন লড়াই এর অনুপযুক্ত তখন সুস্থ বাঘকেই কিন্তু রাজা হিসেবে মেনে নিতে হবে।

যদি দুজন সুস্থ থাকতো, তবে কে রাজা সেটা নিশ্চিত করে বলা যেতোনা। হয়তো অসুস্থ বাঘটা যদি সুস্থ থাকতো, তবে সেই জিততো। কিন্তু অসুস্থ থাকার কারনে সে প্রতিদন্দ্বিতায় আসতেই পারলোনা। তাহলে এই অসম লড়াইএর জন্য অসুস্থতা কি ভূমিকা রাখছেনা ?

ভালো থাকবেন।

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

ড. জেকিল বলেছেন: এই সিজনে রোনালদো অবশ্যই ভালো খেলছে। সে ই ব্যালন ডি অর এর দাবিদার। তবে মেসির সমার পেতে গেলে তাকে আরো দুই বছর পেতে হবে ব্যালন ডি অর।

২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:২১

আবিরে রাঙ্গানো বলেছেন: শুধু বেলুন পুরস্কার দিয়ে একজনকে বিচার করা কি ঠিক? মেসি গ্রেট খেলোয়ার কিন্তু জিদানের মত নয়। একথা এজন্য বলি জিদান যেখানেই গেছে দলকে একাই টেনে নিয়ে গেছে। মেসি সেটা পারেনি। শুধু বার্সাতে সে কেন এতো দুর্দান্ত খেলে? কারণ অবশ্যই জাভি ইনিয়েস্তা। ওরা অসাধারন প্লে-মেকার। মেসির মত ভাল কোন স্ট্রাইকার না থাকা সত্ত্বেও, শুধু জাভি ইনিয়েস্তা-দের জন্যই ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। ওদিকে রোনালদোর পর্তুগাল দলে বলার মত কে আছে, তারপরেও একাই দলকে টেনে নিয়ে যায় যখনই খেলে না কেন। দেখা যাক, সুস্থ হয়ে মেসি বিশ্বকাপে ভাল করতে পারলে তো ভাল। তার বেলুন পুরস্খার যে বৃথা না সেটা দেখতে চাই বিশ্বকাপে।

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

ড. জেকিল বলেছেন: আমি জিদানের কথা বলিনি, পেলে-ম্যারাডোনার সাথেও মেসির তুলনা করিনি। জিদান অবশ্যই মেসির চাইতে ভালো খেলোয়ার, কিংবদন্তি।

দেখুন যদি মেসির চাইতে বার্সা দলে জাভি ইনয়েস্তার অবদান বেশি হতো তাহলে তারাই ব্যালন ডি অর পেতো। কই স্পেনের কোচ বা অন্য কেউ তো এই ব্যাপারে উচ্চবাচ্যও করেনা, যে মেসি কেনো পেলো আর জাভি কেনো পেলোনা!

"রোনালদো শেষ দুই ম্যাচে ভালো(অবশ্যই অনেক ভালো) খেলে পর্তুগালকে বিশ্বকাপে উঠিয়েছে।"- এই কথাটার মধ্যে একটি গোপন তথ্য আছে। রোনাল্ডো যদি আগের ম্যাচগুলো ভালো খেলতো তাহলে তার দলকে আর প্লে-অফ এর এই দুই ম্যাচ খেলতে হতোনা।
মেসির ভালো খেলা একটিও খুঁজে পাননি ? তাহলে উরুগুয়ের সাথে গত কোপা আমেরিকার সেমিফাইনাল দেখবেন।
মেসির কোন অর্জন খুজে পাননি আর্জেন্টিনার হয়ে? তাহলে মেসি অলিম্পিক জিতলো কোন দলের হয়ে? আর সেই অলিম্পিকে শীর্ষ গোলদাতাই বা হয়েছিলো কে? সেখানে কতো জন জাভি ইনেস্তা ছিলো ?

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

আবিরে রাঙ্গানো বলেছেন: যাক তাহলে তো আপনার আর আমার মতের মাঝে তেমন কোন পার্থক্য নেই। মেসির নাম সবাই পেলে ম্যারাডোনার সাথে নেয়। অথচ জিদানের নাম কেউ নেয় না। অথচ মেসি এমন একজন খেলোয়াড় যার কোয়ালিটি জিদানের অনেক পিছনে। কারণটি আগেই বলেছি (বিশ্বকাপ চ্যাম্পিয়ন, রানার আপ (৯৮, ০৬), ইউরো চ্যাম্পিয়ন ২০০০)।
আপনি একটি অর্জনের কথা বলেছেন (কোপা আমেরিকা কিম্বা অলিম্পিক)। কিন্তু পেলের সাথে তুলনা করতে গেলে অন্তত ২/১ বার বিশ্বকাপ তো জেতা উচিত তাই নয় কি? একজন মানুষ জীবনে কয়বার বিশ্বকাপ খেলতে পারে? পেলে ৪ বার খেলে (১৬ বছর) ৩ বার জিতেছে (৫৮, ৬২, ৭০)। ম্যারাডোনা একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন একবার রানার আপ (৮৬, ৯০)।
তাদের সাথে এবার আপনি তুলনা করুন মেসিকে।এসব বিবেচনায় আনলে ব্রাজিলের রোনালদোও মেসির চেয়ে অনেক এগিয়ে। সে ক্লাবের হয়েও যেমন দেশের হয়েও তেমন সাফল্য তার, যদিও ইনজুরি ক্যারিয়ারে অনেক ক্ষতি করে গেছে তার।

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

ড. জেকিল বলেছেন: রোনালদো কোচের কারনে পর্তুগালকে ইউরো জিতাতে পারেননি ?

মেসি তার দলকে কোপা আমেরিকার সেমিফাইনালে একবার, আর একবার ফাইনালে তুলেছিলো। এগুলো হয়তো আপনার কাছে কিছুই না।

হতে পারে দক্ষিন আমেরিকার দলগুলো ইউরোপের কাছে কিছুইনা, রাশিয়া আর ইজরাইল ই শক্ত দল ;) । কিন্তু ব্রাজিলকে আর তো ফেলাতে পারবেননা। ব্রাজিলের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা দুইবার জিতেছে শুধু মেসির গোলে, একটি হ্যাট্রিক ও ছিলো। সেখানে কিন্তু গ্যালারিতেও জাভি ইনেস্তা ছিলোনা, আর ব্লাটার তখন রেফারির সাথে কানাঘুষাও করছিলোনা। :-P

আর রোনালদো মেসির চাইতে বয়সেও ছোট, তাই দুজনের অর্জন নিয়ে তুলনা করাও উচিত না :P

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬

আবিরে রাঙ্গানো বলেছেন: স্পেন ০৮, ১২ পরপর ২ বার ইউরো চ্যাম্পিয়ন বর্তমানের বিশ্বচ্যাম্পিয়ন, কাদের কল্যানে? প্রথম আসবে ইনিয়েস্তার নাম, তারপরেই আসবে জাভির। বার্সাতে ওরা ২ জনই মাঝ মাঠে বল যোগান দেয়। সামনে (স্ট্রাইকার) মেসি না থাকলেও বার্সা অনেক কাপ জিতবে এটাই স্বাভাবিক। বেলুন হলো ব্যাক্তিগত পুরস্কার, এজন্য ব্যাক্তিগত অর্জন যার বেশি তাকেই দেয়ার পক্ষে আমি। সেটি বিবেচনা করলে মেসির সাথে রোনালদো অবশ্যই তুলনীয় (যেটি মেসি ভক্তরা মানে না, তারা বলে মেসি মেসিই, সে অতুলনীয়), এবং এবছর রোনালদোই এগিয়ে।

রোনালদো কোচের কারনে পর্তুগালকে ইউরো জিতাতে পারেননি --- এটা বলিনি বলেছি আউট হয়েছিলো কোচের বোকামীর কারণে (স্পেনের সাথে সেমিফাইনালে), কেন বলেছি জানেন আপনি?

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩০

নষ্ট ছেলে বলেছেন: জনৈক বার্সার সাপোর্টার, "মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ইনজুরড মেসি" ;)
স্বীকার করতে দ্বিধা নাই মেসির মুখে খাবার তুলে দিলে সেটা খুব ভাল ভাবে গলধকরন করতে পারে।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৩

বেঈমান আমি. বলেছেন: যারা ফুটবল খেলা বুঝে তারা জানে ভালো করে কোথায় মেসি কোথায় রোনাল্ডো?

মেসির সাথে কারো তুলনা করার মানেই নাই।মেসি ইজ মেসি।দ্য বেস্ট।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

ড. জেকিল বলেছেন: মহা বিপদে পরলাম তো !!!!!!!!!!!

আমি তো পেলে ম্যারাদোনার সাথে মেসিকে তুলনা করিনি, আর আমি কখনো বলিওনি যে সে ইতিহাসের গ্রেট খেলোয়ার। আপনি পোস্ট এ কিন্তু পেলে ম্যারাদোনার সাথে মেসির তুলনার কথা বলিনি, যদি সেই কথা বলতেন তাহলে আমি ভূলেও এই পোস্টে আসতেননা।

আচ্ছা জানেন কি, ডি স্ট্যাফানোকে পেলে- ম্যারাডোনা, জিদান-ক্রুইফ এর সাথে তুলনা করা হয়? ডি স্ট্যাফানো কয়টা ট্রফি জিতসে স্পেন, আর্জেন্টিনার হয়ে? কয়টা বিশ্বকাপ জিতাইছে? ইব্রাহিমোভিচ দলরে বিশ্বকাপেই তুলতে পারেনা, তাহলে ইব্রাহিমোভিচ কি খারাপ হয়ে গেলো?

আর যদি বিশ্বকাপ কিংবা জাতীয় দলের হয়ে অন্য ট্রফিই বড় হয়, তাহলে মেসি-রোনালদোর চাইতে তোরেস অনেক অনেক অনেক অনেক অনেক ভালো পেলেয়ার!!!
হেই তো আবার সবই জিতসে স্পেনের হয়ে, এমনকি লিভার পুলের হয়েও তার অনেক ভালো ইতিহাস আছে। জয় তোরেস =p~ =p~ =p~ =p~


উপ্রের কথা গুলো আপনার উপরের মন্ত্যব্যের জন্যই বলতে হলো, পোস্টের সাথে কোন রিলেশন নাই।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

ড. জেকিল বলেছেন: আপনি নাকি মেসির ভালো খেলা দেখেননি, সেই জন্যই আমি উপরের মন্তব্য গুলো করেছি। আর মেসির ইনজুরি কি প্রভাব ফেলে রোনালদোর বর্ষসেরা হওয়ার জন্য সেটাও বাক্ষ্যা করেছি, আপনি কিন্তু সেগুলো এড়িয়ে গেছেন। জানি মেসি-ভক্তরাও মেসির খেলা এমন একটি ম্যাচ বের করতে পারবে না শত খুজেও আর মেসির অর্জন আর কিছু হলেও ভালো খেলা ম্যাচ ও চোখে আংগুল দিয়ে দেখিয়েছি। তারপরেও আপনি ভূল স্বীকার করেননি। বরং মেসির অর্জন কে জাভি-ইনেস্তার অর্জন দিয়ে উড়িয়ে দিয়েছেন। বুঝলাম, স্বীকার করলাম, জাভি ইনেস্তা মাঝ মাঠের রাজা, তারা অনেক পাস দিতেপারে, এসিস্ট করতে পারে। কিন্তু তাই বলে তো মেসি জাভি-ইনেস্তা ছাড়া পারফর্ম করতে পারেনা, সেটা প্রমান হয়ে গেলোনা। পেলের রেকর্ড ভাঙ্গার বছরে মেসির জন্য জাভি-ইনেস্তার কয়টা এসিস্ট ছিলো বলতে পারেন?
আর বার্সার হয়ে তো পেড্রো, ভিলা, সানচেজ ও খেলেছে, তারা কয়টি গোল করে ?

তাহলে কি জাভি ছাড়া মেসি নাকি মেসি ছাড়া জাভি অচল?

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

আবিরে রাঙ্গানো বলেছেন: মেসি অনেক ভাল খেলোয়াড় আমি জানি। অনেক দুর্দান্ত খেলে সে। পরপর ৪ বার বেলুন পেয়েছে সেটি নিয়ে কিছু বলিনি আমি। তারপরেও জিদানের সমতুল্য নয় এটা বুঝিয়েছি। তাকে যেভাবে গ্রেট মনে করা হয় তেমনটা নয়, এটা বলেছি। রোনালদোর সাথে মেসির আকাশ পাতাল পার্থক্য বলে সবাই, সেটি কোনদিনও নেয়, সেটি বুঝিয়েছি। মেসির আছে অসাধারণ ড্রিবলিং ক্যাপাবিলিটি। ওদিকে রোনালদো একজন পরিপুর্ণ খেলোয়াড়, কারণ সে বেশি ক্ষিপ্র এবং বাতাসে ও যা খেলে মেসি তার ধারের কাছেও নয়। ওরা দুইজনই ভাল খেলোয়াড় তবে কেউই গ্রেট পেলে-ম্যারাদোনা-জিদানের মত নয়। এই বিশ্বকাপের পারফর্মেন্স অনেকটাই বলে দিবে আসলে মেসি গ্রেটদের কাতারে আসতে পারবে কিনা। কারণ এটাই ওর সবচেয়ে ভাল বয়স। যেমন ইয়াং তেমনি আবার অভিজ্ঞ। আগামী বিশ্বকাপে বয়স ৩১ হয়ে যাবে সেটি হয়তো শেষ সুযোগ হবে তার নিজেকে প্রমানের জন্য।

পেলের রেকর্ড ভাঙ্গার বছরে মেসির জন্য জাভি-ইনেস্তার কয়টা এসিস্ট ছিলো বলতে পারেন? -------- বলতে পারবো না, তবে অবদান অনেক বেশিই ছিলো বলে মনে হয়।

আর বার্সার হয়ে তো পেড্রো, ভিলা, সানচেজ ও খেলেছে, তারা কয়টি গোল করে?------- কথাটি যেহেতু মেসি-রোনালদো নিয়ে হয়েছিলো, সেহেতু বলি, রিয়ালের হয়ে বেনজেমা-মোরাটা কয়টি গোল করে? বেনজেমা তো সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলে। ওদিকে মেসি কিন্তু রোনালদোর মত উইঙ্গার না। সে মাঝে মাঝে রাইট উইংয়ে খেললেও মেইনলি সেন্ট্রাল ফরওয়ার্ডেই খেলে।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

ড. জেকিল বলেছেন: এই পোস্টে আপনি বলেছেন, "বার্সা এবং স্পেনের প্লেয়াররা সব বুড়ো ঘোড়া হয়ে গেছে। জাভি ইনিয়েস্তারা আগের মত দ্যুতি ছড়ায় না"


জাভি ইনেস্তারা কি তাহলে ২-৩মাসেই বুড়ো হয়ে গেলো? নিশ্চয় না? আগের সিজনে তাহলে মেসি গোল পেলো কি করে বার্সার হয়ে? জাভি ছাড়া তো মেসি অচল!!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩২

আবিরে রাঙ্গানো বলেছেন: ওটা বলেছি অবশ্য ওদের উপর মেজাজ খারাপ হয়ে। কারণ দেখুন বায়ার্নের সাথে খেললেই ওরা হারে। বায়ার্নে আছে অসাধারণ কয়েকজন খেলোয়াড়। কেউই মেসির মত ভাল না তবে সবাই অনেক ভাল। রিবেরি, রোবেন, শোয়েনস্টেইগার, টমাস মুলার, ফিলিপ লাম, ম্যানয়েল নুয়ের, - এরা সবাই ২৩ জনের বেলুন লিস্টে আছে।
জার্মানী এবার বিশ্বকাপের হট ফেবারিট ২ দলের একটি এজন্যই, অসাধারণ কম্বিনেশন তাদের টিমের। বেলুনের জন্য শর্টলিস্টেড ২৩ জনের মাঝে ওদেরই আছে ৫ জন: ম্যানয়েল নুয়ের, ওজিল, শোয়েনস্টেইগার, টমাস মুলার, ফিলিপ লাম।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

ড. জেকিল বলেছেন: আমি তো বলিনি ওজিল ছাড়া রোনাল্ডো অকার্যকর, তাই বেনজেমা- মোরাটা যুক্তি দিয়ে লাভ নাই।

আপনি বলেছেন জাভি ইনেস্তা ছাড়া মেসি অচল, তাই ওই কথা বলেছি।

আপনি কিন্তু বললেন না, স্টেফানো কি করে লিজেন্ড হয় !!!!

মেসির ৯১ গোলে কিন্তু এসিস্টের পরিসংখ্যান এমনই । এবার নিশচয় আর জাভি ইনেস্তা কে টানবেননা।

মিডফিল্ডার রা এসিস্ট করবেনা তো কে করবে ? নিশ্চয় ডিফেন্ডার রা না ?

ওদিকে রোনালদো একজন পরিপুর্ণ খেলোয়াড়, কারণ সে বেশি ক্ষিপ্র এবং বাতাসে ও যা খেলে মেসি তার ধারের কাছেও নয়।
কি জানি ভাই, সবাই পরিপূর্ণ খেলোয়াড়, মেসির মতো শুধু একপায়ে খেলার মতো খুব কম আছে, কিন্তু একপায়ের কাছেই দুই পা ওয়ালারা হেরে যায়।
আর কে কার ধারে-কাছেও নাই, সেটা আমার চাইতে ৬০০ অধিনায়ক-কোচ-সাংবাদিকরাই ভালো যানে মনে হয়।

ভালো থাকবেন।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

আবিরে রাঙ্গানো বলেছেন: :) :D B-) ;) আসেন কোলাকুলি করি। সামুতে ভাল ফুটবলের ভক্ত বলতে আমরা ২ জনই আছি। মেসি যখন দুর্দান্ত ড্রিবলিং করে প্রতিপক্ষের ডিফেন্সকে ফাকি দেয়, আমি তখন বলে উঠি: শালা এইটা কি করলো!! ঠিক তেমনি রোনালদো, নেইমারদের বেলায়ও বলি। আমি কারো একনিস্ট ভক্ত নই। সকল গ্রেট প্লেয়ারদের খেলাই আমাকে মুগ্ধ করে। বয়স তো মাত্র কদিন। ম্যারাডোনার হাইলাইটস ছাড়া দেখা হয়নি। দেখেছি জিদান, ব্রাজিলের রোনালদো - রোনালদিনহোদের খেলা, দেখেছি বার্গক্যাম্প, রোবেনদের খেলা, দেখেছি কাফু-রবার্তো কার্লোসের খেলা, বাতিগোল, ওর্তেগা, ভেরন, রিকুয়েমে, পাবলো আইমারদের খেলা, দেখেছি স্যামুয়েল ইতো, এল হাজ্জি দিউফ, থিয়েরি হেনরির খেলা, এমনকি দেখেছি নাকাতা, নাকামুরা, হোন্ডাদের খেলা। সকল ভাল খেলোয়াড়ের খেলাই ভালবাসি, একটি দলকে কেন জানি ঘৃণা করি সেটি হলো ইংল্যান্ড। আর জিদান-মাতেরাজ্জি কেলেংকারির পর ইটালিকে দেখতে পারি না। যদিও বালোতেল্লির পাগলামিটা খারাপ লাগে না। :P

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৭

ড. জেকিল বলেছেন: কন কি ভাই, এক্কেবারে মিইল্লা গেছে। :D :D

জিদানের ওই ঘটনার পরে আমারো প্রায় কান্না আসছিলো, জিদান যখন হেটে বের হয়ে যায় তখন ক্যামেরা এমন করে ধরছিলো যেনো জিদান আর বিশ্বকাপ্টা একসাথে দেখা যায়। বিশ্বকাপের পাশে দিয়ে লিজেন্ড গেলো মাথা নিচু করে, মনে হচ্ছিলো এর চাইতে ফ্রান্সের বিশ্বকাপের না ওঠাটাই ভালো ছিলো। সত্যি মাতেরাজ্জির প্রতি আর বিন্দু মাত্র শ্রদ্ধা ছিলোনা। ইতালির বিশ্বকাপ পাওয়া কিছুতেই মেনে নিতে পারিনাই, এখনো পারিনা।

ব্লগে তো ফুটবল নিয়ে পোস্ট ই দেখা যায়না, খুবই কম। বেশি করে ফুটবল নিয়ে পোস্টান। আমি ঝগড়া করতে আসবো মাঝে মাঝে :P :P
ভালো থাকবেন। আর ফুটবল দেখবেন। আর লিখবেন। :D :D

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৬

আবিরে রাঙ্গানো বলেছেন: আসবেন ঝগড়া করতে ;)। বিশ্বকাপের সময় নিয়মিত পোস্ট দেয়ার ইচ্ছে আছে :-B । যদিও অনেক ব্যাস্ত থাকি, ভাল করে পোস্ট লেখার সময় পাই না। গুছিয়ে পোস্ট লিখতে গেলে একটু টাইম দিতে হয়, সেই টাইম পাই না :( । তারপরেও ভাল কোন ম্যাচ হলে অবশ্যই দেখার চেষ্টা করি। জিদানের মাঠ থেকে বের হয়ে যাওয়ার দৃশ্যটা মনে পড়লে অনেক কষ্ট হয়। জানিনা জিদান নিজে এতোটা কষ্ট পেয়েছিলো কিনা। :( :((

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২৫

আবিরে রাঙ্গানো বলেছেন: মেসি কেন বর্ষসেরা হবেন না?? এটা ছিলো আমার গত বছরের পোস্ট। আমি যে মেসিরও পাড় ভক্ত সেটি এই পোস্ট প্রমান করে। সুতরাং কনসট্রাকটিভ ঝগড়া করতে আমার আপত্তি নেই। মেসির ভক্ত হলেই যে রোনালদোর ভালকে ভাল বলতে পারবো না আমি তেমন নই। এজন্যই আমি চাই এবার রোনালদো বেলুন পাক। যদিও রিবেরি ওদিকে বেশ তোড়জোড় শুরু করেছে, নিজের ঢোল নিজে পিটাচ্ছে।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

ড. জেকিল বলেছেন: হ্যা অবশ্যই।

রোনালদো এবার ব্যালনের দাবিদার সেটা আমিও জানি, কিন্তু আগের ভোটের রেজাল্টের যে গুঞ্জন শোনা যাচ্ছে তাতে তো মনে হয়না সে পাচ্ছে। তারপরেও আমি মনে করি এটা রোনালদোরই প্রাপ্য।

ভালো থাকবেন।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাসা থামায়া লই আগে!

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১১

আবিরে রাঙ্গানো বলেছেন: এতো হাসির কি হইলো মিয়া? X(( X( :| কোন কমেন্টস নাকি পোস্ট?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.