![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র একবার-ই বাঁচবো বলে সবকিছুর অনুভুতি আমার কাছে অনেক তীব্র।
যখনই এই দুর্ঘটনার খবর টা মনে পড়ে , দুচোখ বেয়ে পানি আসতে শুরু করে ।বাবা না হয়েও বুঝি ছেলে -মেয়ের মায়া, মনে হয় আমারই সন্তানগুলা মারা গেছে (আমার নিজের সন্তান মারা গেলে কি এর চেয়ে বেশি কষ্ট পেতাম?!) । আমাদের দেশের জন্য এত বড় দুর্ঘটনা আর মনে হয় হয়নি কখনো, কিন্তু এই ভুখা জাতির কি টনক কখনো নড়বে না?!
প্রথম আলো ১১ ই জুলাই ২০১১ এর একটি নিউজ এর প্রথম কয়েকটি লাইন-
''এক-দুই বাড়ি পর পর একটি-দুটি করে কাঁচা কবর। এসব কবরে শায়িত মিরসরাইয়ে দুর্ঘটনার শিকার ৩৫ স্কুলছাত্র। একসঙ্গে এত শিশু-কিশোরের মৃত্যু আগে কখনো দেখেনি পাঁচ গ্রামের মানুষ। শোকে হতবিহ্বল গ্রামবাসীকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারও জানা নেই।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সৈদালী এলাকায় ট্রাক ডোবায় পড়ে যে ৪৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের ৩৫ জনই ওই পাঁচ গ্রামের। অন্যরা আশপাশ এলাকার। গত সোমবার দুপুরে উপজেলা সদরে ফুটবল খেলা দেখে ফেরার পথে এরা দুর্ঘটনার শিকার হয়''
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
েজ আলম বলেছেন: apnar sathe amio sohomormita janacci seisob mara jaoa sontaner pita matar proti. Sotti ekti korum tragedy. Amaro kosto hocce ei ghotonar kotha chinta kore.