নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাইপারসনিকের মত করে সবাইকে ভালবাসি

হাইপারসনিক

তাদেরকে যে উত্‍কর্ষতায় ছাড়িয়ে গেছে তাঁকে তারা হিংসা করে,লোকেরা তাঁর সাথে শত্রুতা ও বিরোধিতা করে,ঠিক হিংসুটে রমণীদের মতো যারা হিংস-বিদ্বেষের কারণে সুন্দরী কুমারীর সম্বন্ধে বলে যে,সে হীন চরিত্রের।

হাইপারসনিক › বিস্তারিত পোস্টঃ

কেন হল না সারা বিশ্বে বাংলা ভাষার প্রভাব?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

আজকে ২০শে ফেব্রুয়ারী ।সকাল সকাল ঘুম থেকে উঠলাম ।কারণ ,নেদারল্যান্ড যেতে হবে ।ফ্লাইট ধরতে হবে ।মা-বাবার থেকে বিদায় নিয়ে ফ্লাইট ধরতে গেলাম ।যথারীতি ফ্লাইটে উঠলাম ।কলিজাটা হঠাৎ মোচর দিয়ে উঠল ।দেশ ছেড়ে চলে যাচ্ছি উচ্চতর শিক্ষা অর্জনের জন্যে ।সন্ধ্যার দিকে আকাশ থেকে বাংলাদেশটা অন্ধকার দেখাচ্ছে ।অনেক কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম ।তারপর আরব আমিরাতে ফ্লাইট চেন্জ করার জন্য ল্যান্ড করলাম ।এবং নতুন একটি বিমানে উঠে নেদারল্যান্ডের সময়ে সন্ধ্যা ৭টায় পৌছলাম ।তখন নিজস্ব লোক এসে রিসিভ করে নিল এবং একটি ট্যাক্সিতে উঠলাম ।খুব সুন্দর শহর ।একেবারে মনের মতো ।প্রসস্ত সড়ক ।চারপাশে দু'তলা বাড়ি ।এই দেশটা আমার অনেক পছন্দের একটা দেশ ।তাই অনেক খুশি ।অবশেষে হয়ত স্বপ্ন পূরণ হবে ।
একটা বাসায় উঠলাম ।খুব ক্লান্ত ,তাই না খেয়েই ঘুমিয়ে পড়লাম ।সকাল সকাল উঠে কেমন যেন একটা অদ্ভূত ভাষায় কথা শুনতে লাগলাম ।আমিত ইংরেজী জানতাম ।কিন্তু এই ভাষাত জানি না ।আবার আমার বাসার নিচ তলায় একজন বাঙ্গালী থাকতেন ।তাই উনার সাহায্যে কথা বলতে শুরু করলাম ।কিন্তু কিছুতেই আমার মনের ভাব প্রকাশ করতে পারতেছি না ।ইংরেজী দিয়েও না ।মাঝে মাঝে বাংলা বলে ফেলি ।তখন তারা হাঁ করে তাকিয়ে থাকে ।কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ।ইচ্ছে করছে এই দেশ ত্যাগ করে আবার নিজের দেশে চলে যায় ।বাংলার প্রতি আমার এত মায়া হচ্ছে যে ,বাংলা বলতে না পেরে চোখ দিয়ে পানি চলে আসছে ।যদিও আমি ইংরেজি জানি ।ভাবতে লাগলাম ,কেন বাংলায় কথা বলতে পারতেছি না? যদি সারা বিশ্বে বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করা যেত ।আমাদের মধ্যেত শুধু ভাষারই পার্থক্য ।ভাবতে ভাবতে চোখ দিয়ে বার বার অশ্রু গড়িয়ে পড়তেছে ।কেন ,কেন হল না সারা বিশ্বে বাংলা ভাষার প্রভাব?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: কিছু করার নেই ভাই, এমন অভিজ্ঞতা কম বেশি সবার ই হয়েছে মানে যারা প্রথম বার বিদেশ গেছেন।

তবে আরেকটা কথা বলে রাখি আপনাকে, যদি সুযোগ হয় অন্য কোন দেশে ট্রান্সফার হয়ে চলে যাবেন কারণ নেদারল্যান্ড চরম মাত্রার একটা ফালতু দেশ। বহির্বিশ্বের কাছে এদের এক রুপ ভেতরে আরেক রুপ। এটা আমার সাজেশন্স থাকল।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

নিরব ঘাতক ফাহিম বলেছেন: best of luck

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখেছেন,

একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নিজের ভাষায় কথা বলতে পারার মত আরাম অন্য কোন ভাষায় নেই, তা যত ভালো জানা থাকুক না কেন। ভাষা দিবসের শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.