| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতকাল আসার পর থেকেই দেখছি অনেকেই বিয়ের পিড়িতে বসছেন। আবার অনেকে হা-হুতাশ করছেন বিয়ে করতে না পারার কারণে। যারা হা-হুতাশের দলে আছেন, তাদের জন্য এই পোস্ট। আশা করি বিয়ের জন্য এই “টিপস এন্ড ট্রিকস” আপনাদের ব্যচেলর জীবনের অশুভ সমাপ্তি ঘটাতে পারবে। যারা বিয়ে করতে পারছেন না, তাদের মধ্যে একটা বড় অংশের সমস্যা হচ্ছে, বাড়িতে বলতে না পারা। এই সমস্যার সমাধান কি?
প্রথমত, ফলো করতে পারেন, কাটাকাটি থিওরী। কয়েকভাবে প্রয়োগ করতে পারেন এই কাটাকাটি থিওরী। এক পদ্ধতি হচ্ছে, শীতকালে যারা বাড়িতে মা-বাবার সাথে থাকেন এবং বড় কম্বল নিয়ে ঘুমান, তারা সেই কম্বলটি মা-বাবা দেখে এমনভাবে কাটা শুরু করতে পারেন। তখন প্রশ্ন আসবে, কি হয়েছে? কম্বল কাটছিস কেন? তখন আপনি মুখ গোমড়া করে জবাব দিবেন, আমার একজনের জন্য এতবড় কম্বল কি হবে? বাকিটা উনারাই বুঝে নিবেন। ২য় পদ্ধতিটা সবচেয়ে বিখ্যাত এবং সবসময় কার্যকরযোগ্য। বাড়িতে যদি বড় খাটে একা ঘুমান, তাহলে দা নিয়ে বড় বড় আওয়াজ করে খাট কাটা শুরু করতে পারেন। প্রশ্ন আসবে একই এবং উত্তরও সঙ্গত কারনেও একই।
দ্বিতীয়ত, ফলো করতে পারেন আই লাভ ইউ থিউরী। বাড়িতে গিয়ে একা একা আম্মাকে বলুন, আম্মু, আই লাভ ইউ। আপনার মা যদি মোটামুটি সচেতন টাইপের হন, তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন আপনার কথার রিপ্লাই হবে, মেয়েটা কে? বাড়ি কোথায়? ইত্যাদি ইত্যাদি।
তৃতীয়ত, আরো ফলো করতে পারেন সমবেদনা থিওরী। আম্মা যখন বাড়িতে কাজ করেন, তখন ভদ্র ছেলের মত বলে দিতে পারেন, আম্মা আপনি একা একা এত কাজ করেন, কষ্ট হয় না? এরপরেরটা আপনার আম্মার দায়িত্ব।
উপরোক্ত তিনটি পথ অনুসরণ করতে গিয়ে কেউ যদি ঝাড়ী খান, তবে তার জন্য কিন্তু আমি দায়ি না।
আর যদি কাজ হয়েই যায়, ভাই, দাওয়াত দিতে অন্তত ভুলে যাইয়েন না।
©somewhere in net ltd.