![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বকেশ্বর নিজের হাতে সমর্পণ করে।হিপোক্রেসির ধোঁয়া তুলে নিজেই তাতে আচ্ছন্ন হওয়ার আনন্দ আছে প্রচুর।মাথার জৈবিক বিষয় মুখে আসে সবারই,কেউ একটু লম্বা পরিধেয় পরলে সে হয় অন্ধ।তারা কি সম কাজ করে,যেমন আমরা তাদের আরাধনা?তুমি কি নিশ্চিত আমি 'তারা' বলে ভুল করছি।সব অমিথ্যা তুমি জানতে।সহ্য করতে না পেরে বমি করেছ।তাই আবার অসহায় যুক্তির খাদ্য।যেহেতু তারা গরীব।আরাধনার বশীভূত হয়ে যত মিথ্যাই করি না কেন সে তো হাত লাগায় না।আমরা উভয়েই একই আবর্জনার মধ্যে দাড়ানো।নাক চেপে ধরে শরীরের ময়লা কি এড়ানো যায় না।তাকে দেখো।বাইরে বেরিয়ে সে সাত্যিক,আমরা পাপী।বলেছিলাম না সে ঈশ্বর।বোকা থেকে ব যুক্ত করাকে শুধু ব্যাকরণিক কারসাজি ভাবলে ভুল হবে।
অ্যা.সোশিওপ্যাথ।
১১৮.২৫.০১ক
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৮ দুপুর ২:০৯
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম।