![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামের পাঁচটি রুকনের একটি রুকন হল সিয়াম। আর রামাদান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রামাদান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা। আল্লাহ তা’আলা বলেন, ‘‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করে দেয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরয করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার। (বাকারাহ : ১৮৩) মহান আল্লাহ বলেন: “সুতরাং তোমাদের মধ্যে যে, মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে”। (বাকারাহ : ১৮৫)
সিয়াম পালনের ফযিলাত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ‘‘যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে’’। (সহীহ বুখারী : ২০১৪)
ইবনে হিব্বানে বর্ণিত আছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আমাকে এমন একটি আমল বলে দিন যা করলে আমি জান্নাতে যেতে পারব। রাসূলুল¬াহ সাল¬াল¬াহু আলাইহি ওয়া সাল¬াম বলেন : তুমি রোযা রাখ। রোযা তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ‘হে আল্লাহর রাসূল! আমাকে অতি উত্তম কোনো নেক আমলের নির্দেশ দিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি রোজা রাখো। কারণ এর সমমর্যাদার আর কোনো আমল নেই।’ (সুনানে নাসাঈ : ২৫৩৪)
‘যে কেউ আল্লাহর রাস্তায় (অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশী করার জন্য) একদিন সিয়াম পালন করবে, তাদ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তীস্থানে রাখবেন’। (সহীহ মুসলিম : ২৭৬৭)
হাদীসে এসেছে যে, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আল, সালাত কায়েম করল, যাকাত আদায় করল, সিয়াম পালন করল রামাদান মাসে, আল্লাহ তা’আলার কর্তব্য হলো তাকে জান্নাতে প্রবেশ করানো। (সহীহ আল বুখারী)
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ‘যারা রামাদান মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত রোযা পালন করেছে, তারা ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে, যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপরূপে প্রসব করেছিলেন।’
২| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: আমি রোজা রাখি না। হে হে হে---
৩| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৯:১৭
মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী বলেছেন: ভাই রোজা রাখুন আল্লাহর হুকুম মেনে চলুন। একদিন দুনিয়া ছেড়ে ছলে যেতে হবে। যাওয়ার আগে আখেরাতের পুজিঁ সংগ্রহ করুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:৩৩
রক্ত দান বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে সিয়াম পালন করার তাওফিক দিন -আমিন।