![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র একবার-ই বাঁচবো বলে সবকিছুর অনুভুতি আমার কাছে অনেক তীব্র।
চাইলেই যদি…
মানুষগুলো একটু উদার হতো
ঢাকার জ্যাম নিমিষেই উধাও হয়ে যেত
বাসার সামনে বিশাল খেলার মাঠ থাকতো
সব ফকির-মিসকিনদের স্বাবলম্বী করা যেত
সব সিএনজিওয়ালাকে মিটারে নেয়া যেত
সব ট্রেন পরিচ্ছন্ন হয়ে ঠিক সময়ে আসতো!
সব সরকারী কর্মকর্তা সৎ হয়ে যেত!
চাইলেই যদি…
হিন্দি-উর্ধু’র আতলামি বন্ধ করা যেত!
বাংলা ছবি ‘বিদেশি বিভাগে’ অস্কার জিতে নিতো!
আমাদের রক ব্যান্ডগুলা দুনিয়া কাঁপাইয়া ফেলতো!
ভারত-আমেরিকার মাতাব্বরি বন্ধ করা যেতো!
চাইলেই যদি…
মনের মত কাউকে পাওয়া যেতো!
সব সন্তান বাবা-মা’র আশা পূরণ করতো!
চাইলে তো আরও কত কী! না চাওয়া-ই ভাল!
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার ইচ্ছা
আশাগুলো হয়তে একদিন পূর্ন হয়ে যেতে পারে।
শুভ কামনা জানবেন।