নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

৯। নবী প্রেরণের উদ্দেশ্য

২২ শে জুন, ২০২১ সকাল ৭:৪০

মহান আল্লাহ যে প্রক্রিয়ার মাধ্যমে মানব জাতীর নিকট তাঁর হুকুম–আহকাম বিধান ও হিদায়েত পৌঁছান, তাকে রিসালত বলা হয়। যারা মানুষের নিকট হিদায়েত পৌছান তাদেরকে বলা হয়, রাসূল, নবী বা পয়গাম্বর। মানব জাতীর নিকট প্রত্যেক জাতীর মধ্যে নবী এসেছেন পবিত্র কুরআনে ২৫ (পঁচিশ) জন নবীর নাম উল্লেখ করা হয়েছে।
৯.১) কোরআন :
সূরা আল–আহযাবের ৪৫–৪৬ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “ হে নবী ! আমরা তোমাকে পাঠিয়েছি স্বাক্ষী স্বরূপ, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকরী হিসেবে এবং আল্লাহর অনুমতি ক্রমে তাঁর প্রতি আহবানকারী ও উজ্জ্বল প্রদ্বীপ হিসেবে।”
৭.২) কোরআন :
সূরা আল নাহলেন ৩৬ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “ আমি প্রত্যেক জাতীর নিকট রসূল প্রেরণ করেছি, তাঁরা একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন এবং তাগুতী শক্তিকে বর্জন করতে বলেছেন।”
৯.৩) কোরআন :
সূরা আরাফ–৫৯,৬৫,৭২,৮৫ ও সূরা হুদ ৬১,৮২ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “হে জাতীর লোকেরা, আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তেমাদের আর কোন ইলাহ নেই।”
৯.৪) কোরআন :
সূরা হাশরের ৫৬ নং আয়াতে মহান আল্লাহ বলেন : “রসুল তোমাদের যা করতে বলেছেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেছেন তা বর্জন কর।”
৯.৫) কোরআন :
সূরা আল ফাতাহ–এর ২৭ নং আয়াতে মহান আল্লাহ বলেন :“তিনি সে মহান সত্তা, যিনি তাঁর রসূলকে পথ–নির্দেশ (আল–কুরআন) ও সত্য দ্বীন (আল–ইসলম) সহ পাঠিয়েছেন। যাতে একে অন্য সব মতবাদের উপর বিজয়ী করেন। এ কাজের জন্য আল্লহর স্বাক্ষী যথেষ্ট।”
ব্যাখা–সূরা আত–তাওবার ৩৩ নং আয়াত, সূরা আল–ফাতহ–এর ২৮নং আয়াত ও সূলা আসসাফফের ৯ নং আয়াতে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করা হয়েছে যে, আল্লাহর বিধানকে বিজয়ী করার দায়িত্ব দিয়েই তিনি রসূল (সাঃ) কে পাঠিয়েছেন। সকল নবীরাই আল্লাহর তাওহীদ ও তাঁর বিধান মেনে চলার দাওয়াত দিয়েছেন। এবং বাতিল শক্তি ও ব্যবস্থাকে পরিত্যাগ করতে বলেছেন। সকল বাতিল ব্যবস্থা, আইন, নিয়ম–কানুন অকেজো করে দিয়ে আল্লাহর দেয়া ব্যবস্থা ও বিধি–বিধান কায়েম করা ও বিজয়ী করে দেয়াই নবীদের উদ্দেশ্য। তাই সকল নবীরাই আল্লাহর দ্বীন, জীবন বিধানকে দেশে বিজয়ী করার জন্য বাতিল শক্তির সাথে মোকাবেলা করেছেন।
মানুষের জন্যই এসেছে আল্লাহর বিধান। মানুষের কাছে এটি পৌঁছানো ছিলো রসূলের (সাঃ) কর্তব্য। যুগপৎ এই কর্তব্য বর্তায় তাঁর প্রতি ঈমান পোষণকারী প্রত্যেক ব্যক্তির ওপর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.