![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্টুডেন্ট এর মা যে আমাকে আপু বলে ডাকতে বলেছিলেন সেটা তো আগেই বলেছি।
তো সেই আপুর প্রিয় কাজ রান্না বান্না করে মানুষকে খাওয়ানো। এইরকম একজন মহিয়সী মহিলাকে বিধাতা কেন এমন ভোজনবিমুখ হাসবেন্ড দিয়েছেন ভেবে পাই না। তাই বাধ্য হয়ে আমাকেই প্রতিদিন তার রান্না করা নাস্তার নানা আইটেম গিলতে হয়।
খাবার নষ্ট করা উচিত না। আমি তাই সুন্নত মেনে চলি। তাই তার পরীক্ষামূলক আইটেম ভালো লাগুক আর না লাগুক একটুও ফেলি না। এতে আপু আরো বেশি উৎসাহ পেয়ে যান।
একদিন বললেন,
: আপনার আর কোনো আইটেম খেতে ইচ্ছে হলে বলবেন
- জী বলবো।
: বাসা থেকে বাইরে থাকেন, মা রান্না করে খাওয়াতে পারে না। কোনো লজ্জা করবেন না।
- জী লজ্জা করবো না।
: আচ্ছা আপনাদের হলে খাবার কি ব্যবস্থা?
আমি চোখ মুখ করুন করে হলের খাওয়ার বর্ননা দিলাম।
- হলে প্রতিদিন বত্রিশ টাকার খাবার দেয়। দু বেলা মিল। ষোলো টাকা-ষোলো টাকা। গরু, মুরগী, মাছ থাকে। ডাল থাকে। ভর্তা থাকে। আর ভাজি থাকে।
: ভালই তো
- ভালো না আপু। গরুর মাংসের এক টুকরা বলতে আমরা সাধারনত যা বুঝি তা চার টুকরা করে দুই টুকরা দেয়া হয়, মুরগীর টুকরো এত ছোট করা হয় জানলে মুরগীও লজ্জা পাবে, ডাল পানির চেয়ে তরল,ভাজিতে তেল নামের কিছু দেওয়া হয় না!
আপুর মুখ কষ্টে এতটুক হয়ে গেল। করুন সুরে বললেন
: আপনি আজ রাতে প্লিজ খেয়ে যাবেন
আপুর করুন মুখ দেখে না বলার সাহস করি নি। এই দিনের ফলাফল হয়েছিলো ভয়াবহ। সেদিন তো খাওয়ালেনই। পারলে প্রতি সপ্তাহে একবার ঘটা করে ডিনারের দাওয়াত দেন!
একদিন ডিনারের আইটেম দেখে ভয় পেয়ে গেলাম। এত আয়োজন শুধু একজনের জন্য দেখে তব্দা খাইলাম। আমি না করতে পারি না। প্রতিটা আইটেম দুইবার করে তুলে দিচ্ছেন। আমিও নিশ্বাস বন্ধ করে খেয়ে যাচ্ছি।
কিন্তু পিকচার আভি বাকি। খাওয়া শেষে ফ্রিজ থেকে বের করলেন গাজর কা হালুয়া। বললাম আপু আর পারবো না !! কিন্তু উনি খাওয়াবেনই। শেষে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করলেন। সেই হালুয়া তিনি একটা হলুদ রংয়ের টিফিন বক্সে ভরে আমার হাতে ধরিয়ে দিলেন।
রুমে ফিরতেই রুমমেটরা ঘিরে ধরলো। হাতের টিফিন বক্সের কাহিনী শুনে তাদের আর পায় কে ! আমাকে মহা উৎসাহে ক্ষ্যাপানো শুরু করলো। আমার টিফিন বক্স নিয়ে আসার ঘটনার সাথে নাকি হিন্দি রাব নে বানাদি জোড়ি মুভির মিল আছে। হলুদ রংযের টিফিন বক্সটা বিশেষ ইঙ্গিত বহন করে !!
মুহূর্তেই গোটা হলের বন্ধু সমাজে আমার টিফিন বক্সের কাহিনী ছড়িয়ে পড়লো। দুঃখের ব্যাপার হলো সেই গাজরের হালুয়া হলের সব বন্ধুরা মিলে খাইলেও আমি লজ্জায় একটা দানাও খাই নাই। আরো দুঃখের ব্যাপার হলো এরপর থেকে আমাকে দেখলেই পোলাপান 'হলে হলে হো যায়েগা পেয়ার' গান গাওয়া শুরু করে !
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৪
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩১
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৩
মুশাসি বলেছেন: ধন্যবাদ মাহতাব ভাই, সৈয়দপুর আসলাম আজ।
৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩২
চিরন্তন স্বপ্ন বলেছেন: আপুর বাড়িতে একদিন যাইয়া ডিনার করার ইচ্ছা আছে!! যাওয়া যাইব নি ভাই ?
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৫
মুশাসি বলেছেন: আগে আন্টি বলেন মিয়া, তারপর ভাইভা দেখবো :`> আপনের নিক চিনতাম না, ছবি দেখে চিনলাম
৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহারে,কি কপাল মাইরি আপনার ।
আচ্ছা, আপনি রাজশাহী থাকেন না ??
ঐখানের টিউশনির বাজার তো খুবই খারাপ যতটুকু জানি ।
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৬
মুশাসি বলেছেন: মন্ত্রী মহোদয়, আমারে কিছু রাজকীয় সুবিধা দিলে কপালটা ঘষতে দিতে পারি
জী রাজশাহীতে থাকি, আবাসিক এলাকায় খারাপ না।
ভালো থাকবেন
৫| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৫
তারছেড়া লিমন বলেছেন: ব্যক্যল পুলাপাইন বুঝনোনা কি জিনিস তারা মিস করলো.............
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৭
মুশাসি বলেছেন: হা হা
৬| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৯
আমিভূত বলেছেন: হাহাহা মজা পেলাম :!> :!>
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৮
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভূত মশাই
ঘাড়ে উঠতে আসবেন বার বার
৭| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৫
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: “ভোজনবিমুখ হাসবেন্ড” আহারে
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৯
মুশাসি বলেছেন: আমি শরীফ পুলা, টেনশানের কিছু নাই
৮| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫২
দি সুফি বলেছেন: আপু? নাকি আন্টি? :-& কনফিউজড্ করে দিলেন! :-&
আর মাঝে মাঝে আপনার আপু বা আন্টির বাসায় আমাদেরও দাওয়াত দিয়েন
১৮ ই মে, ২০১৩ রাত ১২:০৭
মুশাসি বলেছেন: দিসি এডিট কইরা, এই পেজগিটা আমি আপুর সামনেও লাগাই
আপনাকে খাওয়াবেন কিনা আস্কাইতে হবে :`>
৯| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৬
মেহেদী হাসান মানিক বলেছেন: হলে হলে হো যায়েগা পেয়ার' চালিয়ে............।
১৮ ই মে, ২০১৩ রাত ১২:০৮
মুশাসি বলেছেন: মানিক ভাই লজ্জা দিলেন..আমি ভালো পুলা
১০| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:০১
স্নাইপার০০৭ বলেছেন: ভালো তো . তাই না ???
১৮ ই মে, ২০১৩ রাত ১২:১১
মুশাসি বলেছেন: গুল্লিটা কুন্দিক দিয়া মারলেন স্নাইপার ভাই, ইঙ্গিত বুঝার চেষ্টায় আছি
১১| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:২১
জাতিস্বর বলেছেন: লুল!!
ডান্স পে চান্স মারলে!
২৫ শে মে, ২০১৩ রাত ১০:২৯
মুশাসি বলেছেন:
১২| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:২৮
...নিপুণ কথন... বলেছেন: মাত্র ১৬ টাকায় ঢাকার কোন হলে মিল হয়? আমার তো জানা নেই! কোন হলে ভাই?
আর খাওয়াতে চাইলে খারাপ কি? ভালো তো । চালিয়ে যান!
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩০
মুশাসি বলেছেন: আমি রুয়েটে পড়ছি ভাই, ১৬ টাকা প্রতিবেলা !
চালিয়েই যাইতেছি, দোয়া রাইখেন
১৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৫
বটবৃক্ষ~ বলেছেন: হাহা মজা পেলাম অনেক
স্নাইপার০০৭ wrote: ভালো তো . তাই না ???
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩১
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই, ব্লগে ঘুরে যাবেন মাঝে মাঝে
১৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৪২
কালোপরী বলেছেন: :!> :!> :!>
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩২
মুশাসি বলেছেন: আপু তো দেখি লজ্জায় লাল!
১৫| ১৮ ই মে, ২০১৩ রাত ২:২১
আমি তুমি আমরা বলেছেন: আপনের ইশট্যাটাশেই পড়ছি
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৩
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই, সাথে থাকবেন সবসময়।
১৬| ১৮ ই মে, ২০১৩ রাত ২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
গল্প ছবি দুটোই চমৎকার
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৫
মুশাসি বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই
১৭| ১৮ ই মে, ২০১৩ রাত ৩:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনি ফেসবুকের শাজাহান সিরাজ ভাই এর স্ট্যাটাস কপি করেছেন।আপ্নাকে গদাম
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৬
মুশাসি বলেছেন: শাহজাহান সিরাজ ভাইরে বইলেন না, আপ্নের পিলিজ লাগে চেয়ারম্যান সাব
১৮| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫২
একজন আরমান বলেছেন:
ভালো তো ভালো না? :!> :#>
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনি ফেসবুকের শাজাহান সিরাজ ভাই এর স্ট্যাটাস কপি করেছেন।আপ্নাকে গদাম
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৮
মুশাসি বলেছেন: বোঝা গেলো আরমান ভাই হিংসায় জ্বলতেছে !!
১৯| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৭
এেলােমেলা সব বলেছেন: এইরাম টিউশনি জীবনে একটাও পাইলামনা। আফসুস....
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪০
মুশাসি বলেছেন: ষোলোয়ানাই মিছা একটা লাইফ লিড করতেছেন ভাই, শিগগির বিজ্ঞাপন দেন
২০| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২
ঘুড্ডির পাইলট বলেছেন: মন্টা ভালো হয়ে গেলো ++++++++++++
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪৫
মুশাসি বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমার মনটা শতগুন বেশি ভালো হয়ে গেল ভাই
২১| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৯
মামুন রশিদ বলেছেন: আপনার জন্য ব্যাপারটা বিব্রতকর হলেও ইয়ারদোস্তদের জন্য সত্যিই রসালো উপকরণ ।
আপনার দোষ কি, দীর্ঘদিন হলে-হোস্টেলে ভালমন্দ খাবারের জন্য মনটা আসলেই খাই খাই করে । আপনার দেয়া মেন্যুর সাথে আমার হল লাইফের মেন্যুর মিল আছে । তবে শুরুতে আমাদের মিল চার্জ ছিল প্রতিবেলা ৪ টাকা যা ক্রমান্বয়ে বেড়ে ৬ বছর পর সাড়ে সাত টাকায় যায় ।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪৭
মুশাসি বলেছেন: বাপ্রে, আপনি তো ভাই তাহলে অনেক সিনিয়র আমার! হল লাইফটাকে অনেক মিস করবো ভাই, এই বাক্যটা খুব ভালোভাবেই বুঝবেন আপনি।
২২| ২৪ শে মে, ২০১৩ রাত ১:৪৮
পলক শাহরিয়ার বলেছেন: মুশাসি ভাই কেমন আছেন? আপনাদের সাবেক রেজিস্ট্রার এর ছোট মেয়ে আমার ছাত্রী ছিল। তার নিজের হাতের রান্না মিস করি!
আপনার ফেবু আইডি দিয়েন।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫০
মুশাসি বলেছেন: পলক ভাই ভালো আছি আপনাদের দোয়ায়। রেজিস্টারের মেয়ে! আপুকে দেখি নাই যদিও, স্মৃতিগুলো আসলেই অনেক দিন মনে রাখার মতো। ফেবু আইডি আমার লিঙ্কস এ আছে।
২৩| ২৪ শে মে, ২০১৩ রাত ২:০১
তুষার মানব বলেছেন: এমন একটা আপু যদি পাইতাম তাইলে দিনে অন্তত খাওয়ার খরচটা বাচত
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫২
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি ব্যাপারটাকে অন্য দিকে নেন নাই
ভালো থাকবেন।
২৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫৬
নগরের ধনেষ বলেছেন: রুয়েটের হলে মুরগী বা গরু কাটার আগে মনে হয় পেটের ভিতর ডিনামাইট ঢুকিয়ে দেয়া হয়। সেই ডিনামাইট বিস্ফোরিত হয়ে মাংস গুলো শত-সহস্র খন্ডে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে যায়। পরে সেগুলো একত্র করে রান্না করা হয়। এজন্য সাইজ এত ছোট।
২৫ শে মে, ২০১৩ রাত ১১:৪৩
মুশাসি বলেছেন: হা হা হা, ভাই, সেই মাপের বর্ননা হইছে, সাক্ষাত শরৎচন্দ্র যেনো রুয়েটের হলের শত সহস্র খন্ড বিখন্ড মাংশ পিন্ডের বর্ননা দিলো।
২৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৬
সোহাগ সকাল বলেছেন: আপনার আপু হইলেও আমগো আন্টি!
চ্রম লিকছেন!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭
মুশাসি বলেছেন: ধইন্যা সোহাগ ভাই
২৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৬
মহামহোপাধ্যায় বলেছেন: এই যন্ত্রণার নাম হলো মধুর যন্ত্রনা। এরকম কিছু প্রত্যক্ষ মধুর যন্ত্রনার অভিজ্ঞতা থাকা খারাপ না
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯
মুশাসি বলেছেন: সেটাই ভাই, হতেই পারে, স্বাভাবিক ঘটনা এগুলা
২৭| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩০
লিন্কিন পার্ক বলেছেন:
ভাল ত :!>