নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!

মুশাসি

আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মুশাসি › বিস্তারিত পোস্টঃ

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সংগ্রহ শালা (লিরিক্স ও ভিডিওসহ)

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৭



আধ্যাত্মিক গান - শাহ আব্দুল করিম - গাড়ি চলে না চলে না



গাড়ি চলে না চলে না,

চলে না রে, গাড়ি চলে না।

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

মধ্য পথে ঠেকলো গাড়ি

উপায়-বুদ্ধি মেলে না।।



মহাজনে যতন করে

তেল দিয়াছে টাংকি ভরে

গাড়ি চালায় মন ড্রাইভারে

ভালো-মন্দ বোঝে না।।



ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টসগুলো ক্ষয় হয়েছে

ডাইনামো বিকল হয়েছে

হেডলাইট দুইটা জ্বলে না।।



ইঞ্জিনে ব্যতিক্রম করে

কন্ডিশন ভালো নয় রে

কখন জানি ব্রেক ফেল করে

ঘটায় কোন্ দুর্ঘটনা।।



আবুল করিম ভাবছে এইবার

কোন্ দিন গাড়ি কি করবে আর

সামনে বিষম অন্ধকার

করতেছে তাই ভাবনা।।



কোন মেস্তরি নাও বানাইছে/ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূরপঙ্খী নাও (দোহার)




কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



চন্দ্র-সূর্য বান্ধা আছে নাওয়েরই আগায়

দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



রঙ-বেরঙের যতো নৌকা ভবের তলায় আয়

রঙ-বেরঙের সারি গাইয়া ভাটি বাইয়া যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



জারি গায়ে ভাটি বায়ে করতাল বাজায়

মদন মাঝি বড়ই পাজি কতো নাও ডুবায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



হারা-জিতা-ছুবের বেলা কার পানে কে চায়

পাছের মাঝি হাল ধরিয়ো ঈমানের বৈঠায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়

কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



শাহ আব্দুল করিম - আমি গান গাইতে পারি না



গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হলনা

আমি গান গাইতে পারি না



জানিনা ভাব-ক্রান্তি গাইতে পারিনা সেই গান

যেই গান গাইলে মিলে আঁধারে আলোর সন্ধান

গাইলেন লালন, রাধা রমণ, হাসন রাজা দেওয়ানা

আমি গান গাইতে পারি না



বাউল মুকুন্দ দাস গেয়েছেন দেশেরই গান

বিদ্রোহী নজরুলের গানে পাইলেন মুক্তির সন্ধান

ভাবের গান গাইতে গেলে অভাবে ভাব জাগেনা

আমি গান গাইতে পারি না



আরকুম শাহ্, সিতালং ফকির বলেছেন 'মারফতি গাও'

সৈয়দ শাহ্ নূরের গানে শুকনাতে দৌড়াইলেন নাও

করিম বলে প্রাণ খুলে গাও গাইতে যাদের বাসনা

আমি গান গাইতে পারি না



তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে



তোমরা কুঞ্জ সাজাও গো

আজ আমার প্রাণনাথ আসিতে পারে



বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু সুরে

যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে

তোমরা কুঞ্জ সাজাও গো

আজ আমার প্রাণনাথ আসিতে পারে



আতর গোলাপ সোয়া-চন্দন আনো যতন করে

সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে

তোমরা কুঞ্জ সাজাও গো

আজ আমার প্রাণনাথ আসিতে পারে



নয়ন যদি ভুলে সইগো মন ভুলেনা তারে

এগো প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে-দিনে বাড়ে

তোমরা কুঞ্জ সাজাও গো

আজ আমার প্রাণনাথ আসিতে পারে



আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে

আমারে যেন ছেড়ে যায় না প্রভুক দিও তারে

তোমরা কুঞ্জ সাজাও গো

আজ আমার প্রাণনাথ আসিতে পারে



আসিবে আসিবে বলে ভরসা অন্তরে

এ করিম কয় পাই যদি আর ছাড়িবো না তারে

তোমরা কুঞ্জ সাজাও গো

আজ আমার প্রাণনাথ আসিতে পারে ...



মন মিলে মানুষ মিলে সময় মিলে না...



পিরিতে শান্তি মিলে না।

পিরিত করে মন উল্লাসে,

ঠেকলো যে জন ভালোবেসে

কালনাগে দংশিলে বিষে

মন্ত্র মানে না...



ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে



ভাবিলে কি হবে গো

যা হইবার তা হইয়া গেছে

জাতি কুল যৌবন দিয়াছি

প্রাণ যাবে তার কাছে গো

যা হইবার তা হইয়া গেছে

কালার সনে প্রেম করিয়া

কাল-নাগে দংশিছে

ঝাইড়া বিষ নামাইতে পারে

এমন কি কেউ আছে গো

যা হইবার তা হইয়া গেছে

পিরিত পিরিত সবাই বলে

পিরিত যে কইরাছে

পিরিত কইরা জ্বইলা-পুইড়া

কতজন যে মরছে গো

যা হইবার তা হইয়া গেছে

আগুনের তুলনা হয়না

প্রেম আগুনের কাছে

নিভাইলে নিভেনা আগুন

কি কইরা প্রাণ বাঁচে গো

যা হইবার তা হইয়া গেছে

বলে বলুক লোকে মন্দ

কুলের ভয় কি আছে

আব্দুল করিম জিতে-মরা

বন্ধু পাইলে বাঁচে গো



আসি বলে গেল বন্ধু আইল না



আসি বলে গেল বন্ধু আইল না

যাইবার কালে সোনা বন্ধ

নয়ন তুলে চাইলো না

আসবে বলে আসায় রইলাম

আশাতে নিরাশা হইলাম

বাটাতে পান সাজাই থুইলাম

বন্ধু এসে খাইলো না

আসি বলে গেলো বন্ধু আইল না



ভব সাগরের নাইয়া




ভব সাগরের নাইয়া

মিছা গৌরব করো রে পরার ধন লইয়া

একদিন তুমি যাইতে হবে এই সমস্থ থইয়া রে

পরার ধন লইয়া

ভব সাগরের নাইয়া

মিছা গৌরব করো রে পরার ধন লইয়া



পরার ঘরে বসত করো পরার অধীন হইয়া

আপনি মরিয়া যাইবায় এই ভব ছাড়িয়া রে

পরার ধন লইয়া

ভব সাগরের নাইয়া

মিছা গৌরব করো রে পরার ধন লইয়া



কি ধন লইয়া আইলায় ভবে?

কি ধন যাইবায় লইয়া?

ভবে এসে ভুলে গেলায় ভবের মায়া পাইয়া রে

পরার ধন লইয়া

ভব সাগরের নাইয়া

মিছা গৌরব করো রে পরার ধন লইয়া



বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া

কালসাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে

পরার ধন লইয়া

ভব সাগরের নাইয়া

মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ...



কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা



আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা

কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া



না আসিলে কালো ভ্রমর

কে হবে যৌবনের দোসর?

সে বিনে মোর শূন্য বাসর আমি জিয়ন্তে মরা



কুল-মানের আশা ছেড়ে

মন-প্রাণ দিয়াছি যারে

এখন সে কাঁদায় আমারে, এই কী তার প্রেমধারা ?



শুইলে স্বপনে দেখি

ঘুম ভাঙ্গিলে সবই ফাঁকি

কত ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া



আশা পথে চেয়ে থাকি

তারে পাইলে হব সুখি

এ করিমের মরণ বাকী, রইলো সে যে অধরা



আমার বন্ধুরে কই পাবো সখিগো



বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে বলো না?

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা



সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখি দিলাম ষোল আনা

আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা



কী আগুন জ্বালাইলো বন্ধে গো

সখি নিভাইলে নিভে না

জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না?

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা



বাউল আব্দুল করিম বলে সখি

অন্তরের বেদনা

সোনার বরণ রূপের কিরণ

না দেখলে বাঁচিনা





বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে বলো না?

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা ...



আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার



তোমার ইচ্ছায় চলে গাড়ি, দোষ কেন পড়ে আমার

চলে গাড়ি হাওয়ারই ভারে, আজব কল গাড়ির ভিতরে

নিচ দিকেতে চাকা ঘুরে, সামনে বাতি জ্বলে না

আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভা

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু



কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেমনে রাখবি তোর মন

কেমনে রাখবি তোর মন

আমার আপন ঘরে বাধিরে বন্ধু

ছেড়ে যাইবা যদি



পাড়া পড়শী বাদী আমার

বাদী কালনী নদী

মরম জ্বালা সইতে নারি

দিবা নিশি কাঁদিরে বন্ধু

ছেড়ে যাইবা যদি



কারে কী বলিব আমি

নিজেই অপরাধী

কেঁদে কেঁদে চোখের জলে

বহাইলাম নদী রে বন্ধু

ছেড়ে যাইবা যদি



পাগল আব্দুল করিম বলে

হলো এ কী ব্যাধি

তুমি বিনে এ ভুবনে

কে আছে ঔষধি রে বন্ধু

ছেড়ে যাইবা যদি



আমি কুলহারা কলঙ্কিনী / আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী





আমি কুলহারা কলঙ্কিনী

আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী



প্রেম করে প্রাণবন্ধুর সনে

যে দুঃখ পেয়েছি মনে

আমার কেঁদে যায় দিন-রজনী

আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

আমি কুলহারা কলঙ্কিনী

আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী



প্রেম করা যে স্বর্গের খেলা

বিচ্ছেদে হয় নরক জ্বালা

আমার মন জানে, আমি জানি

আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

আমি কুলহারা কলঙ্কিনী

আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী



সখি আমায় উপায় বলনা?

এ জীবনে দূর হলনা

বাউল করিমের পেরেশানি

আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

আমি কুলহারা কলঙ্কিনী

আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী



কোন মেস্তরি নাও বানাইছে/ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূরপঙ্খী নাও (দলছুট)




কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



চন্দ্র-সূর্য বান্ধা আছে নাওয়েরই আগায়

দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



রঙ-বেরঙের যতো নৌকা ভবের তলায় আয়

রঙ-বেরঙের সারি গাইয়া ভাটি বাইয়া যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



জারি গায়ে ভাটি বায়ে করতাল বাজায়

মদন মাঝি বড়ই পাজি কতো নাও ডুবায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



হারা-জিতা-ছুবের বেলা কার পানে কে চায়

পাছের মাঝি হাল ধরিয়ো ঈমানের বৈঠায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়

কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



মুর্শিদ ধন হে কেমনে




দেখা দেওনা কাছে নেওনা আর কতো থাকি দূরে

কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে

কেমনে চিনিব তোমারে।



মায়ার জালে বন্দি হইয়া আর কত দিন থাকিব

মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুজে নেব।।



আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে

কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তেমোরে



তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই

শাস্ত্র গ্রন্থ পড়ি যতো আরো দূরে সরে যাই

কোন সাগরে খেলতেছো লাই ভাবতেছি তাই অন্তরে

কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে

কেমনে চিনিব তোমারে।



পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে

নতশিরে করজোড়ে আছি তোমার দরবারে

ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে

কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনহে

কেমনে চিনিব তোমারে।



কোন মেস্তরি নাও বানাইছে/ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূরপঙ্খী নাও (দোহার)




কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



চন্দ্র-সূর্য বান্ধা আছে নাওয়েরই আগায়

দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



রঙ-বেরঙের যতো নৌকা ভবের তলায় আয়

রঙ-বেরঙের সারি গাইয়া ভাটি বাইয়া যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



জারি গায়ে ভাটি বায়ে করতাল বাজায়

মদন মাঝি বড়ই পাজি কতো নাও ডুবায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



হারা-জিতা-ছুবের বেলা কার পানে কে চায়

পাছের মাঝি হাল ধরিয়ো ঈমানের বৈঠায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়

কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।।



কেন পিরিতি বাড়াইলারে বন্ধু





কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেমনে রাখবি তোর মন

কেমনে রাখবি তোর মন

আমার আপন ঘরে বাধিরে বন্ধু

ছেড়ে যাইবা যদি





পাড়া পড়শী বাদী আমার

বাদী কালনী নদী

মরম জ্বালা সইতে নারি

দিবা নিশি কাঁদিরে বন্ধু

—- ছেড়ে যাইবা যদি





কারে কী বলিব আমি

নিজেই অপরাধী

কেঁদে কেঁদে চোখের জলে

কেঁদে কেঁদে চোখের জলে

বহাইলাম নদী রে বন্ধু

— ছেড়ে যাইবা যদি





পাগল আব্দুল করিম বলে

হলো এ কী ব্যাধি

তুমি বিনে এ ভুবনে

তুমি বিনে এ ভুবনে

কে আছে আছে ঔষধি রে বন্ধু

ছেড়ে যাইবা যদি



মিনতি করি রে সোনা বন্ধু ভুইলো না আমারে





তুমি বিনে আকুল পরাণ

থাকতে চায় না ঘরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে



আমি এই মিনতি করি রে

...এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে



সাগরে ভাসাইয়া কুল-মান

তোমারে সঁপিয়া দিলাম আমার

দেহ-মন-প্রাণ

সর্বস্ব ধন করিলাম দান

তোমার চরণের তরে

সোনা বন্ধু ভুইলো না আমারে



আমারে ছাড়িয়া যদি যাও

প্রতিজ্ঞা করিয়া বলো

আমার মাথা খাও

তুমি যদি আমায় কান্দাও

...তুমি যদি আমায় কান্দাও

তোমার কান্দন পরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে



আমি এই মিনতি করি রে

এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে



কুল-মান গেলে ক্ষতি নাই আমার

তুমি বিনে প্রাণ বাঁচেনা

কি করিব আর?

তোমার প্রেম-সাগরে

প্রেম-সাগরে তোমার করিম যেন ডুবে মরে

সোনা বন্ধু ভুইলো না আমারে



আমি এই মিনতি করি রে

এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে



সূত্রঃ ইউটিউব, কয়েকটি লিরিক্স সাইট

বিশেষ কৃতজ্ঞতাঃ তাহসিন আহমেদ ভাই

আপনার কোনো পছন্দের গানের নাম বললে যোগ করে দেয়ার চেষ্টা থাকবে।সবার সহযোগিতা কাম্য।

(চলবে)

মন্তব্য ৭১ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নির্দ্বিধায় প্রিয়তে। প্লাস।

অনেক ধন্যবাদ ভাই অসাধারণ পোস্টের জন্য।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৭

মুশাসি বলেছেন: আপনার কমেন্ট পড়ে কষ্ট সার্থকের অনুভূতি পেলাম :)
অনেক ধন্যবাদ লিসানি ভাই :)

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৬

অস্পৃশ্য যুবরাজ বলেছেন: পুরাই চুম্মা পোস্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!

প্রিয় তে।
পারলে আরো এড কর।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৯

মুশাসি বলেছেন: তথাস্তু, আসিতেছে ;)
ধইন্যা ল

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: আপনাগো মত পুলাপাইনরাই মাইনষেগো আলসেমি বাড়াই দিতাছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩০

মুশাসি বলেছেন: ভাই,আমরা থাকতে আপ্নেরা এত টেনশন লন ক্যান?
এই যুগের পোলাপাইন হইছি তো কিইসে? শেকড় ছাড়মু না।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৩

লেখাজোকা শামীম বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে। ধইধ্যা পাতা ......

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩২

মুশাসি বলেছেন: শামীম ভাইয়ের শোকেসে আমার ব্লগ !! ভাবতেই চোখে আনন্দাশ্রু এসে গেল :)

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: নিঃসন্দেহে ভাল পোষ্ট। আমাদের সিলেট তথা সমগ্র বাঙলার বাউলের সম্রাট করিমের গান। আহা !! কি মধু !!

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৯

মুশাসি বলেছেন: সিলেট যামু,দাওয়াত নিলাম ভাই ;)
আপনাকে ধন্যবাদ :)

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯

আইন_অধিকার বলেছেন: ভাই, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না!! দারুন একটা কাজ করেছেন আপনি!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১০

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই, কষ্ট সার্থক কমেন্ট।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪০

রীতিমত লিয়া বলেছেন: ভালো পোস্ট। ধন্যযুক্ত

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১১

মুশাসি বলেছেন: :) :) :)

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪২

গাজী আলআমিন বলেছেন: খুব সুন্দর একটা পোস্ট। ধন্যবাদ আপনাকে

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

মুশাসি বলেছেন: গাজী ভাই আপনাকেও অনেক ধন্যবাদ।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫

নোবডি বলেছেন: ভালো পুস্ট ।

আব্দুল করিম নানার গান ভালু পাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৪

মুশাসি বলেছেন: লেজেন্ডদের গান ভালু পাইতেই হবে

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

বিহাইন্ড দা এনিমি লাইন বলেছেন:

সোজা প্রিয়তে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৫

মুশাসি বলেছেন: ধইন্যা :)

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬

দহন আহমেদ বলেছেন: প্রিয়তে নিলাম!!! ++++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ :)

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫০

মুরাদ-ইচছামানুষ বলেছেন: ধন্যবাদ ভাই। অসাধারণ পোস্ট দিছেন। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৭

মুশাসি বলেছেন: ইচ্ছা মানুষ আপনাকে ধন্যবাদ,আরো ভাল কিছু দিতে চাই :)

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪২

ডাব্বা বলেছেন: কস্ট করলেন বেশ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৮

মুশাসি বলেছেন: তা এট্টু হয়েছে,তবে শেষ করে ফেলার পর তার চেয়ে বেশি শান্তি পেয়েছি :)

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯

জানকিরান বলেছেন: দারুন লাগল। প্রিয়তে রাখলাম। আরও চাই কিন্তু....

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪২

মুশাসি বলেছেন: ধন্যবাদ জানকিরান ভাই। পাবেন। :)

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

অন্যসময় বলেছেন: খলিলুর রহমান ফয়সাল বলেছেন: নিঃসন্দেহে ভাল পোষ্ট। আমাদের সিলেট তথা সমগ্র বাঙলার বাউলের সম্রাট করিমের গান। আহা !! কি মধু !!

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৭

মুশাসি বলেছেন: খলিলুর ভাইয়ের কাছে দাওয়াত নিয়েছি। আপনার কাছেও নিলাম।
ধন্যবাদ :)

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

হরিণ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৯

মুশাসি বলেছেন: হরিণ ভাই আপনাকেও অনেক ধন্যবাদ।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৭

যুবায়ের বলেছেন: অসাধারন একটি পোষ্ট।
লেখককে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাইনা।

এইরাম পোষ্ট চালায়া যান বস!..
হয়তো একদিন ষ্টিকি হইয়া যাইবো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫১

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই। নিজের শান্তির জন্যে লিখি,নিজে যা লিখে শান্তি পাবো তা অন্যেরও ভালো লাগবে বিশ্বাস করি। স্টিকি হোক না হোক ব্যাপার নাহ।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০

সজিব তৌহিদ বলেছেন: ঠিক বলছেন সিরাজ ভাই শান্তির জন্য লেখা উচিত । ফাজলামির জন্য নয় ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৫

মুশাসি বলেছেন: ঠিক তাই ভাই :)

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৩

নগরের ধনেষ বলেছেন: খুবই সুন্দর পোস্ট।প্লাস এবং প্রিয়তে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৬

মুশাসি বলেছেন: ধন্যবাদ সামসুল ভাই :)

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩২

অভি৯১৭৫ বলেছেন: ধন্যবাদ ভাই। অসাধারণ পোস্ট দিছেন। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৬

মুশাসি বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ :)

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৯

তামিম ইবনে আমান বলেছেন:
প্রিয়তে নিলাম

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৭

মুশাসি বলেছেন: থ্যাঙ্কু তামিম ;)

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

জাতির নানা বলেছেন: সোকেইসড

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৭

মুশাসি বলেছেন: নানা ধইন্যা লও। ব্লগে তোমারে নিয়মিত দাওয়াত দিলাম।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪০

কামরুল হাসান শািহ বলেছেন: আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার


তোমার ইচ্ছায় চলে গাড়ী
দোষ কেন পড়ে আমার,
আমি তোমার কলের গাড়ী
তুমি হও ড্রাইভার।

চলে গাড়ী হাওয়ার-ই ভরে
আজব কল গড়ীর ভিতরে
নিচ দিকেতে চাকা ঘুরে
সামনে বাতি জ্বলে তার।

আমি তোমার কলেরগাড়ী
তুমি হও ড্রাইভার।

রত্ন মানিক বোঝাই করা
প্রহরী সব দেয় পাহারা
বাদী ছয় জন আছে খাড়া
সুযোগে করে সংহার।

আমি তোমার কলের গাড়ী
তুমি হও ড্রাইভার।

কলের গাড়ী কুদরতে চলে
চলেনা পেট্রল ফুরাইল
বাউল আবদুল করিম বলে
কুদরতের শান বুঝা ভার।

আমি তোমার কলের গাড়ী
তুমি হও ড্রাইভার।





ঠিক করেন :)

এক গান দুইবার আইছে
ঠিক করে নিয়েন


উনার গানের লিরিক নিয়া আগে আমিও পোষ্ট দিতাম :)

প্রিয়তে নিলাম

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪২

মুশাসি বলেছেন: একটা গান দুবার আছে, একটি দোহার আরেকটা দলছুটের গাওয়া। আর লিরিক্স ঠিক করে নিচ্ছি,আপনাকে ধন্যবাদ খেয়াল করার জন্য :)

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৬

চাঁপাডাঙার চান্দু বলেছেন: চমৎকার পোষ্ট মুশাসি। প্রিয়তে নিয়ে গেলাম। দিন দিন তোমার রীতিমত তোমার ভক্ত হয়ে যাচ্ছি :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

মুশাসি বলেছেন: ধন্যবাদ ব্রু :)

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৭

নোমান নমি বলেছেন: দারুন দারুন। প্রিয়তে।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৩

মুশাসি বলেছেন: ধইন্যা নোমান ভাই

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৯:১৫

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: উরে অসাধারণ রে.........................

ধন্যবাদ ভাই। অসাধারণ পোস্ট ।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৪

মুশাসি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৯:২১

সাাজ্জাাদ বলেছেন: আমার পছন্দের একজন মানুষ ছিলেন।এক হিন্দু মেয়েকে ভালবাসার দায়ে তাকে অনেকদিন একঘরে করে রেখেছিল। সেখান থেকে ' আমি কূল হারা কলঙ্কিনী' গানটার জন্ম।

ধন্যবাদ ভাই। প্রিয়তে নিলাম।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৮

মুশাসি বলেছেন: তথ্যের জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয়তে নেয়ার জন্যেও।

২৮| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:১০

ঘোর ছাড়া এক সুখি ছেলে বলেছেন: আসেন ভাই বুকে আসেন (উল্টা কিছু ভাইবেন না) +++++++

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৫

মুশাসি বলেছেন: ধন্যবাদ সুখি ছেলে :) :)

২৯| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩৭

দূলভ বলেছেন: অসাধারণ পোস্ট

২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৭

মুশাসি বলেছেন: ধন্যবাদ দূলভদা। ভালো থাকবেন

৩০| ২৬ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৪

কালো হিমু বলেছেন:

২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৯

মুশাসি বলেছেন: থ্যাঙ্কু হিমু। বাংলার বাঘ বাউল গান শুনুক :)

৩১| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৫

নতুন বলেছেন: জটিল কাজ করছেন...

নির্দ্বিধায় প্রিয়তে। প্লাস।

অনেক ধন্যবাদ ভাই অসাধারণ পোস্টের জন্য।

২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২০

মুশাসি বলেছেন: প্রিয়তে নেয়ার জন্যে ধন্যবাদ ভাই।

প্লাসের জন্যেও অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন সবসময়।

৩২| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪২

চেয়ারম্যান০০৭ বলেছেন: প্লাস এবং প্রিয়তে :) থানকু বস

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৮

মুশাসি বলেছেন: অনেক পরে আসলেন বস। ভাগ্য ভালো আজকে একটা প্রোমোশোনাল চালাইছিলাম।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সমসময়।

৩৩| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৯

নসিমনের যাত্রী বলেছেন: কি কালেকশন রে ভাই !!! প্রিয়তে না নিলে অনেক গুনা হৈবো তাই লৈলাম :) :) :) আপনেরে অনুসরনে রাখলাম.।

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ নসিমনের যাত্রী। :) :)

ব্লগে স্বাগতম আপনাকে। ভালো থাকবেন।

৩৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫১

মাসুদ হাসান_২৯ বলেছেন: আপনার পোষ্ট থেকে আগেই সব ডাউনলোড করে নিছি।অনেক ভাল লাগছে। :)

ধইন্যা দিতে ভুলে গেছিলাম :P তাই দিতে আসলাম আর শোকেসে রেখে দিলাম। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৬

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ মাসুদ ভাই :)
আপনার কবিতা খুভ ভালো লাগে, এত সুন্দর করে লেখেন কিভাবে বুঝি না।

ভালো থাকবেন সবসময় :)

৩৫| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

আলাউিদ্দন আিরফ বলেছেন: আমি নিজে বাউল সম্রাট আব্দুল করিমের একজন একনিষ্ঠ ভক্ত। তার জীবন দর্শন চিন্তা চেতনা ও মরমী গানগুলো আমাকে নতুন করে বেঁচে থাকার প্রেরণা যোগায়। মনে প্রশান্তি এনে দেয়। আমার একান্ত ইচ্ছে বাউলগানের তীর্থভূমি বাউল সম্রাট আব্দুল করিমের জন্মস্থান সুনামঞ্জের পথেপ্রান্তরে ঘুরে মানুষের মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো আরো মরমী ও বাউলগানগুলো একত্রিত করা। কিন্তু আসলে জীবনের ব্যস্ততা সেই ইচ্ছে পুরণ হতে দিচ্ছে না।

৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

আমি অথবা অন্য কেউ বলেছেন: Great post. ++

৩৭| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬

জাহিদ অনিক বলেছেন:




মুশাসি,

আপনি এখন ব্লগে আছেন কিনা জানি না।

গুগলে কোন কিছু খুঁজতে গিয়ে যদি সামুর লিংক পাই তাহলে সেটাতে আগে যাই। এইখানে আপনাকে পেয়ে গেলাম।


পোষ্টটি প্রিয়তে থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.