নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

আজ বাংলার কিছু বাড়িতে গোশত-পোলাও রান্না হবে!!! ;)

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫



বাংলাদেশে কিছু লোক আছে তারা অত্যন্ত মানবেতর দিন যাপন করত। এই দূর্মূল্যের বাজারে তাদের তিন বেলা পেট পুরে খাওয়াই কষ্ট হয়ে যেত। গোশততো দূরে থাক,সাধারন শাক-ভাতই জুটত না। আবার তারাঁ এমন সৎ যে, দুর্নীতির করাতো দুরের কথা, এর চিন্তাও করতে পারে না। শুধু বেতন দিয়ে অতি কষ্টে সংসার চালায়। তবে নিন্দুকরা যদিও বলে,তাদের ব্যাঙ্কে হাজার কোটি টাকা থাকাও অসম্ভব নয়।আমি কিন্তু এসব প্রচারনায় বিশ্বাস করি না। যদি তাই হতো তাহলে তাদের বেতন বাড়ানোর কোনো প্রয়োজন ছিলো না। বেতন বাড়ার কারনেই আজ সেই ঘরে ঘরে ঈদ। আর তাই সেই সব বাড়িতে আজ গোশত-পোলাও রান্না হবে। বহুদিন পর আজ তারাঁ পেট পুরে খাবেন।
আমরা যদিও দাওয়াত তো দূরে কথা ,গোশত-পোলাও এর মন মাতানো সুঘ্রানও পাবো না।তবুও তাদের পরিচয় জেনে ।অভিনন্দিত করতে পারি।

অধ্যাদেশে রাষ্ট্রপতির মূল বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা, স্পিকারের বেতন ৫৭ হাজার ২০০ থেকে বাড়িয়ে এক লাখ ১২ হাজার টাকা, প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১০ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ, আপিল বিভাগের বিচারপতিদের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে এক লাখ ৫ হাজার টাকা, হাইকোর্টের বিচারপতির বেতন ৪৯ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে। প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা, হুইপদের বেতন ৪৭ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীদের বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা ও সংসদ সদস্যদের মূল বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অধ্যাদেশে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে
তবে নিচের ছবিগুলো দেখে এদের মুখে কি গোশত-পোলাও উঠবে?



মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''এ জগতে হায় সেই বেশি চায় , জার আছে ভুরি ভুরি ----- ''
কিছুই বলার নাই । X(( :((

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫

আমি আবুলের বাপ বলেছেন: তাদের আর কত লাগবে? X((

২| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

ভিটামিন সি বলেছেন: যে পরমিান বেতন বেড়েছে, এখনও তাদের ঘরে মাস শেসে লবন কেনার পয়সা থাকবে না। এত অল্প বেতন তাদের।
আর আমি কৃষক, আমার সম্বল দুই বিঘা বা তারও কম জমি আর একটা গরু। আমার ঘরে কিন্তু ৩ বেলাই ভাত থাকবে, আমার ছেলে মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে রাজার হালে। অসুখ হলে আমি এ্যাপোলো হাসপাতাল, থাইল্যান্ড, সিংগাপুর বা যুক্তরাজ্যে গিয়ে চিকিতসা করাবো - তাই না?
মনে হচেছ উল্টা লিখে ফেলেছি।

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

আমি আবুলের বাপ বলেছেন: তাহলে চিন্তা করেন,জনগনের কথা ভাবতে ভাবতে তারাঁ কি মানবেতর জীবন-যাপন করছেন!!!!

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬

সাহসী সন্তান বলেছেন: কিচ্ছু করার নেই ভাই! সবই তার ইচ্ছ! আমাদের শুধু দেখে যেতে হবে..............!! :-< :-<

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫

আমি আবুলের বাপ বলেছেন: চেয়ে চেয়ে দেখলাম,সব লুটেপুটে নিয়ে গেলো,আমার বলার কিছু ছিলো না।

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

গেম চেঞ্জার বলেছেন: এ জগতে হায়
সেই বেশি চায়
আছে যার ভুরি ভুরি;;; X((

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

আমি আবুলের বাপ বলেছেন: জ্বী ভাই, তাই আয়তনে বাড়ছে তাদের ভুড়িঁ।

৫| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

মানবী বলেছেন: ‌আহা! বেচারা!
এই গরীব মানুষগুলোর বেতন ছাড়া আর কিইবা ইনকাম আছে।
বড় বড় পুকুর চুরি বাদ ই দিলা, এই যে ছিনতাই, রাহাজানি, এক্সটরশন এসবের পার্সেন্টেজ কি আর এরা পায়! বেচারাদের ছেলে মেয়েরা আমেরিকা ইউরোপে কি আর জনগনের টাকা মেরে বিলাসবহুল জিয়ন যাপন করছে!

এই অল্প কিছু টাকায় দুবেলা ডাল ভাত আর জনগনের মগজ ভাজা খেয়ে বেঁচে থাকবে!


*উপরে উল্লেখিত সব রক্ত চোষা্‌রা জনগণের ট্যাক্সের টাকায় সরকারী বাংলোতে বসে দেশটাকে শুষে খাচ্ছে, বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর কারন কি বুঝতে পারছিনা*

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩

আমি আবুলের বাপ বলেছেন: শুধু তাই না,এদের জন্য ১০৯২টি বিলাসবহুল ফ্ল্যাট হচ্ছে।

রাজধানীর বেইলি রোডে মন্ত্রী ও মিরপুরে আমলাদের জন্য ১ হাজার ৯২টি বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করবে সরকার। এজন্য ব্যয় হবে ৯৬৪ কোটি টাকা। এর মধ্যে ১১৩ কোটি টাকা ব্যয়ে মন্ত্রীদের জন্য ২৮টি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ৮৫২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৬৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

৬| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: বেতন বাড়ার কারনেই আজ সেই ঘরে ঘরে ঈদ। আর তাই সেই সব বাড়িতে আজ গোশত-পোলাও রান্না হবে। বহুদিন পর আজ তারাঁ পেট পুরে খাবেন। আমরা যদিও দাওয়াত তো দূরে কথা ,গোশত-পোলাও এর মন মাতানো সুঘ্রানও পাবো না।তবুও তাদের পরিচয় জেনে অভিনন্দিত করতে পারি।

চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা গরীব হতে পারি,কিন্ত অভিনন্দন দিতে কার্পন্য কর না। ;)

৭| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: "আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ"। ক্লাস ওয়ানে বাংলা বইয়ে পড়া এই লাইন্টা মনে পড়ে গেল।
তারা বেতন বৃদ্ধির জন্য যত না আনন্দিত তার চেয়ে বেশী অনন্দিত এই জন্য যে, এই অধ্যাদেশের মাধ্যমে তাদের বহু বছরের অবহেলিত "দারিদ্র"কে স্বীকৃতি দেওয়া হলো।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

আমি আবুলের বাপ বলেছেন: এই দারিদ্র বিমোচনের জন্য যুগান্তকারী পদক্ষেপ নেয়ায় সরকার কি আন্তর্জাতিক কোনো পুরুষ্কার পেতে পারে না? ;)

৮| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬

বিদগ্ধ বলেছেন:
বৈষম্যের রাষ্ট্রীয়করণ হয়েছে।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩০

আমি আবুলের বাপ বলেছেন: বৈষম্যের রাষ্ট্রীয়করণ অনেক আগেই হয়েছে। এখন হয়েছে যে যেভাবে পারো,সেভাবে খাওনকরণ।

৯| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭

বিপরীত বাক বলেছেন: তেলা মাথায় তেল ঢাল

অারও অারও ঢাল

বেশি বেশি ঢাল।।।।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩

আমি আবুলের বাপ বলেছেন: ত্যাল ঢালতে ঢালতে ত্যালে চুবাইয়া ফালাও।

১০| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩

বিদগ্ধ বলেছেন:

:)

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

আমি আবুলের বাপ বলেছেন:

১১| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: হায় হায়........ক্যান যে মন্ত্রী হইলাম না............ X(( X(

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

আমি আবুলের বাপ বলেছেন: ভাই,আপনার পায়ে পড়ি,মন্ত্রী হতে চাইয়েন না।মন্ত্রী হইলে শুধু গোশত-পোলাও না,পাব্লিকের গালিও খাইতে হইবো।গোশত-পোলাওএর ছবি দেইখা লোভ লাগলে,আমার দাওয়াত রইলো
একদিন আসেন,দুই ভাই মিইলা খামু। :)

১২| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

আমি মিন্টু বলেছেন: এ জগতে হায়
সেই বেশি চায়
আছে যার ভুরি ভুরি;;; X((

কিচ্ছু করার নেই ভাই! সবই তার ইচ্ছ! আমাদের শুধু দেখে যেতে হবে..............!! :-< :-<


:)

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

আমি আবুলের বাপ বলেছেন: দেখতো আছি।কিন্তু জিহ্বাতো মানে না।লালা পড়ে। ;)

১৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভিটামিন সি বলেছেন: যে পরমিান বেতন বেড়েছে, এখনও তাদের ঘরে মাস শেসে লবন কেনার পয়সা থাকবে না। এত অল্প বেতন তাদের।
লেখক বলেছেন: তাহলে চিন্তা করেন,জনগনের কথা ভাবতে ভাবতে তারাঁ কি মানবেতর জীবন-যাপন করছেন!!!!
তাইতো বারবার ক্ষেমা ঘেন্না করে দেই

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮

আমি আবুলের বাপ বলেছেন: তাইতো বারবার ক্ষেমা ঘেন্না করে দেই ছ্যা ছ্যা, এসব কি বলেন? আমরা বারবার তাদের কাছে ক্ষেমা চাই।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬

ডাঃ মারজান বলেছেন: দেশ কি আসলেই এগিয়ে যাচ্ছে! আমার জানা নেই। কেউ জানলে মানবিক দৃষ্টি কোন থেকে উত্তর দেন। ছবি গুলা দেখলে মন কেমন করে ওঠে।

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

আমি আবুলের বাপ বলেছেন: এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। B-)

১৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

কিরমানী লিটন বলেছেন: তেলের মাথায়,ঘি-
বেলের মাথায় কি?
ওটা কি আর,বলার মতো-
ছিঃ! ছিঃ!! ছিঃ!!!

কঠিন বাস্তবতা- এ থেকে মুক্তির পথ,আমাদেরই গড়ার অপেক্ষায়...
অনেক ধন্যবাদ খসখসে বাস্তব চোখে আঙুল দিয়ে,দেখিয়ে দেয়ার জন্য...
ছবিগুলো দেখে অতলটা হাহাকার করে উঠলো !!!
সতত শুভকামনা জানবেন...

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪

আমি আবুলের বাপ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমাদের এ প্রজন্ম হয়তো ব্যার্থ।তবে পরের প্রজন্ম অবশ্যই পরিবর্তন আনবে ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.