নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি কমানোর যুগান্তকারী সিদ্ধান্তে সামু লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫


বর্তমানে মদ বাংলাদেশে একটি অত্যাবশকীয় পানীয়।অনেকের মদ ছাড়া চলেই না। রাশিয়ার মানুষ নাকি পানির থেকে মদ বেশী পান করে।আমরাও এখন নিম্ন মধ্যবিত্ত দেশ। তাই আমরাও পানির বদলে মদ খাওয়া শুরু করবো। কিন্ত বাধা হয়ে দাড়িয়েছে মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি। যার ফলে মদের দাম উত্তোরত্তর বেড়েই চলেছে।
সুতরাং সংশ্লিষ্টরা এই সমস্যা উপলদ্ধি করে মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি কমিয়েছে।২০০৩ সালে মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি ছিল সাত হাজার ৫০০ টাকা। এবার সেটা বেভারেজের আওতায় অন্তর্ভুক্ত করে নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।সামনে আরো কমবে।


কমেছে মদ ও বেভারেজের আওতায় থাকা পানীয়র ফি।

এ ধুরনের যুগান্তকারী সিদ্ধান্তের কারনে মোড়ে মোড়ে অনেক মদের দোকান গড়ে উঠবে এবং যেহেতু মদ এখন সাধারন বেভারেজ জাতীয় পানীয়,তাই এই ধরনের ব্যবসার আর বাধা থাকবে না। আবার যেহেতু অন্যান্য লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের এবার দ্বিগুণ-তিনগুণ নয় ৩৩ গুন পর্যন্ত বাড়তি কোনো কোনো ট্রেড লাইসেন্সের নবায়ন ফির পরিমাণ দিতে হবে।এমনকি রাস্তার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও ২/৩/৪/৫/৬ গুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
যেমন ঃ পান-সুপারির দোকানের ফি করা হয়েছে ১০০ থেকে ৫০০ টাকা। মুরগি বিক্রির ফি করা হয়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। তরকারি দোকানের ক্ষেত্রে করা হয়েছে ২৫০ থেকে ৫০০ টাকা। মুদি দোকানের ফি করা হয়েছে ৩৫০ থেকে এক হাজার টাকা। চায়ের দোকানের ফি করা হয়েছে ২৫০ থেকে ৫০০ টাকা। লন্ড্রির দোকানের ফি করা হয়েছে ২৫০ থেকে ৫০০ টাকা।

তাই তারা অন্যান্য ব্যবসা বন্ধ করে মদের ব্যবসার দিকে ঝুকে পরবে।এই জন্য বাংলাদেশ সামু লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দাবী জানাই , মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি আরো কমানোর পাশাপাশি এই খাতে প্রচুর লোন দেয়া হোক,যাতে প্রতিটি চায়ের দোকান,মুদি দোকান ,পানের দোকান হয়ে যায় একেকটি মদের দোকান। :)

যারা আমার সামু লীগ সম্পর্কে জানেন না,তারা এইখানে গুতা মারেন

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২০

ডাঃ মারজান বলেছেন: জটিল লেখা মামা! এক্কেবারে খুশিতে *****! হয়ে গেলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

আমি আবুলের বাপ বলেছেন: তাইলে এই খুশীতে হয়ে যাক এক পেগ। :D

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২২

হামিদ আহসান বলেছেন: :-P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

আমি আবুলের বাপ বলেছেন:
আগামী প্রজন্ম

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

বিপরীত বাক বলেছেন: এটা উচিৎ।। বাস্তবতা মেনে নেয়া উত্তম।। বিশ্বের আর কোন দেশে মদের উপর এত ট্যাক্স নেই।।।।
বরং এখাতে খরচ কম হলে অন্যান্য ( গাজা, ফেনসিডিল, ইয়াবা, ভাং,) খাত কম প্রচার পাবে।।। প্রসার হবে।।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

আমি আবুলের বাপ বলেছেন: জ্বী ভাইয়া।সব জিনিসের উপর ট্যাক্স বাড়িয়ে মদের উপর ট্যাক্স কমানোটাই বাস্তবতা।কিন্তু জনগন যে এই বাস্তবতায় বিশ্বাস করে না।মদারুরাই চায়,মদের উপর ট্যাক্স কমানো হোক। :)

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চিয়ার্স !!!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

আমি আবুলের বাপ বলেছেন:

চিয়ার্স !!!!! :)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

সজল৯৫ বলেছেন: সাংসদরা যে শতভাগ পান সুপারির ভোক্তা নন তা বোঝা গেল। আবার মুরগির প্রতিও সবাই নির্ভরশীল না কেহ খাসী কেহ গরু হয়তো কেহ নিরামিষাশি। শুধু ভেজিটারিয়ানও খুব বেশি নেই সংসদে তাই তরকারির দাম..........। মুদি দোকানে সাংসদদের সবার না গেলেও চলে, চায়ের দোকান কিংবা লন্ড্রীতে তাদের কি দরকার; ওসব করার জন্য ঘরে ভুরি ভূরি কাজের লোক রয়েছে ওরা যে তাহলে বেকার হয়ে যাবে। সেখানে ও ভিন্নমত তাই সবটাতে কর বেড়েছে।
আর যেটার প্রতি সকল সাংসদ একমত অতি সংবেদনশীল সেটাই কমেছে।

বি:দ্র:- সবাই মাতাল হয়ে ঘুমে ঢুলু-ঢুলু হলে কোথায় কিসের দাম বাড়ল আর কিসের দাম কমলো সেটা নজরে আসবেনা কারো শতভাগ বৈজ্ঞানিকমান সম্পন্ন হয়েছে...........।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

আমি আবুলের বাপ বলেছেন: আপনার কথায় স্বাধীনতা বিরোধীদের সুর পাওয়া যাচ্ছে। বেশী লাফাইয়েন না। আমাদের কিন্ত ৫৭ ধারা আছে। হুম ;)

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

বাংলার আকাশ বলেছেন: িবপরীত বাক ঠিক বলেছেন । লেখককে বলছি , মদারুরাই চায় দাম কমানো হোক আর ফেনসি খোর রা চায় না !!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

আমি আবুলের বাপ বলেছেন: মদারুরাই চায়,মদের উপর ট্যাক্স কমানো হোক।সত্যি কথা বলার জন্য ধন্যবাদ।আমার ব্লগে ২/১ জন মদারু আসতেছেন,তাতেই আমার নিজেকে মাতাল মনে হচ্ছে।
তবে ফেনসিখোররা কি চায়,সেটাতো আমি জানি না।আমার সাথেতো কোনো ফেনসিখোরের পরিচয় নাই।
আমি জানি জনগন চায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য-পানীয়র উপর ট্যাক্স কমানো হোক। তবে মদ নিত্যপ্রয়োজনীয় খাদ্য-পানীয়র মধ্যে পরে কিনা জানি না।

তবে বাংলাদেশ সামু লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে এই ধরনের সিদ্ধান্তে সামু লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন আমাকে জানাতেই হবে। ;)

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টোষ্ট দ্য পোষ্ট
ব্রাভো

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

আমি আবুলের বাপ বলেছেন:

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

প্রামানিক বলেছেন: বেসম্ভব নিউজ। এটাই এখন দেশের জন্য মঙ্গলজনক মনে হয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

আমি আবুলের বাপ বলেছেন: মাল খাইয়া কি সব টাল হইছে? :) বেসম্ভব নিউজ। :D

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আর করা! ডিজিটাল উন্নয়নে নাভিশ্বাস ওঠা জনতার দমবন্ধ অবস্থা থেকে এবং সরকারের কর্মকান্ডে যাতে বিরুপ প্রভাব না পরে- সেই জন্য জাতিকে মাতাল করা খুব দরকার! মদারুদের এক বোতল দিলেই খালাস!
ভাতও চাইব না! উন্নয়ন আর গণতন্ত্র ধুইয়া পানি খাইব!

জয় বাংলা! বিদেশি না বাংলা পাইলেও তারা খুশি! :P ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আমি আবুলের বাপ বলেছেন: আমরা হয়ে যাবো মদে-ভাতে বাংগালী থুক্কু মদে-ডাইলে বাংগালী। ;)

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: এরপর আপনার সাথে দেখা হলে,মোড়ের দোকান থেকে চা দিয়ে আপ্যায়ন করার বদলে না হয় দারু দিয়েই করা যাবে!! মন্দ কি??

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

আমি আবুলের বাপ বলেছেন: জ্বি ভাই,ভালোই হবে।
ধরেন আপনি জিজ্ঞাসা করলেন দেশী চলবে,না বিদেশী?
আমি বলব, বিদেশীটাই দেন।
আপন তখন স্বদেশী চেতনাইয় উদ্বুদ্ধ হয়ে বলবেন,দেশী পন্য,খেয়ে হন ধন্য।
:) ;)

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩

মোঃ ইয়াসির রহমান বলেছেন: পিচ্চি একটা দেশে ১৬ কোটির বেশি মানুষ। তার মধ্যে মদারু থুক্কু শুরা পানকারীর প্রকৃত সংখ্যা নিয়া কোনও জরিপ হইছে কিনা জানা নাই। তবে মনে হয় সংখ্যা বেশ ভালই হইব। এতদিন এই বিষয়ে সরকার উদাসীন ছিল। তয় অহন দিন বদলাইছে। ভাবতেছি চাকরি-বাকরি বাদ দিয়া আমিও ছোড দেইখা একটা মদের দোকান দিয়া বসমু। নতুন লাইসেন্সের লাইগা সামু'লীগের সাপোর্ট লাগবো কিন্তু মামু।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

আমি আবুলের বাপ বলেছেন: সামু লীগ করলে,লাইসেন্স -টাইসেন্স আবার কি?মদের কয়টা বোতল নিয়া পিছনে সামু লীগের ব্যানার ঝুলাইয়া এখনই বইসা পরেন।দেখি কেডায় কি কয়। :)

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

মোঃ ইয়াসির রহমান বলেছেন: জয় আবুলের বাপ !!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

আমি আবুলের বাপ বলেছেন: জয় সামু লীগ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.