![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের কাকচালাকিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভ্রান্ত।আপনাদের ভালোই একটা খেলা দেখাইলো।ভ্যাট আর ইনকাম ট্যাক্সের পার্থক্যটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোঝে না। আফসোস। এরা নাকি আন্দোলন করে।বড় বড় প্লাকার্ড দেখায়।ভ্যাট দিমু না,গুলি করো।ইতিমধ্যে আন্দোলন দুই ভাগ হয়ে গেছে। আন্দোলন প্রত্যাহার করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। view this linkঅন্যেরাও করে ফেলবে।খালি খালি ঢাকা শহরের মানুষদের কষ্ট দিলেন। এর আগেও বলছিলাম,এররা পুতুপুতু টাইপের।এদের দিয়ে হবে না।।সরকার যেভাবেই হোক ভ্যাট নিবেই।সুতরাং আন্দোলন অনেক হইছে,এবার মুতে এসে ঘুমাও
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০
আমি আবুলের বাপ বলেছেন: এই পার্থক্য যারা বোঝে না তাদের থেকে৭ .৫ কেনো ১০০% আদায় করা সম্ভব।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
অবুঝ১ বলেছেন: কি বলবো ভাই
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৮
আমি আবুলের বাপ বলেছেন: বলবেন,জয় ভ্যাট জয়।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৬
প্রামানিক বলেছেন: আন্দোলন অনেক হইছে,এবার মুতে এসে ঘুমাও
মুতে এসে ঘুমানো ছাড়া উপায় নাই।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫
আমি আবুলের বাপ বলেছেন: সাকার ভাষায়,সোনা মিয়া হইছে,লাল মিয়া,আর লাল মিয়া হইছে সোনা মিয়া।মিয়া মিয়া ঠিক আছে,খালি সোনাটা লাল হইছে।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০
জামান শেখ বলেছেন: এডুকেশনে ভ্যাট। এই টাকা বিশ্ববিদ্যালয় ওথরিটি ছাত্রদের কাছে থেকেই তুলবে। দু চারদিন পর টিঊশন ফি বাড়াবে। আপনি ইহার বিরোধীতা করছেন। আপনার মাথা আগে ঠিক করুন তারপর ছাত্রদের মুততে বলুন। ছাত্রদের দিক থেকে বললে ইহা ভ্যাট এবং বিশ্ববিদ্যালয় ওথরিটির দিক থেকে বললে ইহা ট্যাক্স।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: আপনে কি বলছেন,আমি বুঝি নাই।কিন্তু সরকারের চালাকিতে যেই বিভ্রান্তি হইছে,যার কারনে আন্দোলন দুই ভাগ হচ্ছে,এইটাই বলতে চেয়েছি।আপনার মত সবাই যদি বুঝত তাহলে আন্দোলন আরো জোরদার হত।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১
নিশীথসূর্য বলেছেন: বেলা গড়িয়ে অনেক হোল
বজ্রকন্ঠে আওয়াজ তোল,
ভ্যাট ছাড়া শিক্ষা চাই
শিক্ষা ছাড়া মুক্তি নাই !!!
------------> জেড আই রানা ..
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
আমি আবুলের বাপ বলেছেন: তাহলে বলতে হবে,শিক্ষার সকল স্তর থেকে ভ্যাট প্রত্যাহার করো।দরকার হলে ভার্সিটির মালিকদের থেকে উচ্চহারে ট্যাক্স নাও।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: আমি আবুলের বাপ
আসলেই শিক্ষার মান যে কমে গেছে , ছাত্রদের এই বিভ্রান্তি ই তার প্রমান ।
নইলে ভ্যাট আর ইনকাম ট্যাক্সের পার্থক্যটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন বোঝে না ?
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
আমি আবুলের বাপ বলেছেন: সারাদিন কানে হেডফোন আর সেলফি পর্যন্ত যাদের জ্ঞান,তারা বুঝবে না।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
আহমেদ জী এস বলেছেন: আমি আবুলের বাপ ,
ঠিকই বলেছেন । এদের অধিকাংশের জ্ঞানের বহর দেখলে যে কোনও মানুষ চমকে উঠবেন । কর্ম সূত্রে আমাকে বি,এ পাশের উর্দ্ধে চাকুরী প্রার্থীদের ইন্টারভিউ নিতে হয় । এরা সিম্পলি "বি,এ" তে কি হয় বলতে পারেনা । বলে, ছোটবেলা থেকেই তো শুনে এসেছি বি,এ পাশ । বি,এ তে কি হয় তা তো জানি না । কাঁদবেন ?????
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
আমি আবুলের বাপ বলেছেন: হা হা হা।আমি এক বেসরকারী ইউনিভার্সিটির ছাত্র পাইছিলাম,যে তার মায়ের নামের আগে মিস লিখছিল
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভ্যাট আর ট্যাক্সের পার্থক্য টা যদি একটু জাতিরে বুঝাইতেন ধইন্য হইতাম
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
আমি আবুলের বাপ বলেছেন: ভ্যাট আর ট্যাক্সের পার্থক্য জাতি ভালোই বোঝে।শুধু বোঝে না আন্দোলনে বিভ্রান্ত স্রষ্টিকারীরা।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
বুলস আই বলেছেন: আইজকা আবার মুতুম
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
আমি আবুলের বাপ বলেছেন: তারপর কি ঘুমাতে যাবেন?
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
ফাহাদ মুরতাযা বলেছেন:
বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে দৃশ্যত বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৩
আমি আবুলের বাপ বলেছেন: ওনার প্রতিটি কথাতেই একমত হতেই হবা।৫৭ ধারা
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
আমি তুমি আমরা বলেছেন: পোস্ট ভাল্লাগে নাই।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ,সবার যে আমার পোষ্ট ভালো লাগবে,এমন কোনো কথা নেই।তবে কি জন্য ভালো লাগে নাই,বললে ভাল হতো।যদিও সত্যি কথাটা আমি একটু খারাপ ভানে বলছি
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৮
ভাবুক বিড়াল বলেছেন: ভ্যাট আর ইনকাম ট্যাক্সের পার্থক্য বুঝেনা এমনটা আপনার কেন মনে হচ্ছে? খুব ভালোমতই বুঝে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
আমি আবুলের বাপ বলেছেন: বুঝলেতো ভালোই,তাহলে আন্দোলনে বিভ্রান্তি কেন?
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩২
ভাবুক বিড়াল বলেছেন: বুঝে বলেই বাকিরা এখনো আছে। কাদের দিয়ে হবে, হবেনা....আন্দোলন শেষ হওয়ার আগেই এত সহজে বলে দিলে আপনাকে দিয়েও আসলে কিছু হবেনা। এরচে বরং নিজে ঘুমাতে যান।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৬
আমি আবুলের বাপ বলেছেন: ঘুমাই ছিলাম,ছিলাম ভালো জেগে দেখি বেলা (আন্দোলন) নাই
।
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪০
সৃজন রোডিনো বলেছেন: আপনি যদি একটু বুঝাইয়া বলতেন, তাইলে বড়ই উপকার হইতো। কি করবো বলেন? প্রাইভেটে পড়ি, বোকাসোকার দল আমরা। সাধারন জ্ঞানতো আমাদের শূন্যের কোঠায়। Tax এর আগে "Value Added" লাগাইলে যে ভ্যাট হয়, সেইটা আমাদের বোধের বাইরে। প্যারা আমাদের, মাথাটা আমাদেরই ঘামাইতে দেন। বুকে সৎসাহস থাকলে সমর্থন দেন, নয়তো মুতে ঘুমাবেন না ঘুমিয়ে বিছানায় মুতবেন, সেটা নিতান্তই আপনার ব্যাক্তিগত বিষয়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১১
আমি আবুলের বাপ বলেছেন: দয়া করে পোষ্টা আবার পড়ুন।ভ্যাট আর ইনকাম ট্যাক্সের পার্থক্যের কথা বলেছি,ভ্যাট আর ট্যাক্সের পার্থক্য বলি নাই।যাই হোক,আপনার অফেন্সিভ মন্ত্যব্য আমার ভালো লেগেছে। আমার পোষ্টের উদ্দেশ্য প্রাইভেটের ছাত্রদের ছোটো করা নয়,আমার উদ্দেশ্য কবির ভাষায়,"আধ মরাদের ঘাই মেরে তুই বাচা"এখন আধমরাদের ঘাই মারতে যেয়ে,সম্পুর্ন সুস্থ কারো গায়ে ঘাই লাগলে আমি দু:খিত।
১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৯
জুয়াদ ইসলাম বলেছেন: লেখক কোথা থেকে লেখাপড়া করছেন? জানালে সন্তুষ্ট হইতাম
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
আমি আবুলের বাপ বলেছেন: কেনো ভাই,হাতে বিয়ের ভালো পাত্রী আছে নাকি? লেখাপড়া দুই জায়গায় হইছে
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
অবেলার পানকৌড়ি বলেছেন: বেসরকারী বিশ্ববিদ্যালয় বন্ধ করা উচিত কারন অনেক পরিশ্রম করে শিক্ষকরা কম বেতন পান আর অনেক টাকা খরচ করেন ছাত্ররা, লাভটা মালিকেরই হয়!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
আমি আবুলের বাপ বলেছেন: জ্বি ভাই,সব ছাত্রদেরকে মালয়শিগামী ট্রলারে উঠিয়ে দিন,যাতে মালয়েশিয়া, থাইল্যান্ড,ইন্দোনেশিয়ায় গনকবর হতে পারে,আর যারা বেচে যাবে তাদের রেমিট্যান্স দিয়ে আপনারা ওয়ে ওয়ে রাইত এঞ্জয় করতে পারেন
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাওকি সরকারী গোয়বলসীয প্রচারনার অংশ!!!
যেখানে মালও স্বীকর করতে বাধ্য হইছৈ ছাদ্রদের দাবী যৌক্তিক ..ভ্যাট: শিক্ষার্থীদের শঙ্কা মুহিতও মানলেন ভ্যাট: শিক্ষার্থীদের শঙ্কা মুহিতও মানলেন------আপনে আইছৈন স্বপ্ন পাওয়া তত্ত্ব লইযা!!!
আপনার জন্য সৃজন রোডিনোর কথাই যুক্তিযুক্ত.................
বুকে সৎসাহস থাকলে সমর্থন দেন, নয়তো মুতে ঘুমাবেন না ঘুমিয়ে বিছানায় মুতবেন, সেটা নিতান্তই আপনার ব্যাক্তিগত বিষয়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০
আমি আবুলের বাপ বলেছেন: আপনিও বস ভুল বুঝলেন?আমার লেখায় কেমনে মনে হলো,আমি আন্দযলনের বিপক্ষে?আমার লেখা বিভ্রান্তি স্রষ্টিকারীদের বিপক্ষে।
মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বিভক্তি সৃষ্টি হয়েছে। এক পক্ষ বলছে, তারা আন্দোলন চালিয়ে যাবে। আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা।
অপর পক্ষ আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, যেহেতু শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না, তাই এ বিষয়ে আন্দোলনের আর প্রয়োজন নেই।
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
আমি আবুলের বাপ বলেছেন: মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বিভক্তি সৃষ্টি হয়েছে। এক পক্ষ বলছে, তারা আন্দোলন চালিয়ে যাবে। আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা। অপর পক্ষ আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, যেহেতু শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না, তাই এ বিষয়ে আন্দোলনের আর প্রয়োজন নেই
১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
বুলস আই বলেছেন: আমার হাগার কমেন্টকই গেল
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
আমি আবুলের বাপ বলেছেন: মাল সাব৭ .৫% ভ্যাট হিসাবে খাইয়া ফালাইছে।আবার দিলে আবার খাইবো।
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
ছাত্রারা আজীবন ছাত্র, না পড়ে বড় বড় সার্টিফিকেট চায়; মা-বাবা কি করে টাকা দিচ্ছে সেটার খোঁজ নেই; যেখানে প্রাইভেটের বিপক্ষে আন্দোলন করা দরকার, মুরগীগুলো ডাকাতদের পক্ষে আন্দোলন করছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
আমি আবুলের বাপ বলেছেন: এই আন্দোলন করার জন্যই এত কিছু সামনে আসছে।আগে এই আন্দোলন সফল হোক,তারপর বাকীগুলো হবে।আপনার মত লোকজনই আন্দোলনে বিভ্রান্তি স্রষ্টি করে।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
ফ্লাইং সসার বলেছেন: ভ্যাট আর ইনকাম ট্যাক্সের পার্থক্যটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোঝে না।
--কেমনে কি?মাথায় ঘিলু নাই নাকি?
অনেক দিন পর পরিস্থিতি জমজমাট হইতে হইতে নেতাইয়া পরলে হপে?