নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া হয় না

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৮

বিরহ মধুর হল আজি

অডিও লিংক

Click This Link



বিরহ মধুর হল আজি মধুরাতে ।

গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে ॥

ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা

কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে ॥

সুদূরের সুগন্ধধারা বায়ুভরে

পরানে আমার পথহারা ঘুরে মরে ।

কার বাণী কোন্‌ সুরে তালে মর্মরে পল্লবজালে,

বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে ॥

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

শ্রাবণ জল বলেছেন: একসময় এই গানটা খুব গাইতাম।

অপ্রচলিত আরও কিছু গান গাইতাম। সহসা ডালপালা তোর উতলা যে, প্রাণে খুশির তুফান উঠেছে, আমার মল্লিকা বনে। না শুনে থাকলে শুনে দেখতে পারেন।

আর আমার সবচে প্রিয় রবীন্দ্র- তোমায় গান শোনাবো..

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০১

অচিন্ত্য বলেছেন: তোমায় গান শোনাব ছাড়া বাকি গানগুলো শুনিনি। শুনতে হবে
ধন্যবাদ

২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:)

কেমন আছেন?

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০২

অচিন্ত্য বলেছেন: বেশ খুশি আছি।
আপনি কেমন আছেন ?

৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: আহা আজি এ বসন্তে

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

অচিন্ত্য বলেছেন: হ্যাঁ, চৈত্র মাসও বসন্তেরই মাস।
:)

৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

লেখোয়াড় বলেছেন:
এসো হে বৈশাখ।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

অচিন্ত্য বলেছেন: সামনেই

৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

হাসান মাহবুব বলেছেন: বোওওওওরিং একটা গান |-)

কেমন আছেন? B-)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

অচিন্ত্য বলেছেন: :(

বেশ চনমনে আছি !

৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

অন্ধ আগন্তুক বলেছেন: অচিন্ত্য , আপনার রবীন্দ্রসংগীত আমার ভালো লেগে , এই গানটাও ভালো লেগেছে।

শুভেচ্ছা।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

অচিন্ত্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকেও। ভাল থাকুন
কথা হোক

৭| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৪

শ্রাবণ জল বলেছেন: এটা যে আপনার গানের লিঙ্ক, আমার মাথায় আসেনি কাল। তাই শোনা হয়নি।

এই ভোর বেলা আপনার গান শুনে দিন শুরু করলাম।
ভাল লেগেছে।

অনেক গুলো শব্দে সুর আরেকটু ভেঙ্গে গাওয়া যেত। যেমন সঞ্চারীতে- ধারা,ভরে,মরে এই শব্দগুলো। তালে প্রব্লেম হতোনা।

ভাল থাকবেন।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

অচিন্ত্য বলেছেন: হাহ হাহ। ধন্যবাদ শোনার জন্য। রবীন্দ্রসঙ্গীত করার সময় একটু ভয়ে ভয়ে থাকি। যথাসম্ভব স্বরলিপি মেনে গাওয়ার চেষ্টা করি। এজন্য বোধ হয় আড়ষ্টতা এড়ানো কঠিন হয়ে পড়ে।

ভাল থাকবেন। কথা হবে।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

অচিন্ত্য বলেছেন: আপনি কি সুস্থ হয়ে উঠেছেন ?

৮| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৮

শ্রাবণ জল বলেছেন: হাত ঠিক হওয়ার পথে।

সুস্থ আছি। নরমাল আছি।

দোয়া করবেন।
ভাল থাকবেন।

খোঁজ নেয়ার জন্য অনেক ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৬

অচিন্ত্য বলেছেন: দোয়া রইল

৯| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

শ্রাবণ জল বলেছেন: ভাই, তোমায় গান শোনাবো, এই গানটা করেন। সব আবেগ এক করে।

প্লিজ। 8-|

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১০

অচিন্ত্য বলেছেন: নিশ্চয়ই। চেষ্টা করব।
খুব শীঘ্র

১০| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: গান টা খুব ই প্রিয় । আপনার টা এখন শুনছি , খুব ভাল লাগছে ।

গানটা বিক্রম সিং এর কণ্ঠে আমার বেশি শোনা হয় । অসাধারণ ।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ। আমাকে পাঠাতে পারেন ? aaa আসলে গানটি আমি এখনো কারো কণ্ঠে শুনিনি। ছাত্রজীবনে একটা অনুষ্ঠানে গাওয়ার জন্য শিখতে হয়েছিল। আপনি কি হেমন্ত মুখোপাধ্যায় এর খুব ভক্ত ?

[email protected]

১১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আবার শুনছি আজকে :!>

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৮

অচিন্ত্য বলেছেন: :)

১২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫

অদ্বিতীয়া আমি বলেছেন: অচিন্ত্য , আমি আপনাকে মেইল করেছি । পেয়েছেন কিনা জানাবেন । :)
বিক্রম সিং কে আমার অনেক ভাল লাগে । আপনার ভাল লাগবে কিনা বুঝতে পারছি না । :)


হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় তো অনেক অনেক প্রিয় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.