নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

এনাম সাহেব দরকার হলে একটা কিডনি খুলে রেখে দিন, তারপরেও মুক্তি দিন।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

বিল পরিশোধ করতে না পারায় এক মাসের বেশি সময় ধরে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই রোগীকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোগীদের স্বজনদের ভাষ্য, বিল পরিশোধ করার আর্থিক সামর্থ্য নেই তাঁদের। এ কথা জানানোর পরও ওই দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে বিলের পরিমাণ ক্রমে বাড়ানো হচ্ছে।

হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায়..

ওই রোগী দুজন হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব বাস্তা গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী রাজবানু (৫০) ও নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের রিকশাচালক আলাউদ্দিন (৩৫)। তাঁদের স্বজনদের ভাষ্য, মতিয়ার রহমান অন্যের কৃষিজমিতে দিনমজুরের কাজ করেন। গত শুক্রবার পর্যন্ত তাঁদের কাছে চিকিৎসা-ব্যয় বাবদ হাসপাতালের পক্ষ থেকে ৯ লাখ ২৭ হাজার টাকা দাবি করা হয়েছে।

এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান স্থানীয় সাংসদ এনামুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটি একটি বেসরকারি হাসপাতাল। বিল ১০-১৫ শতাংশের বেশি কমানো সম্ভব নয়। বাকি টাকা তাঁদের জোগাড় করতে হবে।’ স্বজনদের আপত্তি সত্ত্বেও আইসিইউতে রেখে বিল বাড়ানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আপনার এই বক্তব্য ঠিক নয়। এ কথা প্রত্যাহার করেন।


জ্বী এনাম সাহেব, আমরা আপনার সীমাবদ্ধতা বুঝি। বেসরকারি হাসপাতাল খুলছেন,টাকা কামানোর জন্য,দান-ছদকা করার জন্য নয়। কিন্তু এই ছোটোলোকের বাচ্চারা না বুঝে আপনার হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। আপনি একটা কাজ করেন,ওদের একটা করে কিডনি খুলে রেখে দেন।মানুষ একটা কিডনি দিয়ে বাচঁতে পারে। সেই কিডনি বেচার টাকা দিয়ে আপনার হাসপাতালের বিল রেখে দেন।তাতেও যদি না হয় তাহলে একটা করে চোখ খুলে রেখে দিন। দেন।মানুষ একটা চোখ দিয়েও দেখতে পারে । তবুও তাদের আর কষ্ট দিয়েন না।
গত শুক্রবার এনামে গিয়ে আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাই আমাকে ছাড়ার ব্যবস্থা করে দেন। এখানে থাকলে মারা যাব।’ আলাউদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘মাথা গোঁজার মতো একটু জমি ছিল, আড়াই লাখ টাকায় ওই জমি বিক্রি করে স্বামীর চিকিৎসার পেছনে খরচ করেছি। আর কোনো টাকা জোগাড় করার মতো সামর্থ্য আমাদের নেই।’

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব দুঃখজনক পরিস্থিতি।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

আমি আবুলের বাপ বলেছেন: অথচ এনাম সাহেব রানা প্লাজা দুর্ঘটনার পর কত নাম করলো দরদী হিসাবে।আসলে সবই মেকী।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

অগ্নি সারথি বলেছেন: কন কি? জাবি-র ছাত্রলীগের পুলাপানেরা মারামারি কইর‍্যা যখন নিজেগো হাড্ডিগুড্ডি ভাইঙ্গা এনাম মেডিকেলে যায় তখন তো এনাম ভাই ফ্লোরেন্স নাইটেঙ্গেল সাইজ্যা মাগনা সেবা করে।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

আমি আবুলের বাপ বলেছেন: তাতো করবেই।কারন তখন যদি সেবা না করেন,ওনাকেই না আবার পোলাপানেই সেবা(!) করে দেয়। আর নিজের এমপিত্ব ধইরা রাখতে হলে ওদেরতো হাতে রাখতে হবে।জনগনের ভোটেতো উনি এমপি হন নাই।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

ক্যাপ্টেন ফাহিম বলেছেন: সাভার থেকে বলছিঃ
এ আর নতুন কিছু নয়। অহরহ ঘটছে এই ক্লিনিকে। মানুষকে মেরেও ফেলছে আবার মরার পরে আইসিইউ'তে রেখে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিনা নির্বাচনে জয়ী না হলে ডক্টর এনাম জীবনেও পাশ করতে পারতো না। উনার চরিত্রের কথা সাভারের কেইবা না জানে? বাদ দেই সেসব কথা...

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

আমি আবুলের বাপ বলেছেন: অথচ রানা প্লাজা দুর্ঘটনার পর এই লোকটাকে মহৎ বানিয়ে ফেলছে মিডিয়া!!!

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সত্যিই দুঃখজনক। :(

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

আমি আবুলের বাপ বলেছেন: অথচ এনাম সাহেব রানা প্লাজা দুর্ঘটনার পর কত নাম করলো দরদী হিসাবে।আসলে সবই মেকী।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

নজরুল ইসলাম টিপু বলেছেন: জ্বী এনাম সাহেব, আমরা আপনার সীমাবদ্ধতা বুঝি। বেসরকারি হাসপাতাল খুলছেন,টাকা কামানোর জন্য,দান-ছদকা করার জন্য নয়। কিন্তু এই ছোটোলোকের বাচ্চারা না বুঝে আপনার হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। আপনি একটা কাজ করেন,ওদের একটা করে কিডনি খুলে রেখে দেন।মানুষ একটা কিডনি দিয়ে বাচঁতে পারে। সেই কিডনি বেচার টাকা দিয়ে আপনার হাসপাতালের বিল রেখে দেন।তাতেও যদি না হয় তাহলে একটা করে চোখ খুলে রেখে দি..............

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

আমি আবুলের বাপ বলেছেন: হ্যা এনাম সাহেব,ওরা ছোটোলোকের বাচ্চা হতে পারে,তবে আপনি কিসের বাচ্চা,তা মানুষ বুঝে ফেলছে।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

আব্দুল্যাহ বলেছেন: "জ্বী এনাম সাহেব, আমরা আপনার সীমাবদ্ধতা বুঝি। বেসরকারি হাসপাতাল খুলছেন,টাকা কামানোর জন্য,দান-ছদকা করার জন্য নয়। কিন্তু এই ছোটোলোকের বাচ্চারা না বুঝে আপনার হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। আপনি একটা কাজ করেন,ওদের একটা করে কিডনি খুলে রেখে দেন।মানুষ একটা কিডনি দিয়ে বাচঁতে পারে। সেই কিডনি বেচার টাকা দিয়ে আপনার হাসপাতালের বিল রেখে দেন।তাতেও যদি না হয় তাহলে একটা করে চোখ খুলে রেখে দিন। দেন।মানুষ একটা চোখ দিয়েও দেখতে পারে । তবুও তাদের আর কষ্ট দিয়েন না। "
ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপনের জন্য।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ, তবে এই কথাতো এনাম সাহেবের কানেতো পৌছাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.