নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাইপারসনিকের মত করে সবাইকে ভালবাসি

হাইপারসনিক

তাদেরকে যে উত্‍কর্ষতায় ছাড়িয়ে গেছে তাঁকে তারা হিংসা করে,লোকেরা তাঁর সাথে শত্রুতা ও বিরোধিতা করে,ঠিক হিংসুটে রমণীদের মতো যারা হিংস-বিদ্বেষের কারণে সুন্দরী কুমারীর সম্বন্ধে বলে যে,সে হীন চরিত্রের।

হাইপারসনিক › বিস্তারিত পোস্টঃ

কালিদাশ পন্ডিতের কলিকালের কথা,নয় লক্ষ তেঁতুল গাছে কত লক্ষ পাতা?

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:২৪

একলোক গাছে চড়ে একটি ডাল
কাটতেছিল। কিন্তু লোকটি এত
বোকা, যে ডালে বসে ছিল সেই
ডালটি কাটতে ছিল।
তা দেখে একটি লোক বলল
আরে বোকা তুমি তো পড়ে যাবে।
কিন্তু লোকটি সেই লোকের কথায়
কান না দিয়ে নিজের মনে ডাল
কাটতে ছিল। একটু
পরে সে সত্যি সত্যি ডাল
ভেঙ্গে পড়ে গেল। যে বোকা লোক
ডাল কাটতে ছিল সে কিন্তু আমাদের
সবার চেনা পন্ডিত কালিদাস।
ভাবছেন কিভাবে এত বোকা লোক
পন্ডিত হয়?? তাহলে চলুন তাঁর
সম্পর্কে একটু জেনে নেই।
পন্ডিত কালিদাসঃ কালিদাস ছিলেন
সংস্কৃত ভাষার একজন বিশিষ্ট
কবি ও নাট্যকার। খৃস্টীয় চতুর্থ
বা পঞ্চম শতাব্দীতে হিমালয়ের
কাছে গুপ্ত সম্রাজ্যে জন্মগ্রহন
করেন। তিনি জীবনের প্রথম
দিকে ছিলেন অনেক বোকা ও সহজ
সরল। প্রথম দিকে বিয়ে করেছিলেন
একজন বিদূষী নারীকে।
সে নারী তাকে সবসময় তাঁর
মূর্খতা নিয়ে হাসি-তামাসা ও
মজা করতো। রাগে দুঃখে কালিদাস
আত্মহত্যা করতে নদীতে ঝাপ
দেন। তখন স্বরসতী দেবী তাকে বর
দেন। সেই বরের
কল্যাণে সে রাজা বিক্রমাদিত্যের
সভাকবি হিসেবে মনোনীত হোন।
তিনি পন্ডিত হিসেবে খ্যাতি পান
তাঁর উপস্থিত বুদ্ধির কারণে।
কালিদাস তাঁর হেঁয়ালি বা ধাঁধার
জন্য আমাদের কাছে অধিক
পরিচিত। কিন্তু
তিনি ধাধাগুলো সংস্কৃত ভাষায়
লিখে গিয়েছিলেন। কালিদাস
পন্ডিতের লেখা না বুঝলেও তার
রচিত (পরিবর্তিত হয়ে আসা হয়ত)
ধাঁধাঁ সমূহ বাংলা ভাষার অলংকার
হয়ে যুগযুগ ধরে মানুষের
মনে আনন্দ
বয়ে বেড়াবে বলে আমি মনে করি।
আজ থেকে এক হাজার বছর পরেও
কোন বাংলাভাষী পিতা তার
সন্তানকে যখন ধাঁধাঁ ধরবে, তখন
কবি কালিদাস তথা কালিদাস
পন্ডিতের নাম মুখে আসবে। এটাই
মনে হয় কবি কালিদাসের সাফল্য।
বাংলায় কে অনুবাদ করেছেন
তা সম্পর্কে বিশেষ কিছু জানা যায়
না।
'শকুন্তলা' গল্পের
কথা আশা করি সবার মনে আছে।
সেই গল্পটি কালিদাস পন্ডিতের
লেখা। বাংলায় এটি অনুবাদ করেছেন
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
১৯৬৬ সালে তামিল ভাষায়
কালিদাশের জীবনির উপর
ভিত্তি করে নির্মিত হয় চলচিত্র
'মহাকবি কালিদাস'।
কিন্তু দুঃখের বিষয় এই মহা পন্ডিত
সিংহলের এক গনিকার হাতে নিহত
হন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:২৮

হাইপারসনিক বলেছেন: ভাল লিখতে পারিনা তার পরও লিখার চেষ্টায় আছি

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:২৮

হাইপারসনিক বলেছেন: ভাল লিখতে পারিনা তার পরও লিখার চেষ্টায় আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.