নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ (সরকার মাসুদ স্যারের কবিতা থেকে)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪



জীবনানন্দ

(অডিও লিংক

https://soundcloud.com/achintya-2/ckflg1zwtgd6)



চিল নয় জীবনানন্দ উড়ে যাচ্ছে সাঁকো পার হয়ে

সাঁকোর তলপেটে শ্যাওলা ফাটল

আমি রেটিনার অন্ধকারে অচেনা আয়না মেলে ধরি

বাতাসের ঝিলমিল ঢেউয়ে

জীবনানন্দ ভাসে শূন্য নীল বহুরূপী সুদূর আকাশে



ব্রিজের দৃশ্যের দিকে খোলা জানালাটি বন্ধ হলে

পড়ন্ত আলোর শোভাটুকু শুষে নেয় মাটি

উটের পিঠের সাঁকো মনে রাখে মানুষের বাঁকাচোরা মুখ

সরু সরু চোখ গভীর ক্যানভাসে জীবনের খেলাঘর আঁকে

সেখানেও থাকে কিন্তু সাঁকোর ফাটল



সূর্যাস্তে কেউ কেউ সবুজ ফলের বৃন্তে বুনো শিহরণ

সূর্যোদয়ে খুলে যাবে শিকড়ের টানে অমর ধুলায়

আমি জানি মুমূর্ষু জোনাকির অভিযানে

আলোকিত হয় আনন্দের বিষাদের ইতিবৃত্ত

ওড়ে শিমুল তুলোয়

তার ছিঁটেফোঁটা পায় তেতুল তলার জালিছায়া

পায়রা নদীর মরচে পড়া জল



ঐ চিল কি জেনেছে জোনাক পোকার অপরূপ রূপ

বাঁচা ও মৃত্যুর ঝড়ে দোলা শাখার স্বরূপ

ঐ চিল কি জেনেছে ঝরণা বনতল

সন্ধ্যার ছায়া নয় সাঁকোর তলার ছেঁড়া সুর

ডানায় গুটিয়ে জীবনানন্দ উড়ে যায় কতদূর

শব্দের নৈঃশব্দে

বলতো আমাকে



কথাঃ সরকার মাসুদ



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

অচেনা পথিক০০৭ বলেছেন: সুন্দর

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক অনেক ভাল লাগল। আপনি কবিতা আবৃত্তি করতে পারেন না? জীবনানন্দের একটা কবিতা আবৃত্তি করেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

অচিন্ত্য বলেছেন: হাহ হাহ। গান বিষয়ে, বিশেষ করে আমার হেঁড়ে গলার গান বিষয়ে আপনার অসীম ধৈর্য দেখে আমি বিস্মিত হয়ে যাচ্ছি। ক্রমশ মনে হচ্ছে সত্যিই স্রোতাগণই গায়েন তৈরি করে থাকে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

অচিন্ত্য বলেছেন: ছোটবেলায় আমাকে গান এবং আবৃত্তি দু'টোই শেখানোর চেষ্টা করা হয়েছে। শেখার জন্য যেটুকু আলস্য ত্যাগের প্রয়োজন, তা স্বীকার করতে প্রস্তুত ছিলাম না। তাই গাওয়া এবং বাক্‌রীতি অধরাই থেকে গেল।

জীবনানন্দ দাশের কয়েকটি কবিতা সুর করে গাওয়ার খায়েশ আছে। দেখি সাধ্যে কুলায় কিনা। অনেক ধন্যবাদ স্বর্ণা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

অচিন্ত্য বলেছেন: আরেকটা বিষয়। দিন কয়েক আগে কাজী নজরুল ইসলাম এর 'বাংলাদেশ' কবিতাটি ঠিক আবৃত্তি নয়, অনেকটা মন্ত্রপাঠের মত পড়েছি। পোস্ট করেছি। শুনতে খারাপ লাগবে না আশা করি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.